মুছাপুর ইউনিয়ন, কোম্পানীগঞ্জ
মুছাপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মুছাপুর ইউনিয়ন, কোম্পানীগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৯′৩৬″ উত্তর ৯১°১৯′১″ পূর্ব / ২২.৮২৬৬৭° উত্তর ৯১.৩১৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৫০ |
মুছাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
মুছাপুর ইউনিয়নে বর্তমান জনসংখ্যা প্রায় ৪০ হাজার
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বাংশে মুছাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর হাজারী ইউনিয়ন; পশ্চিমে রামপুর ইউনিয়ন; দক্ষিণে সন্দ্বীপ চ্যানেল, চর এলাহী ইউনিয়ন ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়ন; উত্তর-পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
মুছাপুর ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক ভাল, মূলত এই ইউনিয়নে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পযর্ন্ত বিস্তৃত।
এর পরেও এই ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে রয়েছে শতাব্দীর ঐতিহ্যবাহী অন্যতম একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান
- জামেয়া শারাফাতিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
মুছাপুর ইউনিয়নে রয়েছে ৩ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রথমিক বিদ্যালয়, ও অনেক ছোট বড় নূরাণী, আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা। রয়েছে ৩ টি পোস্ট অফিস, কয়েকটি সাইক্লোন সেন্টার, ব্যংক/বীমা অফিস।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
মুছাপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল, মূল যোগাযোগ ব্যবস্থা হলো সড়ক ব্যবস্থা।
নদী ও খাল[সম্পাদনা]
মুছাপুরের পূর্ব ও দক্ষিণে রয়েছে দুইটি বিশাল নদী যা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, এবং এই ইউনিয়নে রয়েছে ছোট বড় অনেক খাল।
হাট-বাজার[সম্পাদনা]
মুছাপুর ইউনিয়নের মূল কেন্দ্র হচ্ছে বাংলাবাজার, মুছাপুর ইউনিয়ন পরিষদও এ বাজারে অবস্থিত। দক্ষিণে রয়েছে চৌধুরী বাজার, উত্তরে রয়েছে রংমালা বাজার ও পশ্চিমে রয়েছে থানারহাট, বামনী বাজার।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
মুছাপরের দর্শনীয় ও বিনোদন কেন্দ্র গুলো হলো মুছাপুর ক্লোজার,মুছাপুর সী বিচ,ছোট ফেনী নদীর উপর সেতু,নদীর ভীরে কুল ঘেষে গড়ে উঠা বিশাল বাগান/বন,আর সবুজ শ্যমল প্রাকৃতিক তট।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান চেয়ারম্যান: আইয়ুব আলী
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |