সাতবাড়িয়া ইউনিয়ন, চন্দনাইশ
সাতবাড়িয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে সাতবাড়িয়া ইউনিয়ন, চন্দনাইশের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১০′৩০″ উত্তর ৯২°১′৩০″ পূর্ব / ২২.১৭৫০০° উত্তর ৯২.০২৫০০° পূর্বস্থানাঙ্ক: ২২°১০′৩০″ উত্তর ৯২°১′৩০″ পূর্ব / ২২.১৭৫০০° উত্তর ৯২.০২৫০০° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | চন্দনাইশ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আহমদুর রহমান |
আয়তন | |
• মোট | ১১.৬৫ বর্গকিমি (৪.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,৩২৭ |
• জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৩ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
সাতবাড়িয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়নের আয়তন ২,৮৭৯ একর (১১.৬৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাতবাড়িয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,৩২৭ জন। এর মধ্যে পুরুষ ১১,৭৮৬ জন এবং মহিলা ১২,৫৪১ জন। মোট পরিবার ৪,৬৫২টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
চন্দনাইশ উপজেলার দক্ষিণাংশে সাতবাড়িয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে দোহাজারী পৌরসভা ও হাশিমপুর ইউনিয়ন; উত্তরে হাশিমপুর ইউনিয়ন ও চন্দনাইশ পৌরসভা; পশ্চিমে চন্দনাইশ পৌরসভা ও বরমা ইউনিয়ন এবং দক্ষিণে বৈলতলী ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- সাতবাড়িয়া
- মোহাম্মদ খালী
সাতবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত হাছনদণ্ডী মৌজাকে বর্তমানে দোহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইতিহাস[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২২নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৭নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।
নামকরণ[সম্পাদনা]
লোকমুখে জানা যায়, এই গ্রামে সাতজন জমিদার ছিলেন, তাদের সাতটা বাড়ী ছিল, এখান থেকেই এই গ্রামের নাম হয় সাতবাড়িয়া। সাতবাড়িয়া গ্রামের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাতবাড়িয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৮%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ[৪]
- মাদ্রাসা[৫]
- সাতবাড়িয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসা
- সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা
- সাতবাড়িয়া বহরম পাড়া আজিজিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৬]
- খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়
- পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যতরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আরিফ শাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বহরম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হাশিমপুর-বরমা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়নে ৩৬টি মসজিদ, ২টি ঈদগাহ, ৩টি মন্দির ও ২টি বিহার রয়েছে।
খাল ও নদী[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যতরকুল খাল এবং নাশিরকুল খাল।[৭]
হাট-বাজার[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল নাজির হাট, জামতল বাজার, দেওয়ানহাট বাজার এবং সাতবাড়িয়া আশরাফ মুহুরী হাট।[৮]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
সাতবাড়িয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৯]
- হাফেজ নগর দরবার শরীফ
- কাজী বাড়ী জামে মসজিদ
- পূর্ব সাতবাড়িয়া রত্নাংকুর বিহার
- সাতবাড়িয়া শান্তি বিহার
- সাতবাড়িয়া শাহসুফি মুন্সিভিটা জামে মসজিদ
- ফতেহ আকবর প্রকাশ পদ্ম পুকুর জামে মসজিদ
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: আহমদুর রহমান[২]
- চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | ফয়জুর রহমান | ১৯৮৩-১৯৮৮ |
০২ | মাওলানা আবদুল আওয়াল (ভারপ্রাপ্ত) | ১৯৮৮-১৯৯৩ |
০৩ | ছৈয়দ আহমদ | ১৯৯৩-১৯৯৮ |
০৪ | জসিম উদ্দীন হায়দার | ১৯৯৮-২০০৩ |
০৫ | আহমদুর রহমান | ২০০৩-বর্তমান |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (PDF)। web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "এক নজরে সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd।
- ↑ "সাতবাড়িয়া ইউনিয়নের ইতিহাস - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd।
- ↑ "কলেজ - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সাতবাড়িয়া ইউনিয়ন - সাতবাড়িয়া ইউনিয়ন"। satbariaup.chittagong.gov.bd। ৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৭।