আবুতোরাব ফাজিল মাদ্রাসা
ধরন | আলিয়া মাদ্রাসা |
---|---|
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | মঘাদিয়া, মীরসরাই, চট্টগ্রাম। |
আবুতোরাব ফাজিল মাদ্রাসা বাংলাদেশের একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব গ্রামে অবস্থিত।[১] দাখিল, আলিমে ফলাফলের দিক থেকে এই মাদ্রাসার সুনাম রয়েছে।[২] মাদ্রাসাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত, আর ফাজিল স্তরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।
ইতিহাস[সম্পাদনা]
মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই ফলাফলের দিক থেকে সুনাম অর্জন করেছে। ২০০৬ সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্তি লাভ করে এবং ২০১৬ সালের পরে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরিত হয়। ২০১১ সালের ঐতিহাসিক মিরসরাই ট্র্যাজেডি দুর্ঘটনায় এই মাদ্রাসার এক শিক্ষার্থী মৃত্যুবরণ করে।[৩][৪]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
মাদ্রাসাটিতে ফাজিল (ডিগ্রী বা স্নাতক সমান) পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়।[৫] ফাজিল স্তরে আল কুরআন, আল হাদিস ও দাওয়াহ বিভাগ চালু রয়েছে।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://edu.review.net.bd/ABUTORAB-FAJIL-MADRASHA[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দাখিলে চট্টগ্রামে ২৬ মাদ্রাসায় শতভাগ পাস"। প্রবাসীর দিগন্ত। ২০১৯-০৫-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৯।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "মিরসরাই ট্র্যাজেডি দিবস আজ"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৯।
- ↑ "আজ মিরসরাই ট্রাজেডি দিবস"। Ekushey TV। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৯।
- ↑ ঘোষ, সুজন। "ঘরে বসেই জানা যাবে সন্তানেরা স্কুলে গেছে কি না"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৯।