বিষয়বস্তুতে চলুন

উপজেলা পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উপজেলা পরিষদ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি একক অংশ। একটি উপজেলার প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত পরিষদ উপজেলা পরিষদ নামে পরিচিত।

  • উপজেলার প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান
  • উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদপৌরসভার (যদি থাকে) চেয়ারম্যানগণ উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকেন।
  • ইউনিয়ন/পৌরসভার মোট সদস্যসংখ্যার এক তৃতীয়াংশ মহিলা আসনের জন্য বরাদ্দ থাকে এবং ইউনিয়ন/পৌরসভার মহিলা সদস্যগণ নিজেদের মধ্য থেকে এই সদস্য নির্বাচন করেন।

মেয়াদকাল

[সম্পাদনা]

উপজেলা পরিষদের মেয়াদকাল মিটিংএর দিন থেকে ৫ বছর। সরকার কর্তৃক মনোনীত একজন সরকারি কর্মকর্তা বা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) এই পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে সমস্ত নির্বাহী দায়িত্ব পালন করেন।[]

স্ট্যান্ডিং কমিটি

[সম্পাদনা]

সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার নিমিত্তে উপজেলা পরিষদ ১৭টি বিষয়ে স্ট্যান্ডিং কমিটি গঠন করে।[] এগুলো হলো

  • আইন-শৃঙ্খলা কমিটি
  • যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটি
  • কৃষি ও সেচ কমিটি
  • মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা কমিটি
  • প্রাথমিক ও গণশিক্ষা কমিটি
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটি
  • যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটি
  • মহিলা ও শিশু উন্নয়ন কমিটি
  • সমাজ কল্যাণ কমিটি
  • মুক্তিযোদ্ধা বিষয়ক কমিটি
  • মৎস্য ও প্রাণী সম্পদ কমিটি
  • পল্লী উন্নয়ন ও সমবায় কমিটি
  • সংস্কৃতি কমিটি
  • পরিবেশ ও বন কমিটি
  • বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটি
  • অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ কমিটি
  • উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটি

কার্যক্রম[]

[সম্পাদনা]

উপজেলা পর্যায়ের সমস্ত কার্যাবলীকে মূলতঃ সংরক্ষিতহস্তান্তরিত এই দুইভাগে ভাগ করা হয়। সংরক্ষিত দায়িত্বের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, দেওয়ানী ও ফৌজদারী বিচার, রাজস্ব প্রশাসন নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ, বৃহৎ শিল্প, খনন কার্য এবং খনিজ সম্পদের উন্নয়ন ইত্যাদি দায়িত্ব অন্যতম।

অন্যদিকে হস্তান্তরিত দায়িত্বের মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, আন্তঃ উপজেলা সড়ক নির্মাণ ও সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ ও কৃষি উপকরণ সরবরাহ ও সেচ ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ব্যবস্থা নিশ্চিতকরণ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণ ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা প্রণয়ন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.lgd.gov.bd/html/upazilastructure.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০১৪ তারিখে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট, Body of Upazila section
  2. http://www.lgd.gov.bd/html/upazilastructure.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০১৪ তারিখে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট, Period of Upazila parishad section
  3. http://www.lgd.gov.bd/html/upazilastructure.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০১৪ তারিখে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট, Standing Committees section
  4. http://www.lgd.gov.bd/html/upazilafunctions.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১৩ তারিখে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট, Upazila Function