হারুয়ালছড়ি ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৪১′ উত্তর ৯১°৪৪′ পূর্ব / ২২.৬৮৩° উত্তর ৯১.৭৩৩° পূর্ব / 22.683; 91.733
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হারুয়ালছড়ি
ইউনিয়ন
৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ
হারুয়ালছড়ি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হারুয়ালছড়ি
হারুয়ালছড়ি
হারুয়ালছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
হারুয়ালছড়ি
হারুয়ালছড়ি
বাংলাদেশে হারুয়ালছড়ি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪১′ উত্তর ৯১°৪৪′ পূর্ব / ২২.৬৮৩° উত্তর ৯১.৭৩৩° পূর্ব / 22.683; 91.733 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানইকবাল হোসেন চৌধুরী
আয়তন
 • মোট৫৯.৭৮ বর্গকিমি (২৩.০৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৫,১৪৬
 • জনঘনত্ব৪২০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৩.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

হারুয়ালছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

আয়তন[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়নের আয়তন ১৪,৭৭২ একর (৫৯.৭৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হারুয়ালছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ১২,৪০২ জন এবং মহিলা ১২,৭৪৪ জন। মোট পরিবার ৪,৬৫৯টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

ফটিকছড়ি উপজেলার মধ্য-পশ্চিমাংশে হারুয়ালছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সুয়াবিল ইউনিয়ন, পূর্বে সুন্দরপুর ইউনিয়নপাইন্দং ইউনিয়ন, উত্তরে ভূজপুর ইউনিয়নবাগানবাজার ইউনিয়ন এবং পশ্চিমে বাগানবাজার ইউনিয়নসীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।

নামকরণ[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়নের বক্ষভেদ করে হারুয়ালছড়ি নামক একটি খাল বয়ে গেছে, তাই এ খালের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয় বলে জানা যায়।[২]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত:

  • পশ্চিম আঁধারমানিক
  • পশ্চিম ফটিকছড়ি
  • পূর্ব ফটিকছড়ি
  • হারুয়ালছড়ি
  • পাটিয়ালছড়ি
  • সুজানগর
  • জঙ্গল হারুয়ালছড়ি

এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]

  • হারুয়ালছড়ি
  • সুজানগর
  • খয়রাতি পাড়া
  • রাঙ্গাপানি
  • লম্বাবিল
  • ফকির পাড়া
  • আব্দুল আজিজ চৌধুরীর বাড়ি‌/দরপ পাড়া
  • মোল্লাহ পাড়া
  • বড়ুয়াপাড়া
  • জঙ্গল হারুয়ালছড়ি
  • লট ১৩ সুজানগর
  • পশ্চিম আঁধারমানিক
  • পিনপিনিয়া
  • ত্রিপুরা পাড়া
  • বড়বিল
  • পশ্চিম ফটিকছড়ি
  • পাটিয়ালছড়ি
  • নতুন বাগান
  • পূর্ব ফটিকছড়ি
  • পালপাড়া
  • খামার পাড়া
  • মহানশাহ পাড়া
  • মাইজ পাড়া
  • নগর পাড়া
  • ফটিকছড়ি
  • রঞ্জিত সীতাকুণ্ড
  • কোম্পানি টিলা

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হারুয়ালছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩.৮%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়[৪]
মাদ্রাসা[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোম্পানী টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম আঁধারমানিক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাটিয়াল আর টি চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ফটিকছড়ি (এফ.পি) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ফটিকছড়ি ফাযিলিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পেলারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড়বিল পিনপিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাঙ্গা পানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুজানগর এয়াকুব আলী পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল নাজিরহাট-বাগানবাজার সড়ক এবং বারৈয়াঢালা-রামগড় সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়নে ৫১টি মসজিদ[৬], ৩টি ঈদগাহ[৭] ও ৬টি মন্দির[৮] রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হারুয়ালছড়ি খাল, ফটিকছড়ি খাল, রক্তছড়ি খাল, লম্বাবিল খাল এবং পাটিয়ালছড়ি খাল।[৯]

হাট-বাজার[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বাশি মহাজন হাট, পশ্চিম আঁধার মানিক নয়াহাট, রামহরি হাট, তালতলি বাজার, হারুয়ালছড়ি নয়াহাট, শান্তিরহাট (কমিটির হাট), আমান বাজার, বায়লা বাজার এবং লালাহাট।[১০]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

হারুয়ালছড়ি ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১১]

  • হারুয়ালছড়ি রাবার ড্যাম
  • ফকির পাড়া গায়েবী জামে মসজিদ
  • হাজারীখীল ইকো টুরিজ্যম পার্ক
  • এলাহী নূর চা বাগান
  • রাঙ্গাপানি চা বাগান
  • হারুয়ালছড়ি বিমান চত্বর

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: ইকবাল হোসেন চৌধুরী[১২]
চেয়ারম্যানগণের তালিকা[১৩]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ হাসান সরওয়ার আজম চৌধুরী ২০০৪--২০১০ ০২ মোহাম্মদ জসিম সিকদার ১৯৯৯-২০০৩
০৩ আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ১৯৯৪--৯৯
০৪ রেজাউল করিম চৌধুরী ১৯৮৯-১৯৯৩
০৫ আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ১৯৮০--৮৯
০৬ আবুল খায়ের চৌধুরী ১৯৭০-১৯৭৯
০৭ ফজলুল হক চৌধুরী ১৯৬০--১৯৭০
০৮ ছালেহ আহমদ চৌধুরী ১৯৫৫-৫৯
০৯ আবদুস ছোবহান চৌধুরী ১৯৫০-৫৪
১০ আবুল হোসেন চৌধুরী
১৯১৮--১৯৪৯
১১ ইকবাল হোসেন চৌধুরী ২০১১-বর্তমান


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "হারুয়ালছড়ি ইউনিয়নের ইতিহাস - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd 
  6. "মসজিদ - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  7. "ঈদগাহ - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  8. "মন্দির - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  9. "খাল ও নদী - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  10. "হারুয়ালছড়ি ইউনিয়নের হাট বাজার - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  11. "দর্শনীয়স্থান - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  12. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]