ছদাহা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫′৪৬″ উত্তর ৯২°৫′৫১″ পূর্ব / ২২.০৯৬১১° উত্তর ৯২.০৯৭৫০° পূর্ব / 22.09611; 92.09750
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছদাহা
ইউনিয়ন
১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদ
ছদাহা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ছদাহা
ছদাহা
ছদাহা বাংলাদেশ-এ অবস্থিত
ছদাহা
ছদাহা
বাংলাদেশে ছদাহা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫′৪৬″ উত্তর ৯২°৫′৫১″ পূর্ব / ২২.০৯৬১১° উত্তর ৯২.০৯৭৫০° পূর্ব / 22.09611; 92.09750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোরশেদুর রহমান
আয়তন
 • মোট৩০.৫০ বর্গকিমি (১১.৭৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫৩,৯৬৭
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৮.৮২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ছদাহা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

ছদাহা ইউনিয়নের আয়তন ৭৫৩৭ একর (৩০.৫০ বর্গ কিলোমিটার)।[১] এটি সাতকানিয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ছদাহা ইউনিয়নের লোকসংখ্যা ৫৩,৯৬৭ জন। এর মধ্যে পুরুষ ২৬,৩৪৩ জন এবং মহিলা ২৭,৬২৪ জন।[২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সাতকানিয়া উপজেলার পূর্বাংশে ছদাহা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাজালিয়া ইউনিয়নকেঁওচিয়া ইউনিয়ন; পশ্চিমে কেঁওচিয়া ইউনিয়ন, ঢেমশা ইউনিয়নসাতকানিয়া পৌরসভা; দক্ষিণে সাতকানিয়া ইউনিয়নলোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন এবং পূর্বে বাজালিয়া ইউনিয়নবান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নসুয়ালক ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

ছদাহা ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত।[৩]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড উত্তর ছদাহা, হরিণ তোয়া, সামার পাড়া, মিয়াজী পাড়া, ভেদেল্লা পাড়া, নওরগাঁ পাড়া
২নং ওয়ার্ড বিছিন্না পাড়া, সাতগড়িয়া পাড়া, ফজুর পাড়া, কাজীর পাড়া, হাঁসার পাড়া, ধর পাড়া
৩নং ওয়ার্ড পূর্ব ছদাহা, মাইজ পাড়া, মৌলানা ছগির শাহ (রহ.) পাড়া, পূর্ব কাজীর পাড়া, সন্দ্বীপ্যা পাড়া, পাহাড়কুল, নয়া পাড়া
৪নং ওয়ার্ড আফজল নগর,মিয়াজীর বাড়ী, মহুরী পাড়া, সিকদার পাড়া, আব্দুল্লাহর বর পাড়া
৫নং ওয়ার্ড ছৈয়দাবাদ, আজিমপুর, কাজীর খীল, ওস্তাদ পাড়া, নাছির মোহাম্মদ পাড়া, তালুকদার পাড়া, সিয়ার বর পাড়া
৬নং ওয়ার্ড ছোট ঢেমশা, ফকির পাড়া, সফর আলী পাড়া, চেয়ারম্যান পাড়া, মাঝির পাড়া, মেহের আলী পাড়া
৭নং ওয়ার্ড রোয়াজির পাড়া, মনোহর চৌধুরী পাড়া, জানার পাড়া, কাজীর পাড়া, নাথ পাড়া, শীল পাড়া
৮নং ওয়ার্ড দক্ষিণ ছদাহা, বিল্লা পাড়া, বায়তুশ শরফ পাড়া, শিশুতলা, মণ্ডল পাড়া
৯নং ওয়ার্ড খোর্দ্দ কেঁওচিয়া, নুনু চৌধুরী পাড়া, মাঝের পাড়া, ছহির পাড়া, বহনামুড়া, আশ্রয়ন প্রকল্প, রুদ্র পাড়া, সারাশিয়া

[২]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

ছদাহা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৮২%।[১] এ ইউনিয়নে ৪টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়

[৪]

মাদ্রাসা
  • আফঝল নগর শাহ দেওয়ান আলী ও ফকির মাওলানা (রহ) (এস.ডি.এফ) দাখিল মাদ্রাসা।
  • ছদাহা মোহাম্মদিয়া খাইরিয়া আলিম মাদ্রাসা
  • ছদাহা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
  • ছদাহা আয়শা ইসলাম শিক্ষামূলক জনকল্যাণ ট্রাস্ট এবতেদায়ী মাদ্রাসা
  • শাহ আব্দুল বারী শাহ আব্দুল জব্বার (রহ.) তা'লীমুল কুরআন নুরানী এবতেদায়ী মাদ্রাসা

[৫]

হেফজখানা
  • আফঝল নগর হযরত উসমান (রাঃ) হেফজ ও এতিমখানা।
প্রাথমিক বিদ্যালয়
  • আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আফজল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব খোর্দ্দ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ছদাহা ইউনিয়নে চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উভয়ের মাধ্যমেই যোগাযোগ করা যায়। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।[৩]

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

ছদাহা ইউনিয়নে ৭৮টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৫টি মন্দির রয়েছে।[৩]

খাল ও নদী[সম্পাদনা]

ছদাহা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হলো হাঙ্গর খাল, গাওছড়ি খাল, গুইল্লাছড়ি খাল, বুরবুরগা খাল এবং উকিয়ার খাল।[৭]

হাট-বাজার[সম্পাদনা]

ছদাহা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল উত্তর ছদাহা দস্তিদারহাট এবং ছদাহা ফকিরহাট বাজার।[৮]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • ছদাহা ছগীর শাহ (রহ.) মাজার[৯]
  • শৈলকূপ ।
  • সন্দীপ্যা পাড়া-মাহালিয়া সংযোগ সড়ক
  • ডিঙ্গাবাহা
  • ছদাহা ফকির হাট প্রবাসী ফরিদুল আলমের বাড়ি।
  • মিয়া বাড়ি (পুরাতন বাড়ি দেউড়ী)
  • মুফতি ইয়ার মোহাম্মদের মাজার ও বাসগৃহ
  • বহনামড়া আশ্রয়ণ প্রকল্প ও কৃত্রিম লেক
  • মেহের আলী কাজী জামে মসজিদ

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: মোরশেদুর রহমান[১০]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ সৈয়দ মাজহারুল ওয়াদুদ (পঞ্চায়েত প্রেসিডেন্ট) ১৯২৯-১৯৪৭
০২ মাওলানা আবুল হোসেন চৌধুরী (ইউপি বোর্ড প্রেসিডেন্ট) ১৯৪৭-১৯৫১
০৩ আজিজুর রহমান আজু মিয়া (ইউপি বোর্ড প্রেসিডেন্ট) ১৯৫১-১৯৫৫
০৪ আবুল মকছূম চৌধুরী ১৯৫৬-১৯৮৪
০৫ আলহাজ্ব কেফায়েত উল্লাহ ১৯৮৪-১৯৯২
০৬ আলহাজ্ব কামাল উদ্দীন ১৯৯২-১৯৯৮
০৭ মোহাম্মদ ইসলাম সওদাগর ১৯৯৮-২০০৩
০৮ এস এম নুরুন্নবী ২০০৩-২০০৯
০৯ মুহাম্মদুল হক ভূঁইয়া (ভারপ্রাপ্ত) ২০০৯-২০১১
১০ মোহাম্মদ মোশাদ হোসাইন চৌধুরী ২০১১-২০২২
১১ মোরশেদুর রহমান ২০২২-বর্তমান

[১১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. http://sadahaup.chittagong.gov.bd/site/page/b420c4d4-2144-11e7-8f57-286ed488c766[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"sadahaup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"sadahaup.chittagong.gov.bd 
  6. "প্রাথমিকবিদ্যালয় - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"sadahaup.chittagong.gov.bd 
  7. "খাল ও নদী - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"sadahaup.chittagong.gov.bd। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"sadahaup.chittagong.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"sadahaup.chittagong.gov.bd। ২০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৭ 
  10. "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  11. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ছদাহা ইউনিয়ন - ছদাহা ইউনিয়ন"sadahaup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]