বিষয়বস্তুতে চলুন

বিএন ডকইয়ার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিএন ডকইয়ার্ড
বাংলাদেশ নৌবাহিনীর অংশ
পতেঙ্গা, চট্রগ্রাম
ধরননৌঘাঁটি
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য
মালিকবাংলাদেশ সশস্ত্র বাহিনী
নিয়ন্ত্রকবাংলাদেশ নৌবাহিনী
অবস্থাসক্রিয়
ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস
ব্যবহারকাল১৯৮০-বর্তমান
রক্ষীসেনা তথ্য
বর্তমান
সেনাধিনায়ক
কমোডোর খন্দকার আখতার হোসেন এনডিসি, পিএসসি

বাংলাদেশ নৌবাহিনী (বিএন) ডকইয়ার্ড চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র নৌ ঘাঁটি যেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা প্রদান কর হয়। বিএন ডকইয়ার্ড তার দক্ষ জনবল এবং বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে অবিচ্ছিন্ন মেরামত ও রক্ষণাবেক্ষণ সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিচালনা কাজের জন্য একমাত্র দায়বদ্ধ প্রতিষ্ঠান।[]

ইতিহাস

[সম্পাদনা]

মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরেই বিএন ডকইয়ার্ড প্রতিষ্ঠিত হয়।[] প্রথম দিকে এটিতে মাত্র চারটি কারখানা ছিল। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট বানৌজা ওমর ফারুক নৌবহরে যুক্ত হওয়ার পর বিএন ডকইয়ার্ড সম্প্রসারণ করা প্রয়োজন হয়। ফলপ্রসূ ১৯৮০ সালে যুগোস্লাভিয়া হতে ক্রয়কৃত একটি ভাসমান ডকইয়ার্ড যুক্ত করার ফলে এটি একটি পূর্ণাঙ্গ ডকইয়ার্ড হিসেবে যাত্রা শুরু করে। গত তিন দশকে নৌবাহিনীর উন্নয়নের সাথে সাথে এটিরও উন্নয়ন করা হয়েছে।

কার্যক্রম

[সম্পাদনা]

বিএন ডকইয়ার্ড ২০১৮ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়েছে।[] এই সংগঠনের নেতৃত্ব একজন কমোডোর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বা সংক্ষিপ্ত সিএসডি পদ রয়েছে, যিনি সরাসরি বাংলাদেশ নৌ বাহিনীর অধীনে কাজ করেন। বিএন ডকইয়ার্ডে প্রযুক্তিগত কার্যক্রমের পুরো পরিসীমা এবং কর্মীদের প্রশাসন সরাসরি সিএসডি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তিনি চারজন সিনিয়র র‌্যাঙ্কিং ম্যানেজারের মাধ্যমে এটি পরিচালনা করেন, যারা জেনারেল ম্যানেজার প্ল্যানিং এবং প্রেডিকশন জিএম (পিএন্ডই), জেনারেল ম্যানেজার প্রোডাকশন জিএম ( প্রোড), জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন জিএম (অ্যাডমিন), জেনারেল ম্যানেজার ইয়ার্ড সার্ভিস জিএম (ওয়াইএস) এবং অতিরিক্ত নৌ গবেষণা ও বিকাশ ও ফোর সেন্টারের ডিরেক্টর আইডেন্টিফিকেশন। সিএসডি তার নিজস্ব কমান্ডিং অফিসার ও অফিসার ইনচার্জের মাধ্যমে বিএন ডকইয়ার্ড, বিএনএফডি সুন্দরবানের মতো অন্যান্য ইউনিট এবং নেভাল আর্মেন্ট স্টোর ডিপোর উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ করে।[]

অধীনস্থ ইউনিট

[সম্পাদনা]

বিএন ডকইয়ার্ডে ২৪ টি ভিন্ন ভিন্ন ওয়ার্কশপ রয়েছে যা চারটি বিভাগের অধীনে কাজ করে, যার প্রত্যেকটির নেতৃত্বে একজন উপ-মহাব্যবস্থাপক। বিভাগগুলো হলো,

  • হাল এবং বিবিধ
  • মেকানিক্যাল
  • কারিগরি
  • রেডিও ইলেকট্রিক্স এন্ড অর্ডিনেন্স

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "BN Dockyard - at a glance"csd.navy.mil.bd। Bangladesh Navy। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 
  2. "PM asks navy: Work efficiently to tap sea resources"। Dhaka tribune। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮ 
  3. "PM asks Navy to help tap marine resources"। New Age BD। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮ 
  4. "Organisation of BN Dockyard"csd.navy.mil.bd। Bangladesh Navy। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০