বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের বিভাগসমূহ

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Divisions of Bangladesh থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশের বিভাগ
একটি ক্লিকযোগ্য মানচিত্র বাংলাদেশের বিভাগসমূহ দেখাচ্ছে।
একটি ক্লিকযোগ্য মানচিত্র বাংলাদেশের বিভাগসমূহ দেখাচ্ছে।
শ্রেণিএককেন্দ্রিক রাষ্ট্র
অবস্থানগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সংখ্যা৮টি বিভাগ
জনসংখ্যা
আয়তন
  • সবচেয়ে বড়: ৩৩,৯০৮.৫৫ বর্গকিলোমিটার (১৩,০৯২.১৬ বর্গমাইল) (চট্টগ্রাম)
  • সবচেয়ে ছোট: ১০,৫৮৪.০৬ বর্গকিলোমিটার (৪,০৮৬.৫৩ বর্গমাইল) (ময়মনসিংহ)
সরকার
উপবিভাগ

বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগগুলো হলো:

ইতিহাস

[সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয়। সে সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগ ছিল।

১৯৮২ সালে ঢাকা বিভাগ এবং ঢাকা শহরের ইংরেজি বানান Dacca (ঢাক্কা) কে পরিবর্তন করে Dhaka (ঢাকা) করা হয় যাতে বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানান আরও সামঞ্জস্যপূর্ণ হয়।[]

খুলনা বিভাগের একাংশ নিয়ে ১৯৯৩ সালে বরিশাল বিভাগ গঠিত হয়, এবং ১৯৯৫ সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালে ২৫ শে জানুয়ারি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয়, যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।

১৪ সেপ্টেম্বর ২০১৫ তে অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগের নাম ঘোষণা করা হয়।[] পূর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল।

বিভাগের তালিকা

[সম্পাদনা]

নিম্নলিখিত টেবিলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত ২০১১ সালের জনসংখ্যা ও আবাসন জনগণনা থেকে পাওয়া হিসেবে বাংলাদেশের তৎকালীন সাতটি বিভাগ সম্পর্কে কিছু পরিসংখ্যান রূপরেখা তুলে ধরা হল।

প্রস্তাবিত বিভাগ

[সম্পাদনা]

শেখ হাসিনার অপসারণের পর, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন কুমিল্লাফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করে। একইসঙ্গে টাঙ্গাইলকিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগের সঙ্গে একীভূত করার প্রস্তাবও দেওয়া হয়।[]

কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রস্তাবিত বিভাগগুলো হলো:[]

বিভাগবর্তমান জেলাসমূহ (২০২৫) প্রস্তাবিত জেলাসমূহ পরিবর্তন
ঢাকা১৩টি জেলা: ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ৬টি জেলা: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ৫টি জেলা প্রস্তাবিত ফরিদপুর বিভাগে স্থানান্তর: ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর

২টি জেলা ময়মনসিংহ বিভাগে স্থানান্তর: কিশোরগঞ্জ, টাঙ্গাইল

চট্টগ্রাম১১টি জেলা: বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ৫টি জেলা: বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ৬টি জেলা প্রস্তাবিত কুমিল্লা বিভাগে স্থানান্তর: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী
খুলনা১০টি জেলা: বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা ১০টি জেলা: বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা
রাজশাহী৮টি জেলা: বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ ৮টি জেলা: বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ
সিলেট৪টি জেলা: হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট ৪টি জেলা: হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট
বরিশাল৬টি জেলা: বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ৬টি জেলা: বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর
ময়মনসিংহ৪টি জেলা: জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ৬টি জেলা: কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, শেরপুর ২টি জেলা ঢাকা বিভাগ থেকে যোগকৃত: কিশোরগঞ্জ, টাঙ্গাইল
রংপুর৮টি জেলা: দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও ৮টি জেলা: দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও
ফরিদপুর নতুন প্রস্তাবিত বিভাগ ৫টি জেলা: ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ঢাকা বিভাগের ৫টি জেলা নিয়ে গঠন
কুমিল্লা নতুন প্রস্তাবিত বিভাগ ৬টি জেলা: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা নিয়ে গঠন
জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিভাগসমূহ


আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এম আক্কাস, আবু জার (২ এপ্রিল ২০১৮)। "Place names and their spelling in English" [স্থানের নাম এবং তাদের ইংরেজি বানান]নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০
  2. "চার জেলা নিয়ে নতুন বিভাগ ময়মনসিংহ | কালের কণ্ঠ"দৈনিক কালের কণ্ঠ। ১৫ সেপ্টেম্বর ২০১৫। ১৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮
  3. 1 2 3 "2022 Population & Housing Census: Preliminary Results" (পিডিএফ)Bangladesh Bureau of Statistics। ১৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২
  4. 1 2 "Report of Public Administration Reform Commission" (পিডিএফ)। পৃ. ১৯১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]