ইসরায়েলের জেলা
ইসরায়েলের জেলাসমূহ מְחוֹזוֹת יִשְׂרָאֵל (হিব্রু) محافظات إسرائيل (আরবি) | |
---|---|
অবস্থান | ইসরায়েল |
সংখ্যা | ৬টি জেলা |
জনসংখ্যা | ১০,৩২,৮০০ জন (হাইফা জেলা) – ২১,৯৬,৯০০ জন (মধ্য জেলা) |
আয়তন | ১৯০ কিমি২ (৭২ মা২) (তেল আবিব) – ১৪,১৯০ কিমি২ (৫,৪৭৭ মা২) (দক্ষিণ জেলা) |
সরকার |
|
উপবিভাগ |
ইসরায়েলের জেলার সংখ্যা মোট ছয়টি, যাকে হিব্রুতে মেহজোত (מְחוֹזוֹת; একবচন: মাহোজ מָחוֹז) এবং আরবিতে মিনতাকাহ বলা হয়। এই জেলাগুলি ইসরায়েলের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগ। এরপর পনেরোটি উপজেলা আছে যা নাফোত (נָפוֹת; একবচন: নাফা נָפָה) নামে পরিচিত। প্রতিটি উপজেলা শহর, পৌরসভা এবং এর মধ্যে থাকা আঞ্চলিক কাউন্সিলে বিভক্ত।

এই নিবন্ধের পরিসংখ্যানগুলো ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর সংখ্যার ভিত্তিতে এবং তাই ইসরায়েল-অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলি বেসামরিক শাসনের অধীনে সমস্ত স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং, জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের ভূখণ্ড হিসাবে স্বীকৃত না হওয়া সত্ত্বেও গোলান উপজেলা এবং এর চারটি প্রাকৃতিক অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। একইভাবে, জেরুসালেম জেলার জন্য জনসংখ্যা গণনা করা হয়েছিল ইসরায়েল দ্বারা দখলকৃত পূর্ব জেরুসালেম সহ যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয়। জুডেয়া ও সামেরিয়া অঞ্চলটি অবশ্য জেলা ও উপজেলার সংখ্যায় অন্তর্ভুক্ত নয় কারণ ইসরায়েল পশ্চিম তীরের (ওয়েস্ট ব্যাংক) এই অংশে তার বেসামরিক এখতিয়ার প্রয়োগ করে নি।
জেরুসালেম জেলা
[সম্পাদনা]জেরুসালেম জেলার (হিব্রু: מְחוֹז יְרוּשָׁלַיִם, মেহোয ইয়েরুশালাইম) জনসংখ্যার ৬৫.৫% ইহুদিগ[›] এবং ৩২.৮% আরব। পুরো ইসরায়েলের ২১% আরব এই জেলাতে বাস করে। এই জেলায় ২টি শহর, ৩টি স্থানীয় কাউন্সিল এবং একটি আঞ্চলিক কাউন্সিল রয়েছে।
- জনসংখ্যা (ইওওয়াই ২০১৬): ১০ লক্ষ ৮৩ হাজার ৩০০ জন[১]
- ক্ষেত্রফল: ৬৫৩ বর্গ কিলোমিটার (২৫২ বর্গ মাইল)[২]
জেনেরালি বিল্ডিংয়ে জেরুসালেম জেলা প্রশাসনের অফিস ছিল।
উত্তর জেলা
[সম্পাদনা]উত্তর জেলায় (হিব্রু: מְחוֹז הַצָּפוּן, মেহোয হাতযাফন) ১৭টি শহর, ৬১টি স্থানীয় কাউন্সিল এবং ১৫টি আঞ্চলিক কাউন্সিল আছে। এ জেলার ৫৩.৭% জনসংখ্যা আরব এবং ৪৩.১% ইহুদি।
জেলার রাজধানী: নফ হাগালিল
বৃহত্তম শহর: নাযারেথ
উপজেলা সমূহ:-
- তযফাত: জনসংখ্যা- ১ লক্ষ ২১ হাজার ২০০ জন
- কিনারেত: জনসংখ্যা- ১ লক্ষ ১২ হাজার ৯০০ জন
- ইজরে'এল: জনসংখ্যা- ৫ লক্ষ ২০ হাজার ১০০ জন
- আক: জনসংখ্যা- ৬ লক্ষ ৪৩ হাজার ৩০০ জন
- গোলানখ[›]: জনসংখ্যা- ৫০ হাজার ৬০০ জন
হাইফা জেলা
[সম্পাদনা]হাইফা জেলার (হিব্রু: מְחוֹז חֵיפָה, মেহোয হেইফা) জনসংখ্যার ৬৯.৭% ইহুদি এবং ২৫.১% আরব (২০১৬ এর পরিসংখ্যান অনুযায়ী)। এই জেলায় ১১টি শহর, ১৪টি স্থানীয় কাউন্সিল এবং ৪টি আঞ্চলিক কাউন্সিল রয়েছে।
জেলার রাজধানী: হাইফা
উপজেলা সমূহ:-
- হাইফা: জনসংখ্যা- ৫ লক্ষ ৮৩ হাজার ৪০০ জন
- হাদেরা: জনসংখ্যা- ৪ লক্ষ ৪৯ হাজার ৩০০ জন
মধ্য জেলা
[সম্পাদনা]মধ্য জেলায় (হিব্রু: מְחוֹז הַמֶּרְכָּז, মেহোয হামেরকায) ১৮টি শহর, ২২টি স্থানীয় কাউন্সিল এবং ১২টি আঞ্চলিক কাউন্সিল আছে। এর জনসংখ্যার ৮৮% আরব এবং ৮.২% ইহুদি।
জেলার রাজধানী: রামলা
উপজেলা সমূহ:-
- শারন: জনসংখ্যা-
- পেতা তিকভা: জনসংখ্যা-
- রামলা: জনসংখ্যা-
- রেহোভত: জনসংখ্যা-
তেল আবিব জেলা
[সম্পাদনা]তেল আভিভ জেলা (হিব্রু: מְחוֹז תֵּל־אָבִיב, মেহোয তেল আভিভ) ক্ষেত্রফলের দিক থেকে ইসরায়েলের সবচেয়ে ছোট জেলা। এখানে ১০টি শহর ও ২টি স্থানীয় কাউন্সিল আছে। এখানে কোন আঞ্চলিক কাউন্সিল নেই। এর জনসংখ্যার ৯৮.৯% ইহুদি ও ১.১০% আরব।
জেলার রাজধানী: তেল আভিভ
দক্ষিণ জেলা
[সম্পাদনা]দক্ষিণ জেলা (হিব্রু: מְחוֹז הַדָּרוֹם, মেহোয হাদারম) ক্ষেত্রফলের দিক থেকে ইসরায়েলের সবচেয়ে বড় জেলা। এর জনসংখ্যার ৭৯.৬৬% ইহুদি এবং ১২.৭২% আরব। এখানে ১২টি শহর, ১১টি স্থানীয় কাউন্সিল ও ১৫টি আঞ্চলিক কাউন্সিল আছে।
জেলার রাজধানী: বিরশেবা
উপজেলা সমূহ:-
- আশকেলন: জনসংখ্যা- ৫ লক্ষ ৫১ হাজার ২০০ জন
- বি'এর শেভা: জনসংখ্যা- ৭ লক্ষ ৫০ হাজার ৭০০ জন
পূর্বে হফ আযা আঞ্চলিক কাউন্সিলের প্রায় ১০,০০০ ইসরায়েলিয় জনগোষ্ঠী এই জেলার অন্তর্ভুক্ত ছিল, তবে ইসরায়েলি সম্প্রদায়কে গাজা উপত্যকায় নিষ্ক্রিয়করণ পরিকল্পনা বাস্তবায়নের সময় সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে কেবল সমন্বয় ও যোগাযোগ প্রশাসন সেখানে কাজ করে।
জুডেয়া ও সামেরিয়া অঞ্চল
[সম্পাদনা]জুডেয়া ও সামেরিয়া অঞ্চলে (হিব্রু: אֵזוֹר יְהוּדָה וְשׁוֹמְרוֹן, এযোর ইয়েহুদা ভেশম্রন) ৪টি শহর, ১৩টি স্থানীয় কাউন্সিল ও ৬টি আঞ্চলিক কাউন্সিল আছে।
- ইসরায়েলি জনসংখ্যা (ইওওয়াই ২০১৮): ৪ লক্ষ ২৭ হাজার ৮০ জন[১]
- আরব/বেদুইন জনসংখ্যা: ৪০ হাজার জন (এরিয়া এ ও বি বাদে)
বৃহত্তম শহর: মদি'ইন লিত
এই ভৌগোলিক অঞ্চলের নাম জুডেয়া ও সামেরিয়া হিব্রু এবং প্রাচীন ইস্রায়েল এবং যিহূদা/জুডেয়া সম্পর্কিত অন্যান্য উত্সগুলোর পরিভাষার ভিত্তিতে তৈরি। এই অঞ্চলটি ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল তবে ইস্রায়েলের দ্বারা দখলকৃত নয়, এর অবস্থান সম্পর্কে আলোচনা স্থগিত রয়েছে। এটি ঐতিহাসিক ইস্রায়েলের অংশ, যা রাজনৈতিকভাবে বিতর্কিত বিষয়গুলোর দিকে পরিচালিত করে। তবে, এটি জাতিসংঘ এবং বেশিরভাগ দেশ দ্বারা ইস্রায়েল রাষ্ট্রের অংশ হিসাবে স্বীকৃত নয়।
আরও দেখুন
[সম্পাদনা]মন্তব্য
[সম্পাদনা]- ^ ক: এই জেলাতে ছয় দিনের যুদ্ধে দখলকৃত অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ^ খ: ছয় দিনের যুদ্ধে দখলকৃত এবং আন্তর্জাতিকভাবে অস্বীকৃত।
- ^ গ: এই নিবন্ধে জাতিগত অর্থে ইহুদি ব্যবহার করা হয়েছে। অনেকে জাতিগত দিক থেকে ইহুদি হলেও ইহুদি ধর্মের অনুসারী নয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "Localities and Population, by District, Sub-District, Religion and Population Group" (PDF)। Israel Central Bureau of Statistics। ২০১৯। পৃষ্ঠা ১। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ Statistical Abstract – Geography (PDF) (প্রতিবেদন) (হিব্রু ভাষায়)। Israel Central Bureau of Statistics। ২০১৬। পৃষ্ঠা ১৫ (PDF p. ৯)। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৪, ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ আগস্ট ২০২০ তারিখে – প্রতিটি জেলা, উপজেলা এবং প্রাকৃতিক অঞ্চলের বিশ্লেষণ।