চাতরী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯১°৫৩′২″ পূর্ব / ২২.২৩৩৩৩° উত্তর ৯১.৮৮৩৮৯° পূর্ব / 22.23333; 91.88389
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাতরী
ইউনিয়ন
৮নং চাতরী ইউনিয়ন পরিষদ
চাতরী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চাতরী
চাতরী
চাতরী বাংলাদেশ-এ অবস্থিত
চাতরী
চাতরী
বাংলাদেশে চাতরী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯১°৫৩′২″ পূর্ব / ২২.২৩৩৩৩° উত্তর ৯১.৮৮৩৮৯° পূর্ব / 22.23333; 91.88389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী সোহেল
আয়তন
 • মোট১৩.২১ বর্গকিমি (৫.১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,০২২
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৩.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চাতরী বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

চাতরী ইউনিয়নের আয়তন ৩,২৬৫ একর (১৩.২১ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চাতরী ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,০২২ জন। এর মধ্যে পুরুষ ৯,৩৮৪ জন এবং মহিলা ৯,৬৩৮ জন। মোট পরিবার ৩,৭০৮টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

আনোয়ারা উপজেলার সর্ব-উত্তরে চাতরী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বারখাইন ইউনিয়নআনোয়ারা ইউনিয়ন; পূর্বে আনোয়ারা ইউনিয়ন, হাইলধর ইউনিয়ন, পরৈকোড়া ইউনিয়নপটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন; উত্তরে পরৈকোড়া ইউনিয়ন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নকর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন এবং পশ্চিমে বৈরাগ ইউনিয়নকর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

চাতরী ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • বেলচূড়া
  • চাতরী
  • ডুমুরিয়া
  • কৈনপুরা
  • কেয়াগড়
  • পশ্চিম কন্যারা
  • রুদুরা
  • সিংহরা

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাতরী ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.২%।[১] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[৩]
প্রাথমিক বিদ্যালয়
  • আলহাজ্ব ফজলুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সিংহরা পশ্চিম কন্যারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়
  • বেলচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহতর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রুদুরা সারদা চরদা চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

চাতরী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-আনোয়ারা সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

চাতরী ইউনিয়নে ৩৮টি মসজিদ, ৯টি ঈদগাহ, ২৪টি মন্দির ও ২টি বিহার রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

চাতরী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বোয়ালগাঁও খাল।[৪]

হাট-বাজার[সম্পাদনা]

চাতরী ইউনিয়নের প্রধান হাট/বাজার হল চাতরী চৌমুহনী বাজার।[৫]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • শেখ কুতুব (রহ.) মাজার
  • পেঠান শাহ মাজার
  • মোহাম্মদিয়া কুদ্দুছিয়া দরবার
  • ছিদ্দিক শাহ মাজার

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী সোহেল (২০২২- বর্তমান)
চেয়ারম্যানগণের তালিকা[৬]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মৌলভী ফজলুল করিম উকিল
০২ আবদুশ শুক্কুর
০৩ আলহাজ্ব এয়াকুব আলী
০৪ শামসুদ্দীন আহমদ চৌধুরী
০৫ মোহাম্মদ ইয়াছিন হিরু

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  • আবদুল অদুদ চৌধুরী –– ডীন, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • কামাল উদ্দিন –– প্রকৌশলী এবং প্রাক্তন এমডি, ইস্টার্ন রিফাইনারি।
  • ফজলুল করিম –– আইনজীবী ও সমাজসেবী।
  • এহেতেশাম উদ্দিন আহমেদ চৌধুরী রনি - লেফটেন্যান্ট কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd 
  4. "খাল ও নদী - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "হাট বাজারের তালিকা - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd 
  6. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - চাতরী ইউনিয়ন - চাতরী ইউনিয়ন"chatariup.chittagong.gov.bd। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]