শিকারপুর ইউনিয়ন, হাটহাজারী
শিকারপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে শিকারপুর ইউনিয়ন, হাটহাজারীর অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৫′৫″ উত্তর ৯১°৫২′৮″ পূর্ব / ২২.৪১৮০৬° উত্তর ৯১.৮৬৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | হাটহাজারী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী |
আয়তন | |
• মোট | ৬.৮৯ বর্গকিমি (২.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৫৫৭ |
• জনঘনত্ব | ৩,৩০০/বর্গকিমি (৮,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
শিকারপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
শিকারপুর ইউনিয়নের আয়তন ১,৭০২ একর (৬.৮৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিকারপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,৫৫৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৯৫০ জন এবং মহিলা ১১,৬০৭ জন। মোট পরিবার ৪,৪৯৩টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
হাটহাজারী উপজেলার সর্ব-দক্ষিণে শিকারপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে বুড়িশ্চর ইউনিয়ন, উত্তরে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, পশ্চিমে চিকনদণ্ডী ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২নং জালালাবাদ ওয়ার্ড ও ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এবং দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪নং চান্দগাঁও ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
শিকারপুর ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এটি শিকারপুর, বাথুয়া ও কুয়াইশ এ ৩টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- পশ্চিম শিকারপুর
- পূর্ব শিকারপুর
- পশ্চিম বাথুয়া
- পূর্ব বাথুয়া
- ভরা পুকুর
- মধ্যম কুয়াইশ
- দক্ষিণ কুয়াইশ
- পশ্চিম কুয়াইশ
ইতিহাস ও নামকরণ[সম্পাদনা]
শিকার শব্দ হতে শিকারপুর নামের উৎপত্তি। তিলক চন্দ্র রায় নামের একজন প্রভাবশালী ব্যক্তি হাটহাজারী রোডের পূর্বে পার্শ্বে কুলগাঁও নামক জায়গায় বাস করতেন। তখন তৎসংলগ্ন পূর্ব দিকের এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। ঐ জঙ্গলে শৌখিন রাজা তিলক চন্দ্র রায় পশু পাখি শিকার করে মনের আনন্দে বেড়াতেন। কালক্রমে ঐ জঙ্গল পরিষ্কার করে আবাদ করা হয়। আবাদকৃত স্থানের নামকরণ করা হয় 'শিকারপুর'। সম্ভতবত তিলক চন্দ্র রায় হামজা খাঁর সমসাময়িক ছিলেন। হামজা খাঁর প্রধান কীর্তি হামজারবাগ, হামজার দীঘি ও হামজার মসজিদ। তিলক চাঁদ রায় ১৫৮১ সালে মায়ের স্মৃতি রক্ষার্থে তথায় কুল নারায়ন বিগ্রহ স্থাপন করেন। হিন্দুর মন্দির মানেই দক্ষিণ দুয়ারী কিন্তু এই মন্দির উত্তর দুয়ারী। তার দুই পুত্র মধুরাম ও জর্নাদন। মধুরাম পিতা অপেক্ষা অধিক প্রতিপত্তি অর্জন করতেছিলেন। পরে উভয় ভাই একত্রে মধু জনার্দন তরফ সৃষ্টি করেছিলেন।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিকারপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৭%।[১] এ ইউনিয়নে ১টি বিশ্ববিদ্যালয় কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ[৪]
- মাধ্যমিক বিদ্যালয়[৫]
- মাদ্রাসা[৬]
- মাদ্রাসা মাহমদিয়া মদিনাতুল উলুম বাথুয়া
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৭]
- প্রাথমিক বিদ্যালয়
- কুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কে এস ইসহাক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গৌরাঙ্গ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কুয়াইশ ফারুকিয়া সরকারি প্রাথামক বিদ্যালয়
- পূর্ব বাথুয়া আলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাথুয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাথুয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন[৮]
- হাজী আবদুর রহিম ইসলামী একাডেমী
- কিউ বি কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
শিকারপুর উপজেলার প্রধান সড়ক হল চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক। এছাড়া রয়েছে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এবং হাজী নেয়ামত আলী সড়ক। সব ধরনের যানবাহনের চলাচল রয়েছে। তবে প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
শিকারপুর ইউনিয়নে ১৬টি মসজিদ, ১টি ঈদগাহ ও ১টি মন্দির রয়েছে।[৯]
খাল ও নদী[সম্পাদনা]
শিকারপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কৃষ্ণখালী খাল, হামিদিয়া খাল, কামারী খাল, কুয়াইশ খাল, বাইজ্জাখালী খাল এবং খন্দকিয়া খাল।[১০]
হাট-বাজার[সম্পাদনা]
শিকারপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল নজু মিয়া হাট।[১১]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- শিকারপুর রাজার বাড়ী –– কাপ্তাই রাস্তার মাথা হতে সিএনজি যোগে নেয়ামত আলী নেমে রিক্সাযোগে শিকারপুর।[১২]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
শিকারপুর ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১৩]
- মুহাম্মদ ইউনূস –– শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
- মুহাম্মদ ইব্রাহিম –– পদার্থবিজ্ঞানী।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী[১৪]
- চেয়ারম্যানগণের তালিকা[১৫]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | ডা. এম এ ছবুর খান | ১৯৭৩-১৯৭৭ |
০২ | সিরাজুল ইসলাম | ১৯৭৭-১৯৮৩ |
০৩ | কামাল উদ্দীন আহমদ | ১৯৮৩-১৯৮৮ |
০৪ | মোহাম্মদ ইয়াছিন | ১৯৮৮-১৯৯৭ |
০৫ | তফাজ্জল আহমদ | ১৯৯৮-২০০৩ |
০৬ | মোহাম্মদ হারুন অর রশিদ | ২০০৩-২০১১ |
০৭ | মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী | ২০১১-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "এক নজরে শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিকারপুর ইউনিয়নের ইতিহাস - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd। ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- ↑ "বিশ্ববিদ্যালয় - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।
- ↑ "ধর্মীয়প্রতিষ্ঠান - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিকারপুর ইউনিয়নের প্রধান প্রধান খাল সমূহ : - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd। ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আমাদের গর্ব নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুচ - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আলহাজ্ব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্ধের নামের তালিকা - শিকারপুর ইউনিয়ন - শিকারপুর ইউনিয়ন"। shikarpurup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]