লোহাগাড়া ইউনিয়ন
লোহাগাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে লোহাগাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°০′১০″ উত্তর ৯২°৫′২৬″ পূর্ব / ২২.০০২৭৮° উত্তর ৯২.০৯০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | লোহাগাড়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী |
আয়তন | |
• মোট | ১১.২৩ বর্গকিমি (৪.৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,০১০ |
• জনঘনত্ব | ৩,১০০/বর্গকিমি (৮,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
লোহাগাড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়নের আয়তন ২,৭৭৬ একর (১১.২৩ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি লোহাগাড়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লোহাগাড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,০১০ জন। এর মধ্যে পুরুষ ১৭,৭৫০ জন এবং মহিলা ১৭,২৬০ জন। মোট পরিবার ৬,৭০৭টি।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
লোহাগাড়া উপজেলার মধ্যভাগে লোহাগাড়া ইউনিয়নের অবস্থান। লোহাগাড়া উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের দক্ষিণে পুটিবিলা ইউনিয়ন, পূর্বে কলাউজান ইউনিয়ন, উত্তরে আমিরাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে আধুনগর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়ন ১৯৬৮ সালে ১৮নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ৬নং লোহাগাড়া ইউনিয়ন পরিষদ হিসেবে কার্যক্রম শুরু করে।[২]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামসমূহের নাম | |
---|---|---|
১নং ওয়ার্ড | ১. সওদাগর পাড়া
২. খলিফার পাড়া ৩. জোনাবির পাড়া ৪. দয়ার পাড়া | |
২নং ওয়ার্ড | ১. টেন্ডল পাড়া
২. মুহুরী পাড়া | |
৩নং ওয়ার্ড | ১. রশিদার পাড়া
২. সাতগড়িয়া পাড়া | |
৪নং ওয়ার্ড | ১. ভিল্যাপাড়া
২. উকিলের পাড়া ৩. সরকার পাড়া ৪. হাজীর পাড়া ৫. শাহপীর পাড়া | |
৫নং ওয়ার্ড | ১. জমিদার পাড়া
৩. লোহারদিঘী পাড়
| |
৬নং ওয়ার্ড | চৌধুরী পাড়া উজিরভিটা, কামারপাড়া | |
৭নং ওয়ার্ড | মওলারপাড়া, নেয়াজরপাড়া | |
৮নং ওয়ার্ড | খান মুহাম্মদ সিকদার পাড়া | হাজির পাড়া |
৯নং ওয়ার্ড | দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ |
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লোহাগাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৫%।[১] এ ইউনিয়নে ১টি বিশ্ববিদ্যালয় কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ১টি টেকনিক্যাল কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ[৫]
- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ
- মোস্তফা বেগম গার্লস বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
- আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
- মাদ্রাসা[৬]
- দক্ষিণ সুখছড়ি আব্দুল খালেক শাহ আমেরিয়া হোসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল মাদ্রাসা
- লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- দারুল ঈমান প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৭]
- মধ্য লোহাগাড়া উচ্চ বিদ্যালয়
- মোস্তফা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়
- লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়
- লোহাগাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ
- লোহাগাড়া পাবলিক স্কুল এন্ড কলেজ
- লোহাগাড়া মডেল স্কুল এন্ড কলেজ
- প্রাথমিক বিদ্যালয়
- উজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উপজেলা সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জনতা শাহপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোস্তফা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোহাগাড়া নজুমুন্নিছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোহাগাড়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা[৮]
- আল কোরআন রিসোর্ট সেন্টার
- উম্মুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসা
- মাদ্রাসা উলুমে শরিয়াল্লাহ এবতেদায়ী মাদ্রাসা
- লোহাগাড়া শাহপীর এবতেদায়ী মাদ্রাসা
- শাহ জব্বারিয়া এবতেদায়ী মাদ্রাসা
- কিন্ডারগার্টেন[৯]
- আল এহসান একাডেমী
- মাইলস্টোন কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়নে ১১টি মসজিদ ও ২টি মন্দির রয়েছে।[১০][১১]
খাল ও নদী[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে বোয়ালিয়া খাল, সুখছড়ি খাল এবং বামির নালা খাল।[১২]
হাট-বাজার[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল দরবেশ হাট বাজার এবং বটতলী বাজার।[১৩]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
লোহাগাড়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১৪]
- লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ
- শাহপীর আউলিয়ার মাজার
- দক্ষিণ সুখছড়ি মাজার
- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ
- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
লোহাগাড়া উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১৫]
- কাফি কামাল –– কবি, গল্পকার ও সাংবাদিক।
- নকীব খান –– গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী।
- মোস্তাক আহমদ চৌধুরী –– প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী[১৬]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০।
- ↑ "লোহাগাড়া ইউনিয়নের ইতিহাস - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "এক নজরে ০৬ নং লোহাগাড়া ইউনিয়ন পরিষদ - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "কলেজ - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "অন্যান্য - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মসজিদ - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মন্দির - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "খাল ও নদী - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শনীয় স্থান - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"। banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।