বিষয়বস্তুতে চলুন

গণ্ডামারা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২১°৫৮′৭″ উত্তর ৯১°৫৪′১৫″ পূর্ব / ২১.৯৬৮৬১° উত্তর ৯১.৯০৪১৭° পূর্ব / 21.96861; 91.90417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা RiazACU (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:০৮, ২৬ মার্চ ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (InternetArchiveBot (আলাপ)-এর করা 6022439 নং সংস্করণে ফেরত)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
গণ্ডামারা
ইউনিয়ন
৯নং গণ্ডামারা ইউনিয়ন পরিষদ
গণ্ডামারা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গণ্ডামারা
গণ্ডামারা
গণ্ডামারা বাংলাদেশ-এ অবস্থিত
গণ্ডামারা
গণ্ডামারা
বাংলাদেশে গণ্ডামারা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৮′৭″ উত্তর ৯১°৫৪′১৫″ পূর্ব / ২১.৯৬৮৬১° উত্তর ৯১.৯০৪১৭° পূর্ব / 21.96861; 91.90417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবাঁশখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানলেয়াকত আলী
আয়তন
 • মোট২৯.৭২ বর্গকিমি (১১.৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৩,২৬৫
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৫.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গণ্ডামারা বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

গণ্ডামারা ইউনিয়নের আয়তন ৭,৩৪৩ একর (২৯.৭২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গণ্ডামারা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,২৬৫ জন। এর মধ্যে পুরুষ ১৬,৩২৯ জন এবং মহিলা ১৬,৯৩৬ জন। মোট পরিবার ৬,৪৫৬টি।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

বাঁশখালী উপজেলার দক্ষিণ-মধ্যাংশে গণ্ডামারা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সরল ইউনিয়ন; পূর্বে শীলকূপ ইউনিয়ন, চাম্বল ইউনিয়নশেখেরখীল ইউনিয়ন; দক্ষিণে ছনুয়া ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

নামকরণ

[সম্পাদনা]

জনশ্রুতিতে জানা যায়, ১৮৯৬ সালে সমুদ্র উপকূলীয় এলাকায় মামুন আলী মাতব্বর ছিলেন বেশ প্রতাপশালী মাতব্বর। সে সময় হিংস্র বন্যজন্তু গণ্ডার কৃষি জমিতে ব্যাপক ক্ষতি সাধন করত। গণ্ডারের ক্ষতি থেকে কৃষি ক্ষেত রক্ষা ও গণ্ডার চলাচলের নিয়ন্ত্রণ করতে মামুন আলী মাতব্বরের নির্দেশে এলাকাবাসী একটি পরিখা খনন করেন। একদিন চারটি বা এক গণ্ডা গণ্ডার পরিখায় পড়ে মারা যায়। পরিখায় পড়ে গণ্ডার মরে যাওয়ার ঘটনা থেকে এলাকার নামকরণ হয় গণ্ডামারা

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

গণ্ডামারা ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এটি গণ্ডামারা, চর বড়ঘোনা, আলোকদিয়া, পশ্চিম বড়ঘোনা এবং পূর্ব বড়ঘোনা এ ৫টি মৌজায় বিভক্ত।

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গণ্ডামারা ইউনিয়নের সাক্ষরতার হার ২৫.২%।[] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • গণ্ডামারা চরপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • গণ্ডামারা তোরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • দক্ষিণ বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পশ্চিম গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পশ্চিম গণ্ডামারা (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পূর্ব গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পূর্ব বড়ঘোনা এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পূর্ব বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • মধ্যম বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • মায়মুনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

গণ্ডামারা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক জলদী-গণ্ডামারা সড়ক এবং চাম্বল-বড়ঘোনা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। জলকদর খালের উপর একটি বেলী সেতু (পশ্চিম চাম্বল-গণ্ডামারা) এবং একটি টোল সেতু (গণ্ডামারা-শীলকূপ) অবস্থিত। এছাড়া খাটখালী ঘাট থেকে নৌ-পথে কক্সবাজার ও চট্টগ্রাম শহরে যাতায়াত করা যায়।

অর্থনীতি

[সম্পাদনা]

গণ্ডামারা ইউনিয়নে ধান, তরমুজ, খিরা, গোল আলু, বেগুন, মরিচ, টমেটোসহ বিভিন্ন দেশীয় সবজি, ফল, মাছ ও লবণ উৎপাদিত হয়। এছাড়াও খাটখালী বাজার দিয়ে বিভিন্ন নৌপণ্য আদান-প্রদান হয়ে থাকে। মৌসুমে অনেক গলদা চিংড়ি, জাতীয় ইলিশ সহ অসংখ্য সামুদ্রিক মাছ এই এলাকার অর্থনীতির হাল ধরে রাখে। তাছাড়া খাটখালী বাজার হতে গণ্ডামারা বাজার পর্যন্ত বঙ্গোপোসাগরের তীরে অসংখ্য পর্যটকদের দেখা মিলে।

খাল ও নদী

[সম্পাদনা]

গণ্ডামারা ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল এবং পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর

হাট-বাজার

[সম্পাদনা]

গণ্ডামারা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল খাটখালি বাজার, নতুন মার্কেট (রাহমানিয়া রাস্তার মাথা), বড়ঘোনা সকাল বাজার, গণ্ডামারা বাজার এবং পূর্ব বড়ঘোনা হাব্বানিয়া বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
বড় ঘোনা সী-বিচ

গণ্ডামারা ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

  • বড়ঘোনা সী-বিচ (গণ্ডামারা ইউনিয়নের পশ্চিমে বঙ্গোপসাগরের পাড়ে বিস্তৃত এলাকা জুড়ে গঠিত।
  • ঝাউ বাগান।এখন প্রায় বিলুপ্ত হয়েছে গেছে।
  • আলোকদিয়া (লবণ উৎপাদন মাঠ)।
  • এস এস পাওয়ার প্ল্যান্ট (কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প)।
  • হযরত কালাই শাহ (রহ.) এর মাজার
  • শ্রী শ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি মন্দির ও পঞ্চবটী মহাশ্মশান

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ লেয়াকত আলী[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  2. "গন্ডামারা উচ্চ বিদ্যালয় - গন্ডামারা ইউনিয়ন - গন্ডামারা ইউনিয়ন"gandamaraup.chittagong.gov.bd। ২১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  3. "হাট বাজার - গন্ডামারা ইউনিয়ন - গন্ডামারা ইউনিয়ন"gandamaraup.chittagong.gov.bd। ২১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  4. "এক নজরে গন্ডামারা ইউনিয়ন - গন্ডামারা ইউনিয়ন - গন্ডামারা ইউনিয়ন"gandamaraup.chittagong.gov.bd। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 

পূর্ব বড়োঘানা এমদাদ মিয়া পাড়া

[সম্পাদনা]

মৃত করির আহমদ।মৃত আবুল বশর।