বিষয়বস্তুতে চলুন

নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০২৩-এর বিজয়ী: কিলিয়ান মার্ফি
বিবরণনাট্যধর্মী চলচ্চিত্রের সেরা অভিনেতা
অবস্থানযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৪
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতকিলিয়ান মার্ফি
অপেনহাইমার (২০২৩)
ওয়েবসাইটgoldenglobes.com

নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক গোল্ডেন গ্লোব পুরস্কারের একটি বিভাগ, যা বছরের সেরা নাট্যধর্মী চলচ্চিত্রের অভিনেতাদের প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে। প্রথমে সেরা অভিনেতার জন্য একটি পুরস্কার প্রদান করা হত, পরে ১৯৫১ সাল থেকে নাট্যধর্মী এবং সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেতার জন্য আলাদা দুটি পুরস্কার প্রদান শুরু হয়।

শুরু থেকেই এই বিভাগের নামটিতে ভিন্নতা দেখা গেছে। ২০০৫ সালে এই বিভাগটিকে দাপ্তরিকভাবে "নাট্যধর্মী চলচ্চিত্রে অভিনেতার শ্রেষ্ঠ অভিনয়" হিসেবে নামকরণ করা হয়। ২০১৩ সাল থেকে এটি "নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা" হিসেবে পরিচিত।

সর্বাধিক তিনবার করে এই পুরস্কার অর্জন করেন টম হ্যাঙ্কস, জ্যাক নিকোলসনড্যানিয়েল ডে লুইস। এছাড়া গ্রেগরি পেক, মার্লোন ব্র্যান্ডো, ডাস্টিন হফম্যান, পিটার ওটুল, আল পাচিনো, জন ভইটলিওনার্দো ডিক্যাপ্রিও দুইবার করে এই পুরস্কার অর্জন করেন। সর্বাধিক দশবার এই পুরস্কারের মনোনয়ন পেয়েছেন আল পাচিনো। সাম্প্রতিক পুরস্কার বিজয়ী কিলিয়ান মার্ফি অপেনহাইমার (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

[সম্পাদনা]

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চিত্রনাট্যকারদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

পল লুকাস ওয়াচ অন দ্য রাইন (১৯৪৩)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
আলেকজান্ডার নক্স উইলসন (১৯৪৩) চলচ্চিত্রে উড্রো উইলসন চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
রে মিলান্ড দ্য লস্ট উইকেন্ড (১৯৪৫)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
গ্রেগরি পেক দ্য ইয়ারিং (১৯৪৬) ও টু কিল আ মকিংবার্ড (১৯৬২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
রোনাল্ড কলম্যান আ ডাবল লাইফ (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
লরন্স অলিভিয়ে হ্যামলেট (১৯৪৮)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ব্রডরিক ক্রফোর্ড অল দ্য কিংস ম্যান (১৯৪৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
হোসে ফেরার সিরানো দ্য বের্জরাক (১৯৫০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
ফ্রেড্রিক মার্চ ডেথ অব আ সেলসম্যান (১৯৫১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
গ্যারি কুপার হাই নুন (১৯৫২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
সিডনি পোয়াটিয়ে লিলিজ অব দ্য ফিল্ড (১৯৬৩) চলচ্চিত্রের অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
জ্যাক নিকোলসন চায়নাটাউন (১৯৭৪), ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট (১৯৭৫) ও অ্যাবাউট স্মিট (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।
ডাস্টিন হফম্যান ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) ও রেইন ম্যান (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
রবার্ট ডি নিরো রেজিং বুল চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
বেন কিংসলি গান্ধী (১৯৮২) চলচ্চিত্রে মহাত্মা গান্ধী চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
মাইকেল ডগলাস ওয়াল স্ট্রিট (১৯৮৭)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
জেরেমি আয়রন্স রিভার্সাল অব ফরচুন (১৯৯০)-এ ক্লাউস ফন বুলো চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
টম হ্যাঙ্কস ফিলাডেলফিয়া (১৯৯৩), ফরেস্ট গাম্প (১৯৯৪) ও ক্যাস্ট অ্যাওয়ে (২০০০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য টানা তিনবার এই পুরস্কার লাভ করেন।
ডেনজেল ওয়াশিংটন দ্য হ্যারিকেন (১৯৯৯)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
রাসেল ক্রো আ বিউটিফুল মাইন্ড (২০০১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
শন পেন মিস্টিক রিভার (২০০৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
লিওনার্দো ডিক্যাপ্রিও দি অ্যাভিয়েটর (২০০৪) চলচ্চিত্রে হাওয়ার্ড হিউজদ্য রেভেন্যান্ট (২০১৫) চলচ্চিত্রে হিউ গ্লাস চরিত্রে অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
ফিলিপ সিমোর হফম্যান ক্যাপোট (২০০৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ফরেস্ট হুইটেকার দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড (২০০৬) চলচ্চিত্রে ইদি আমিন চরিত্রে অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
ড্যানিয়েল ডে-লুইস দেয়ার উইল বি ব্লাড (২০০৭) ও লিংকন (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
মিকি রুর্ক দ্য রেসলার (২০০৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জেফ ব্রিজেস ক্রেজি হার্ট (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কলিন ফার্থ দ্য কিংস স্পিচ (২০১০) চলচ্চিত্রে রাজা ষষ্ঠ জর্জ] চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জর্জ ক্লুনি দ্য ডিসেন্ড্যান্টস্‌ (২০১১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ম্যাথু ম্যাকনাহে ডালাস বায়ার্স ক্লাব (২০১৩) চলচ্চিত্রে রন উডরুফ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
এডি রেডমেইন দ্য থিওরি অব এভরিথিং (২০১৪) চলচ্চিত্রে স্টিভেন হকিং চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কেসি অ্যাফ্লেক ম্যানচেস্টার বাই দ্য সি (২০১৬) চলচ্চিত্রে লি চ্যান্ডলার চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
গ্যারি ওল্ডম্যান ডার্কেস্ট আওয়ার (২০১৭)-এ উইনস্টন চার্চিল চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
রামি মালেক বোহিমিয়ান র‍্যাপসোডি (২০১৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
হোয়াকিন ফিনিক্স জোকার (২০১৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
চ্যাডউইক বোজম্যান মা রেইনিস ব্ল্যাক বটম (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য মরণোত্তর পুরস্কৃত হন।
উইল স্মিথ কিং রিচার্ড (২০২১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অস্টিন বাটলার এলভিস (২০২২) চলচ্চিত্রে এলভিস প্রেসলি চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

১৯৪০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৪৩ পল লুকাস কার্ট মুলার ওয়াচ অন দ্য রাইন []
১৯৪৪ আলেকজান্ডার নক্স উড্রো উইলসন উইলসন []
১৯৪৫ রে মিলান্ড ডন বারন্যাম দ্য লস্ট উইকেন্ড []
১৯৪৬ গ্রেগরি পেক পেনি ব্যাক্সটার দ্য ইয়ার্লিং []
১৯৪৭ রোনাল্ড কলম্যান অ্যান্থনি জন আ ডাবল লাইফ []
১৯৪৮ লরন্স অলিভিয়ে যুবরাজ হ্যামলেট হ্যামলেট []
১৯৪৯ ব্রডরিক ক্রফোর্ড উইলি স্টার্ক অল দ্য কিংস ম্যান []
রিচার্ড টড লাচলান "লাচি" ম্যাকলাচলান দ্য হ্যাস্টি হার্ট

১৯৫০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৫০ হোসে ফেরার সিরানো দ্য বের্জরাক সিরানো দ্য বের্জরাক []
জেমস স্টুয়ার্ট এলউড পি. ডড হার্ভি
লুইস ক্যালহার্ন অলিভার ওয়েন্ডেল হোমস দ্য ম্যাগনিফিসেন্ট ইয়াঙ্কি
১৯৫১ ফ্রেড্রিক মার্চ উইলি লোম্যান ডেথ অব আ সেলসম্যান [১০]
আর্থার কেনেডি ল্যারি নেভিন্স ব্রাইট ভিক্টরি
কার্ক ডগলাস ডিটেকটিভ জেমস ম্যাকলেওড ডিটেকটিভ স্টোরি
১৯৫২ গ্যারি কুপার মার্শাল উইল কেন হাই নুন [১১]
শার্ল বোয়ায়ে জাক বোনার দ্য হ্যাপি টাইম
রে মিলান্ড অ্যালান ফিল্ডস দ্য থিফ
১৯৫৩ স্পেন্সার ট্রেসি ক্লিনটন জোন্স দি অ্যাক্ট্রেস [১২]
১৯৫৪ মার্লোন ব্র্যান্ডো টেরি ম্যালয় অন দ্য ওয়াটারফ্রন্ট [১৩]
১৯৫৫ আর্নেস্ট বোর্গনাইন মার্টি পিলেত্তি মার্টি [১৪]
১৯৫৬ কার্ক ডগলাস ভিনসেন্ট ভ্যান গখ লাস্ট অব লাইফ [১৫]
কার্ল মালডেন আর্চি লি মেইগান বেবি ডল
গ্যারি কুপার জেস বার্ডওয়েল ফ্রেন্ডলি পারসুয়েশন
চার্লটন হেস্টন মোজেস দ্য টেন কমান্ডমেন্টস্‌
বার্ট ল্যাঙ্কেস্টার বিল স্টারবাক দ্য রেইনমেকার
১৯৫৭ অ্যালেক গিনেস কর্নেল নিকলসন দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই [১৬]
অ্যান্থনি ফ্রান্সিয়োসা পোলো পোপ আ হ্যাটফুল অব রেইন
চার্লস লটন স্যার উইলফ্রিড রবার্টস উইটনেস ফর দ্য প্রসিকিউশন
মার্লোন ব্র্যান্ডো মেজর লয়েড "এইস" গ্রুভার সায়োনারা
হেনরি ফোর্ড ডেভিস টুয়েলভ অ্যাংরি ম্যান
১৯৫৮ ডেভিড নিভন মেজর পোলক সেপারেট টেবলস্‌ [১৭]
টনি কার্টিস জন "জোকার" জ্যাকসন দ্য ডিফায়্যান্ট ওয়ানস্‌
রবার্ট ডোনাট ইয়াং চেঙ্গের ম্যান্ডারিন দি ইন অব দ্য সিক্সথ হ্যাপিনেস
সিডনি পোয়াটিয়ে নোয়া কুলেন দ্য ডিফায়্যান্ট ওয়ানস্‌
স্পেন্সার ট্রেসি বৃদ্ধ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি
১৯৫৯ অ্যান্থনি ফ্রান্সিয়োসা স্যাম লসন ক্যারিয়ার [১৮]
চার্লটন হেস্টন জুডা বেন-হার বেন-হার
জোসেফ শিল্ডক্রাউট অটো ফ্রাংক দ্য ডায়েরি অব আন ফ্রাংক
ফ্রেড্রিক মার্চ জেরি কিংসলি মিডল অব দ্য নাইট
রিচার্ড বার্টন জিমি পর্টার লুক ব্যাক ইন অ্যাঙ্গার

১৯৬০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৬০ বার্ট ল্যাঙ্কেস্টার এলমার গ্র্যান্টি এলমার গ্র্যান্টি [১৯]
ট্রেভর হাওয়ার্ড ওয়াল্টার মরেল সন্স অ্যান্ড লাভার্স
ডিন স্টকওয়েল পল মোরেল
লরন্স অলিভিয়ে আর্চি রাইস দি এন্টারটেইনার
স্পেন্সার ট্রেসি হেনরি ড্রামন্ড ইনহেরিট দ্য উইন্ড
১৯৬১ ম্যাক্সিমিলিয়ান শেল হান্স রোল্‌ফ জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ [২০]
ওয়ারেন বেটি বাড স্ট্যাম্পার স্প্লেন্ডর ইন দ্য গ্লাস
পল নিউম্যান এডি ফেলসন দ্য হাসলার
মোরিস শ্যভালিয়ে পানিস ফ্যানি
সিডনি পোয়াটিয়ে ওয়াল্টার লি ইয়ঙ্গার আ রাইজিন ইন দ্য সান
১৯৬২ গ্রেগরি পেক অ্যাটিকাস ফিঞ্চ টু কিল আ মকিংবার্ড [২১]
অ্যান্থনি কুইন অদা আবু তায়ী লরেন্স অব অ্যারাবিয়া
জ্যাক লেমন জো ক্লে ডেজ অব ওয়াইন অ্যান্ড রোজেস
জেমস মেসান হুম্বার্ট লোলিতা
পল নিউম্যান চান্স ওয়েন সুইট বার্ড অব ইয়থ
পিটার ওটুল টি. ই. লরেন্স লরেন্স অব অ্যারাবিয়া
বার্ট ল্যাঙ্কেস্টার রবার্ট ফ্র্যাংকলিন স্ট্রোড বার্ডম্যান অব অ্যালকাট্রেজ
লরেন্স হার্ভি ভিলহেল্ম গ্রিম দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব দ্য ব্রাদার্স গ্রিম
১৯৬৩ সিডনি পোয়াটিয়ে হোমার স্মিথ লিলিস অব দ্য ফিল্ড [২২]
গ্রেগরি পেক ক্যাপ্টেন জোসিয়া নিউম্যান ক্যাপ্টেন নিউম্যান, এম.ডি.
টম ট্রিয়ন স্টিভেন ফার্ময়েল দ্য কার্ডিনাল
পল নিউম্যান হাড ব্যানন হাড
মার্লোন ব্র্যান্ডো হ্যারিসন কার্টার ম্যাকহোয়াইট দি আগলি আমেরিকান
রেক্স হ্যারিসন জুলিয়াস সিজার ক্লিওপেট্রা
স্ট্রাথিস জিয়ালেলিস স্ট্রাভ্রস টপোজগ্লো আমেরিকা আমেরিকা
স্টিভ ম্যাকুইন রকি পাপাসানো লাভ উইথ দ্য প্রপার স্ট্রেঞ্জার
১৯৬৪ পিটার ওটুল ইংল্যান্ডের দ্বিতীয় হেনরি বেকেট [২৩]
অ্যান্থনি কুইন আলেক্সিস জোরবা জোরবা দ্য গ্রিক
অ্যান্থনি ফ্রান্সিয়োসা হুয়ান লুইস রদ্রিগেজ রিও কঞ্চোস
ফ্রেড্রিক মার্চ প্রেসিডেন্ট লাইম্যান সেভেন ডেজ ইন মে
রিচার্ড বার্টন টমাস বেকেট বেকেট
১৯৬৫ ওমর শরিফ ইউরি আন্দ্রিয়েভিচ ঝিভাগো ডক্টর ঝিভাগো [২৪]
অস্কার ভের্নার উইলি শুমান শিপ অব ফুলস
রড স্টাইগার সল নাজারম্যান দ্য পনব্রোকার
রেক্স হ্যারিসন পোপ দ্বিতীয় জুলিয়াস দি অ্যাগনি অ্যান্ড দি একস্টেসি
সিডনি পোয়াটিয়ে গর্ডন রাফ আ প্যাচ অব ব্লু
১৯৬৬ পল স্কোফিল্ড স্যার টমাস মুর আ ম্যান ফর অল সিজনস্‌ [২৫]
ম্যাক্স ভন সিডো রেভারেন্ড অ্যাবনার হেল হাওয়াই
মাইকেল কেইন আলফি এলকিন্স আলফি
রিচার্ড বার্টন জর্জ হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ
স্টিভ ম্যাককুইন জেক হলম্যান দ্য স্যান্ড পেবলস্‌
১৯৬৭ রড স্টাইগার বিল গিলেস্পি ইন দ্য হিট অব দ্য নাইট [২৬]
অ্যালান বেট্‌স গ্যাব্রিয়েল ওক ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড
ওয়ারেন বেটি ক্লাইড ব্যারো বনি অ্যান্ড ক্লাইড
পল নিউম্যান লুকাস "কুল হ্যান্ড লুক" জ্যাকসন কুল হ্যান্ড লুক
সিডনি পোয়াটিয়ে ডিটেকটিভ ভার্জিল টিবস ইন দ্য হিট অব দ্য নাইট
স্পেন্সার ট্রেসি ম্যাট ড্রেটন গেজ হুজ কামিং টু ডিনার
১৯৬৮ পিটার ওটুল ইংল্যান্ডের দ্বিতীয় হেনরি দ্য লায়ন ইন উইন্টার [২৭]
অ্যালান আর্কিন জন সিঙ্গার দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার
অ্যালান বেট্‌স ইয়াকভ বক দ্য ফিক্সার
ক্লিফ রবার্টসন চার্লি গর্ডন চার্লি
টনি কার্টিস আলবার্ট ডিসালভো দ্য বোস্টন স্ট্রেংলার!
১৯৬৯ জন ওয়েন রুস্টার কগবার্ন ট্রু গ্রিট [২৮]
অ্যালান আর্কিন আব্রাহাম "পপি" রদ্রিগেজ পপি
জন ভইট জো বাক মিডনাইট কাউবয়
ডাস্টিন হফম্যান এনরিকো সালভাতোর রিজ্জো
রিচার্ড বার্টন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি অ্যান অব দ্য থাউজেন্ড ডেজ

১৯৭০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৭০ জর্জ সি. স্কট জর্জ এস. প্যাটন প্যাটন [২৯]
জেমস আর্ল জোন্স জ্যাক জেফারসন দ্য গ্রেট হোয়াইট হোপ
জ্যাক নিকোলসন রবার্ট এরোইকা ডুপিয়া ফাইভ ইজি পিসেস
মেলভিন ডগলাস টম গ্যারিসন আই নেভার স্যাং ফর মাই ফাদার
রায়ান ওনিল চতুর্থ অলিভার বেরেট লাভ স্টোরি
১৯৭১ জিন হ্যাকম্যান জিমি পপাই ডয়েল দ্য ফ্রেঞ্চ কানেকশন [৩০]
জর্জ সি. স্কট ডক্টর হার্বার্ট বক দ্য হসপিটাল
জ্যাক নিকোলসন জোনাথন ফুয়ের্স্ট কার্নাল নলেজ
পিটার ফিঞ্চ ডক্টর ড্যানিয়েল হার্শ সানডে ব্লাডি সানডে
ম্যালকম ম্যাকডাওয়েল অ্যালেক্স ডিলার্জ আ ক্লকওয়ার্ক অরেঞ্জ
১৯৭২ মার্লোন ব্র্যান্ডো ভিটো করলেওনে দ্য গডফাদার [৩১]
আল পাচিনো মাইকেল করলেওনে দ্য গডফাদার
জন ভইট এড ডেলিভারেন্স
মাইকেল কেইন মিলো টিন্ডল স্লেউথ
লরন্স অলিভিয়ে অ্যান্ড্রু ওয়াইক
১৯৭৩ আল পাচিনো ফ্রাঙ্ক সারপিসো সারপিসো [৩২]
জ্যাক লেমন হ্যারি স্টোনার সেভ দ্য টাইগার
জ্যাক নিকোলসন বিলি এল. বাডাস্কি দ্য লাস্ট ডিটেইল
রবার্ট ব্লেক জন উইন্টারগ্রিন ইলেক্ট্রা গ্লাইড ইন ব্লু
স্টিভ ম্যাকুইন হেনরি "প্যাপিলন" শারিয়ের প্যাপিলন
১৯৭৪ জ্যাক নিকোলসন জ্যাক গিটিস চায়নাটাউন [৩৩]
আল পাচিনো মাইকেল করলেওনে দ্য গডফাদার পার্ট ২
জিন হ্যাকম্যান হ্যারি কাউল দ্য কনভারসেশন
জেমস কান এক্সেল ফ্রিড দ্য গ্যাম্বলার
ডাস্টিন হফম্যান লেনি ব্রুস লেনি
১৯৭৫ জ্যাক নিকোলসন র‍্যান্ডল ম্যাকমার্ফি ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট [৩৪]
আল পাচিনো সনি ওরৎজিক ডগ ডে আফটারনুন
জিন হ্যাকম্যান জিমি "পপাই" ডয়েল ফ্রেঞ্চ কানেকশন টু
জেমস হোয়াইটমোর হ্যারি এস. ট্রুম্যান গিভ এম হেল, হ্যারি!
ম্যাক্সিমিলিয়ান শেল আর্থার গোল্ডম্যান দ্য ম্যান ইন দ্য গ্লাস বুথ
১৯৭৬ পিটার ফিঞ্চ হাওয়ার্ড বিলি নেটওয়ার্ক [৩৫]
ডাস্টিন হফম্যান "বেব" লেভি ম্যারাথন ম্যান
ডেভিড ক্যারাডাইন উডি গুথ্রি বাউন্ড ফর গ্লোরি
রবার্ট ডি নিরো ট্রেভিস বিকল ট্যাক্সি ড্রাইভার
সিলভেস্টার স্ট্যালোন রকি বালবোয়া রকি
১৯৭৭ রিচার্ড বার্টন মার্টিন ডাইসার্ট ইকুয়াস [৩৬]
আল পাচিনো ববি ডিয়ারফিল্ড ববি ডিয়ারফিল্ড
গ্রেগরি পেক ডগলাস ম্যাকআর্থার ম্যাকআর্থার
মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি গাব্রিয়েল আ স্পেশাল ডে
হেনরি উইঙ্কলার জ্যাক ডান হিরোজ
১৯৭৮ জন ভইট লুক মার্টিন কামিং হোম [৩৭]
অ্যান্থনি হপকিন্স কর্কি উইদার্স / "ফ্যাটস" ম্যাজিক
গ্রেগরি পেক ডক্টর জোসেফ মেঙ্গেলি দ্য বয়েজ ফ্রম ব্রাজিল
ব্র্যাড ডেভিস বিলি হেইস মিডনাইট এক্সপ্রেস
রবার্ট ডি নিরো মাইকেল ভ্রন্‌স্কি দ্য ডিয়ার হান্টার
১৯৭৯ ডাস্টিন হফম্যান টেড ক্রেমার ক্রেমার ভার্সাস ক্রেমার [৩৮]
আল পাচিনো আর্থার কার্কল্যান্ড ...অ্যান্ড জাস্টিস ফর অল
জ্যাক লেমন জ্যাক গোডেল দ্য চায়না সিনড্রোম
জন ভইট বিলি ফ্লিন দ্য চ্যাম্প
জেমস উডস গ্রেগরি পাওয়েল দি অনিয়ন ফিল্ড

১৯৮০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৮০ রবার্ট ডি নিরো জ্যাক লামত্তা রেজিং বুল [৩৯]
জন হার্ট জন মেরিক দি এলিফ্যান্ট ম্যান
জ্যাক লেমন স্কটি টেমপ্লেশন ট্রিবিউট
ডোনাল্ড সাদারল্যান্ড ক্যালভিন জ্যারেট অর্ডিনারি পিপল
পিটার ওটুল এলি ক্রস দ্য স্টান্ট ম্যান
১৯৮১ হেনরি ফন্ডা নরম্যান থায়ার অন গোল্ডেন পন্ড [৪০]
ওয়ারেন বেটি জন সিলাস "জ্যাক" রিড রেডস
টিমোথি হাটন ব্রায়ান মোরল্যান্ড ট্যাপস
ট্রিট উইলিয়ামস ড্যানিয়েল সিয়েলো প্রিন্স অব দ্য সিটি
বার্ট ল্যাঙ্কেস্টার লু পাসকেল আটলান্টিক সিটি
১৯৮২ বেন কিংসলি মহাত্মা গান্ধী গান্ধী [৪১]
অ্যালবার্ট ফিনি জর্জ ডানলাপ শুট দ্য মুন
জ্যাক লেমন এড হরম্যান মিসিং
পল নিউম্যান ফ্র্যাংক গ্যালভিন দ্য ভারডিক্ট
রিচার্ড গিয়ার জ্যাক মায়ো অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান
১৯৮৩ টম কর্টনি নরম্যান দ্য ড্রেসার [৪২]
রবার্ট ডুভল ম্যাক স্লেজ টেন্ডার মার্সিস
আল পাচিনো টনি মন্টানা স্কারফেস
অ্যালবার্ট ফিনি স্যার দ্য ড্রেসার
এরিক রবার্টস পল স্নাইডার স্টার এইটি
টম কন্টি গোয়ান ম্যাকগ্যান্ড রুবেন, রুবেন
রিচার্ড ফার্নসওয়ার্থ বিল মাইনার দ্য গ্রে ফক্স
১৯৮৪ এফ. মারি আব্রাহাম আন্তোনিও সালিয়েরি আমাডেয়ুস [৪৩]
অ্যালবার্ট ফিনি জেফ্রি ফিরমিন আন্ডার দ্য ভলকানো
জেফ ব্রিজেস স্টারম্যান স্কট হেইডেন স্টারম্যান
টম হুলস ভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্ট আমাডেয়ুস
স্যাম ওয়াটারস্টন সিডনি শালবার্গ দ্য কিলিং ফিল্ডস
১৯৮৫ জন ভইট অস্কার "ম্যানি" মানহাইম রানওয়ে ট্রেন [৪৪]
উইলিয়াম হার্ট লুই মলিনা কিস অব দ্য স্পাইডার ওম্যান
জিন হ্যাকম্যান হ্যারি ম্যাকেঞ্জি টুয়াইস ইন আ লাইফটাইম
রাউল হুলিয়া ভ্যালেন্টিন আরেগুই কিস অব দ্য স্পাইডার ওম্যান
হ্যারিসন ফোর্ড ক্যাপ্টেন জন বুক উইটনেস
১৯৮৬ বব হস্কিন্স জর্জ মোনা লিসা [৪৫]
উইলিয়াম হার্ট জেমস লিডস চিলড্রেন অব আ লেসার গড
জেরেমি আয়রন্স ফাদার গ্যাব্রিয়েল দ্য মিশন
ডেক্সটার গর্ডন ডেল টার্নার রাউন্ড মিডনাইট
পল নিউম্যান ফাস্ট এডি ফেলসন দ্য কালার অব মানি
হ্যারিসন ফোর্ড অ্যালি ফক্স দ্য মসকিটো কোস্ট
১৯৮৭ মাইকেল ডগলাস গর্ডন গেকো ওয়াল স্ট্রিট [৪৬]
জন লোন পুই দ্য লাস্ট এম্পেরার
জ্যাক নিকোলসন ফ্রান্সিস ফেলান আয়রনউইড
ডেনজেল ওয়াশিংটন স্টিভ বিকো সিটি ফ্রিডম
নিক নল্টে লি আমস্টেটার উইডস
১৯৮৮ ডাস্টিন হফম্যান রেমন্ড বাবিট রেইন ম্যান [৪৭]
এডওয়ার্ড জেমস অলমস জেমি এস্কালান্তে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার
জিন হ্যাকম্যান রুপার্ট অ্যান্ডারসন মিসিসিপি বার্নিং
টম হুলস ডমিনিক লুসিয়ানো ডমিনিক অ্যান্ড ইউজিন
ফরেস্ট হুইটেকার চার্লি পার্কার বার্ড
১৯৮৯ টম ক্রুজ রন কোভিট বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই [৪৮]
আল পাচিনো ফ্র্যাঙ্ক কেলার সি অব লাভ
জ্যাক লেমন জেক ট্রেমন্ট ড্যাড
ড্যানিয়েল ডে-লুইস ক্রিস্টি ব্রাউন মাই লেফট ফুট
রবিন উইলিয়ামস জন চার্লস "কিটস" কিটিং ডেড পোয়েটস্‌ সোসাইটি

১৯৯০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৯০ জেরেমি আয়রন্স ক্লাউস ফন বুলো রিভার্সাল অব ফরচুন [৪৯]
কেভিন কসনার লেফটেন্যান্ট জন জে. ডানবার ড্যান্সেস উইথ উল্‌ভস্‌
আল পাচিনো মাইকেল করলেওনে দ্য গডফাদার পার্ট ৩
রবিন উইলিয়ামস ডক্টর ম্যালকম সয়ার অ্যাওয়াকেনিংস
রিচার্ড হ্যারিস "বুল" ম্যাকেবে দ্য ফিল্ড
১৯৯১ নিক নল্টে টম উইংগো দ্য প্রিন্স অব টাইডস্‌ [৫০]
অ্যান্থনি হপকিন্স ড. হ্যানিবল লেক্টার দ্য সাইলেন্স অব দি ল্যাম্বস
ওয়ারেন বেটি বেঞ্জামিন বাগসি সিগ্যাল বাগসি
কেভিন কসনার জিম গ্যারিসন জেএফকে
রবার্ট ডি নিরো ম্যাক্সিমিলিয়ান "ম্যাক্স" ক্যাডি কেপ ফিয়ার
১৯৯২ আল পাচিনো ফ্রাঙ্ক স্লেড সেন্ট অব আ ওম্যান [৫১]
জ্যাক নিকোলসন জিমি হফ্‌ফা হফ্‌ফা
টম ক্রুজ লেফটেন্যান্ট ড্যানিয়েল ক্যাফি আ ফিউ গুড ম্যান
ডেনজেল ওয়াশিংটন ম্যালকম এক্স ম্যালকম এক্স
রবার্ট ডাউনি জুনিয়র চার্লি চ্যাপলিন চ্যাপলিন
১৯৯৩ টম হ্যাঙ্কস অ্যান্ড্রু বেকেট ফিলাডেলফিয়া [৫২]
অ্যান্থনি হপকিন্স জেমস স্টিভেন্স দ্য রিমেইন্স অব দ্য ডে
ড্যানিয়েল ডে-লুইস গেরি কনলন ইন দ্য নেম অব দ্য ফাদার
লিয়াম নিসন অস্কার শিন্ডলার শিন্ডলার্স লিস্ট
হ্যারিসন ফোর্ড ডক্টর রিচার্ড কিম্বল দ্য ফিউজিটিভ
১৯৯৪ টম হ্যাঙ্কস ফরেস্ট গাম্প ফরেস্ট গাম্প [৫৩]
জন ট্রাভোল্টা ভিনসেন্ট ভেগা পাল্প ফিকশন
ব্র্যাড পিট ট্রিস্টান লুডলো লেজেন্ডস অব দ্য ফল
পল নিউম্যান ডোনাল্ড "সুলি" সুলিভ্যান নোবডিজ ফুল
মরগান ফ্রিম্যান এলিস বয়েড "রেড" রেডিং দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন
১৯৯৫ নিকোলাস কেজ বেন স্যান্ডারসন লিভিং লাস ভেগাস [৫৪]
অ্যান্থনি হপকিন্স রিচার্ড নিক্সন নিক্সন
ইয়ান ম্যাকেলেন রাজা তৃতীয় রিচার্ড থার্ড রিচার্ড
রিচার্ড ড্রাইফাস গ্লেন হল্যান্ড মিস্টার হল্যান্ড্‌স ওপাস
শন পেন ম্যাথিউ পনচেলেট ডেড ম্যান ওয়াকিং
১৯৯৬ জেফ্রি রাশ ডেভিড হেল্‌ফগট শাইন [৫৫]
উডি হ্যারেলসন ল্যারি ফ্লিন্ট দ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্ট
মেল গিবসন টম মুলেন র‍্যানসম
রেফ ফাইঞ্জ কাউন্ট লাজলো দা আলমাসি দ্য ইংলিশ পেশন্ট
লিয়াম নিসন মাইকেল কলিন্স মাইকেল কলিন্স
১৯৯৭ পিটার ফন্ডা উলি জ্যাকসন উলিজ গোল্ড [৫৬]
ড্যানিয়েল ডে-লুইস ড্যানি ফ্লিন দ্য বক্সার
জিমোঁ উন্সু জোসেফ সিঙ্কে আমিস্টাড
ম্যাট ডেমন উইল হান্টিং গুড উইল হান্টিং
লিওনার্দো ডিক্যাপ্রিও জ্যাক ডসন টাইটানিক
১৯৯৮ জিম ক্যারি ট্রুম্যান বারব্যাঙ্ক দ্য ট্রুম্যান শো [৫৭]
ইয়ান ম্যাকেলেন জেমস হোয়েল গডস অ্যান্ড মনস্টার্স
টম হ্যাঙ্কস ক্যাপ্টেন জন মিলার সেভিং প্রাইভেট রায়ান
নিক নল্টে ওয়েড হোয়াইটহাউজ অ্যাফ্লিকশন
স্টিভেন ফ্রাই অস্কার ওয়াইল্ড ওয়াইল্ড
১৯৯৯ ডেনজেল ওয়াশিংটন রুবিন কার্টার দ্য হ্যারিকেন [৫৮]
কেভিন স্পেসি লেস্টার বার্নহ্যাম আমেরিকান বিউটি
রাসেল ক্রো জেফ্রি উইগ্যান্ড দি ইনসাইডার
ম্যাট ডেমন টম রিপ্লি দ্য ট্যালেন্টেড মিস্টার রিপ্লি
রিচার্ড ফার্নসওয়ার্থ আলভিন স্ট্রেইট দ্য স্ট্রেইট স্টোরি

২০০০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
২০০০ টম হ্যাঙ্কস চাক নোলান্ড ক্যাস্ট অ্যাওয়ে [৫৯]
জেফ্রি রাশ মার্কোয়েস দে সাদে কুইলস
মাইকেল ডগলাস গ্র্যাডি ট্রিপ ওয়ান্ডার বয়েজ
রাসেল ক্রো ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস গ্ল্যাডিয়েটর
হাভিয়ের বারদেম রেইনালদো আরেনাস বিফোর নাইট ফলস
২০০১ রাসেল ক্রো জন ফোর্ব্‌স ন্যাশ আ বিউটিফুল মাইন্ড [৬০]
উইল স্মিথ মুহাম্মদ আলী আলি
কেভিন স্পেসি কোয়াইল দ্য শিপিং নিউজ
ডেনজেল ওয়াশিংটন ডিটেক্টিভ আলঞ্জো হ্যারিস ট্রেনিং ডে
বিলি বব থর্নটন এড ক্রেন দ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার
২০০২ জ্যাক নিকোলসন ওয়ারেন আর. স্মিট অ্যাবাউট স্মিট [৬১]
অ্যাড্রিয়েন ব্রডি ভ্লাদিস্লাভ স্পিলমান দ্য পিয়ানিস্ট
ড্যানিয়েল ডে-লুইস উইলিয়াম "বিল দ্য বুচার" কাটিং গ্যাংস অব নিউ ইয়র্ক
মাইকেল কেইন থমাস ফাউলার দ্য কোয়ায়েট আমেরিকান
লিওনার্দো ডিক্যাপ্রিও ফ্রাঙ্ক এবেগনেল জুনিয়র ক্যাচ মি ইফ ইউ ক্যান
২০০৩ শন পেন জিমি মার্কাম মিস্টিক রিভার [৬২]
জ্যুড ল ডব্লিউ. পি. ইনম্যান কোল্ড মাউন্টেন
টম ক্রুজ নাথান অ্যালগ্রেন দ্য লাস্ট সামুরাই
বেন কিংসলি মাসোদ আমির বেহরানী হাউজ অব স্যান্ড অ্যান্ড ফগ
রাসেল ক্রো ক্যাপ্টেন জ্যাক অব্রি মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড
২০০৪ লিওনার্দো ডিক্যাপ্রিও হাওয়ার্ড হিউজ দি অ্যাভিয়েটর [৬৩]
জনি ডেপ জে. এম. ব্যারি ফাইন্ডিং নেভারল্যান্ড
ডন চিডল পল রুসেসাবাজিনা হোটেল রুয়ান্ডা
লিয়াম নিসন আলফ্রেড কিনসি কিনসি
হাভিয়ের বারদেম রামোন সামপেদ্রো দ্য সি ইনসাইড
২০০৫ ফিলিপ সিমোর হফম্যান ট্রুম্যান ক্যাপোটি ক্যাপোটি [৬৪]
টেরেন্স হাওয়ার্ড জে হাসল অ্যান্ড ফ্লো
ডেভিড স্ট্রাথেয়ার্ন এডওয়ার্ড আর. মুরো গুড নাইট, অ্যান্ড গুড লাক
রাসেল ক্রো জেমস জে. ব্র্যাডক সিনড্রেলা ম্যান
হিথ লেজার এনিস দেল মার ব্রোকব্যাক মাউন্টেন
২০০৬ ফরেস্ট হুইটেকার ইদি আমিন দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড [৬৫]
উইল স্মিথ ক্রিস গার্ডনার দ্য পারসুইট অব হ্যাপিনেস
পিটার ওটুল মরিস রাসেল ভেনাস
লিওনার্দো ডিক্যাপ্রিও উইলিয়াম বিলি কস্টিগ্যান জুনিয়র দ্য ডিপার্টেড
লিওনার্দো ডিক্যাপ্রিও ড্যানি আর্চার ব্লাড ডায়মন্ড
২০০৭ ড্যানিয়েল ডে-লুইস ড্যানিয়েল প্লেইনভিউ দেয়ার উইল বি ব্লাড [৬৬]
জর্জ ক্লুনি মাইকেল ক্লেটন মাইকেল ক্লেটন
জেমস ম্যাকঅ্যাভয় রবি টার্নার অ্যাটোনমেন্ট
ডেনজেল ওয়াশিংটন ফ্রাঙ্ক লুকাস আমেরিকান গ্যাংস্টার
ভিগো মর্টনসন নিকোলাই লুঝিন ইস্টার্ন প্রমিজেস
২০০৮ মিকি রুর্ক র‍্যান্ডি রবিনসন দ্য রেসলার [৬৭]
ফ্র্যাঙ্ক ল্যানজেলা রিচার্ড নিক্সন ফ্রস্ট/নিক্সন
ব্র্যাড পিট বেঞ্জামিন বাটন দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
মিকি রুর্ক র‍্যান্ডি "দ্য র‍্যাম" রবিনসন দ্য রেসলার
শন পেন হার্ভি মিল্ক মিল্ক
২০০৯ জেফ ব্রিজেস অটিস "ব্যাড" ব্লেক ক্রেজি হার্ট [৬৮]
কলিন ফার্থ জর্জ ফ্যালকনার আ সিঙ্গল ম্যান
জর্জ ক্লুনি রায়ান বিংহাম আপ ইন দি এয়ার
টোবি ম্যাগুইয়ার এসএফসি উইলিয়াম জেমস ব্রাদার্স
মরগান ফ্রিম্যান নেলসন ম্যান্ডেলা ইনভিক্টাস

২০১০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
২০১০ কলিন ফার্থ ষষ্ঠ জর্জ দ্য কিংস স্পিচ [৬৯]
জেমস ফ্র্যাঙ্কো অ্যারন র‍্যালস্টন ১২৭ আওয়ারস
জেসি আইজেনবার্গ মার্ক জুকারবার্গ দ্য সোশ্যাল নেটওয়ার্ক
মার্ক ওয়ালবার্গ মিকি ওয়ার্ড দ্য ফাইটার
রায়ান গসলিং ডিন পেরেইরা ব্লু ভ্যালেন্টাইন
২০১১ জর্জ ক্লুনি ম্যাট কিং দ্য ডিসেন্ড্যান্টস্‌ [৭০]
ব্র্যাড পিট বিলি বিন মানিবল
মাইকেল ফাসবেন্ডার ব্র্যান্ডন সুলিভান শেম
রায়ান গসলিং স্টিভেন মেয়ার্স দি আইডিজ অব মার্চ
লিওনার্দো ডিক্যাপ্রিও জে. এডগার হুভার জে. এডগার
২০১২ ড্যানিয়েল ডে-লুইস আব্রাহাম লিংকন লিংকন [৭১]
ডেনজেল ওয়াশিংটন উইলিয়াম "হুইপ" হুইটেকার সিনিয়র ফ্লাইট
জন হকস মার্ক ওব্রায়েন দ্য সেশনস
রিচার্ড গিয়ার রবার্ট মিলার আর্বিট্রেজ
হোয়াকিন ফিনিক্স ফ্রেডি কোয়েল দ্য মাস্টার
২০১৩ ম্যাথু ম্যাকনাহে রন উডরুফ ডালাস বায়ার্স ক্লাব [৭২]
ইদ্রিস এলবা নেলসন ম্যান্ডেলা ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম
চুয়াটেল এজিওফর সলোমন নর্থাপ টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
টম হ্যাঙ্কস ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস ক্যাপ্টেন ফিলিপস
রবার্ট রেডফোর্ড আউয়ার ম্যান অল ইজ লস্ট
২০১৪ এডি রেডমেইন স্টিভেন হকিন্স দ্য থিওরি অব এভরিথিং [৭৩]
ডেভিড ওয়েলোউ মার্টিন লুথার কিং জুনিয়র সেলমা
জেক ইলেনহল লুইস "লু" ব্লুম নাইটক্রলার
বেনেডিক্ট কাম্বারব্যাচ অ্যালান টুরিং দ্য ইমিটেশন গেম
স্টিভ কারেল জন ডু পন্ট ফক্সক্যাচার
২০১৫ লিওনার্দো ডিক্যাপ্রিও হিউ গ্লাস দ্য রেভেন্যান্ট [৭৪]
উইল স্মিথ ডক্টর বেনেট ওমালু কনকিউশন
এডি রেডমেইন লিলি এলবি দ্য ডেনিশ গার্ল
ব্রায়ান ক্র্যানস্টন ডাল্টন ট্রাম্বো ট্রাম্বো
মাইকেল ফাসবেন্ডার স্টিভ জবস স্টিভ জবস
২০১৬ কেসি অ্যাফ্লেক লি চ্যান্ডলার ম্যানচেস্টার বাই দ্য সী [৭৫]
অ্যান্ড্রু গারফিল্ড ডেসমন্ড ডস হ্যাকসো রিজ
জোয়েল এজার্টন রিচার্ড লাভিং লাভিং
ডেনজেল ওয়াশিংটন ট্রয় ম্যাক্সসন ফেন্সেস
ভিগো মর্টনসন বেন ক্যাশ ক্যাপ্টেন ফ্যান্ট্যাস্টিক
২০১৭ গ্যারি ওল্ডম্যান উইনস্টন চার্চিল ডার্কেস্ট আওয়ার [৭৬]
ডেনজেল ওয়াশিংটন রোমান জে. ইসরায়েল রোমান জে. ইসরায়েল, এস্কোয়ার
টম হ্যাঙ্কস বেন ব্র্যাডলি দ্য পোস্ট
ড্যানিয়েল ডে-লুইস রেনল্ডস উডকক ফ্যান্টম থ্রেড
টিমাথি শালামে এলিও পার্লম্যান কল মি বাই ইওর নেম
২০১৮ রামি মালেক ফ্রেডি মার্কারি বোহিমিয়ান র‌্যাপসোডি‎ [৭৭]
উইলেম ডাফো ভিনসেন্ট ভ্যান গখ অ্যাট ইটার্নিটিস গেট
জন ডেভিড ওয়াশিংটন রন স্টলওয়ার্থ ব্ল্যাকক্লান্সম্যান
ব্র্যাডলি কুপার জ্যাকসন মেইন আ স্টার ইজ বর্ন
লুকাস হেজেস জ্যারেড ইমনস বয় ইরেজড
২০১৯ হোয়াকিন ফিনিক্স আর্থার ফ্লেক জোকার [৭৮]
আন্তোনিও বান্দেরাস সালভাদোর মালো পেইন অ্যান্ড গ্লোরি
অ্যাডাম ড্রাইভার চার্লি বারবার ম্যারিজ স্টোরি
ক্রিশ্চিয়ান বেল কেন মিলস ফোর্ড ভার্সাস ফেরারি
জনাথন প্রাইস কার্ডিনাল ইয়োর্গ মারিও বের্গোগ্লিও দ্য টু পোপস

২০২০-এর দশক

[সম্পাদনা]
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
২০২০ চ্যাডউইক বোজম্যান (মরণোত্তর) লিভি গ্রিন মা রেইনিস ব্ল্যাক বটম [৭৯]
অ্যান্থনি হপকিন্স অ্যান্থনি দ্য ফাদার
গ্যারি ওল্ডম্যান হারমান জে. ম্যাংকাভিৎস ম্যাংক
তাহার রহিম মোহামেদু ওউলদ সালাহি দ্য মৌরিতানিয়ান
রিজ আহমেদ রুবেন স্টোন সাউন্ড অব মেটাল
২০২১ উইল স্মিথ রিচার্ড উইলিয়ামস কিং রিচার্ড [৮০]
ডেনজেল ওয়াশিংটন লর্ড ম্যাকবেথ দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ
বেনেডিক্ট কাম্বারব্যাচ ফিল বারব্যাঙ্ক দ্য পাওয়ার অব দ্য ডগ
মাহারশালা আলি ক্যামেরন টার্নার সোয়ান সং
হাভিয়ের বারদেম ডেসি আরনাজ বিয়িং দ্য রিকার্ডোস
২০২২ অস্টিন বাটলার এলভিস প্রেসলি এলভিস [৮১]
জেরেমি পোপ এলিস ফ্রেঞ্চ দি ইনস্পেকশন
বিল নাই মিস্টার উইলিয়ামস লিভিং
ব্রেন্ডান ফ্রেজার চার্লি দ্য হোয়েল
হিউ জ্যাকম্যান পিটার মিলার দ্য সন
২০২৩ কিলিয়ান মার্ফি জে. রবার্ট অপেনহাইমার অপেনহাইমার [৮২]
অ্যান্ড্রু স্কট অ্যাডাম অল অব আস স্ট্রেঞ্জার্স
কলম্যান ডমিঙ্গো বায়ার্ড রাস্টিন রাস্টিন
ব্যারি কিয়োগান অলিভার কুইক সল্টবার্ন
ব্র্যাডলি কুপার লিওনার্ড বার্নস্টাইন মায়েস্ত্রো
লিওনার্দো ডিক্যাপ্রিও আর্নেস্ট বার্কহার্ট কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন

একাধিকবার বিজয়ী

[সম্পাদনা]

একাধিকবার মনোনীত

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. নর্ডিক, কিমবার্লি (৭ জানুয়ারি ২০২৪)। "Golden Globes: Winners List"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  2. "Winners & Nominees 1944"গোল্ডেন গ্লোব। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  3. "Winners & Nominees 1945"গোল্ডেন গ্লোব। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  4. "Winners & Nominees 1946"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  5. "Winners & Nominees 1947"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  6. "Winners & Nominees 1948"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  7. "Winners & Nominees 1949"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  8. "Winners & Nominees 1950"গোল্ডেন গ্লোব। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  9. "Winners & Nominees 1951"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  10. "Winners & Nominees 1952"গোল্ডেন গ্লোব। ১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  11. "Winners & Nominees 1953"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  12. "Winners & Nominees 1954"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  13. "Winners & Nominees 1955"গোল্ডেন গ্লোব। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  14. "Winners & Nominees 1956"গোল্ডেন গ্লোব। ২৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  15. "Winners & Nominees 1957"গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  16. "Winners & Nominees 1958"গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  17. "Winners & Nominees 1959"গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  18. "Winners & Nominees 1960"গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  19. "Winners & Nominees 1961"গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  20. "Winners & Nominees 1962"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  21. "Winners & Nominees 1963"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  22. "Winners & Nominees 1964"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  23. "Winners & Nominees 1965"গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  24. "Winners & Nominees 1966"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  25. "Winners & Nominees 1967"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  26. "Winners & Nominees 1968"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  27. "Winners & Nominees 1969"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  28. "Winners & Nominees 1970"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  29. "Winners & Nominees 1971"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  30. "Winners & Nominees 1972"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  31. "Winners & Nominees 1973"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  32. "Winners & Nominees 1974"গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  33. "Winners & Nominees 1975"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  34. "Winners & Nominees 1976"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  35. "Winners & Nominees 1977"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  36. "Winners & Nominees 1978"গোল্ডেন গ্লোব। ৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  37. "Winners & Nominees 1979"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  38. "Winners & Nominees 1980"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  39. "Winners & Nominees 1981"গোল্ডেন গ্লোব। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  40. "Winners & Nominees 1982"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  41. "Winners & Nominees 1983"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  42. "Winners & Nominees 1984"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  43. "Winners & Nominees 1985"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  44. "Winners & Nominees 1986"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  45. "Winners & Nominees 1987"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  46. "Winners & Nominees 1988"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  47. "Winners & Nominees 1989"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  48. "Winners & Nominees 1990"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  49. "Winners & Nominees 1991"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  50. "Winners & Nominees 1992"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  51. "Winners & Nominees 1993"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  52. "Winners & Nominees 1994"গোল্ডেন গ্লোব। ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  53. "Winners & Nominees 1995"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  54. "Winners & Nominees 1996"গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  55. "Winners & Nominees 1997"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  56. "Winners & Nominees 1998"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  57. "Winners & Nominees 1999"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  58. "Winners & Nominees 2000"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  59. "Winners & Nominees 2001"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  60. "Winners & Nominees 2002"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  61. "Winners & Nominees 2003"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  62. "Winners & Nominees 2004"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  63. "Winners & Nominees 2005"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  64. "Winners & Nominees 2006"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  65. "Winners & Nominees 2007"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  66. "Winners & Nominees 2008"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  67. "Winners & Nominees 2009"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  68. "Winners & Nominees 2010"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  69. "Winners & Nominees 2011"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  70. "Winners & Nominees 20112"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  71. "Winners & Nominees 2013"গোল্ডেন গ্লোব। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  72. "Winners & Nominees 2014"গোল্ডেন গ্লোব। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  73. "Winners & Nominees 201"গোল্ডেন গ্লোব। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  74. "Winners & Nominees 2016"গোল্ডেন গ্লোব। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  75. "Winners & Nominees 2017"গোল্ডেন গ্লোব। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  76. "Winners & Nominees 2018"গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  77. "Winners & Nominees 2019"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  78. "Winners & Nominees 2020"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  79. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 
  80. "Winners & Nominees 2022"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ 
  81. "Winners & Nominees 2023"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 
  82. মেয়ার্স, মেলিসা (৮ জানুয়ারি ২০২৪)। "THE 81ST GOLDEN GLOBE AWARDS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2023 PRESS RELEASE"গোল্ডেন গ্লোবস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]