খিরাম ইউনিয়ন
খিরাম | |
---|---|
ইউনিয়ন | |
২১নং খিরাম ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে খিরাম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৭′৪৩″ উত্তর ৯১°৫০′৫১″ পূর্ব / ২২.৬২৮৬১° উত্তর ৯১.৮৪৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | ফটিকছড়ি উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৩ সেপ্টেম্বর, ২০০৬ |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ সোহরাব হোসাইন |
আয়তন | |
• মোট | ২৯.৩৬ বর্গকিমি (১১.৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১১,৩৬১ |
• জনঘনত্ব | ৩৯০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৫১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
খিরাম বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]স্থানীয় সরকার বিভাগ ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর ১৪নং নানুপুর ইউনিয়নকে বিভক্ত করে ২১নং খিরাম নামে নতুন ইউনিয়ন গঠন করে।
আয়তন
[সম্পাদনা]খিরাম ইউনিয়নের আয়তন ৭,২৫৫ একর (২৯.৩৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৩৬১ জন। এর মধ্যে পুরুষ ৫,৮১৪ জন এবং মহিলা ৫,৫৪৭ জন। মোট পরিবার ২,৩৮৬টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফটিকছড়ি উপজেলার সর্ব-পূর্বে খিরাম ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, বক্তপুর ইউনিয়ন ও ধর্মপুর ইউনিয়ন; দক্ষিণে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন; পূর্বে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]খিরাম ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি প্রেমপুর, মগকাটা, পশ্চিম খিরাম ও জঙ্গল খিরাম এ ৪টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম খিরাম
- উত্তর খিরাম
- জঙ্গল খিরাম
- হচ্ছারঘাট
- প্রেমপুর
- গামরিতলা (আংশিক)
- বিলাইছড়ি
- মগকাটা
- বড়ইতলী
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খিরাম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৭%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- খিরাম আবু হানিফা (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়ইতলী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]খিরাম ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল খিরাম-নানুপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]খিরাম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সর্ত্তার খাল ও বিনাজুরী খাল।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- খিরাম পাহাড়
- সত্তা খাল
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সোহরাব হোসাইন
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।