দেয়ার উইল বি ব্লাড
দেয়ার উইল বি ব্লাড | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
There Will Be Blood | |
পরিচালক | পল টমাস অ্যান্ডারসন |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | পল টমাস অ্যান্ডারসন |
উৎস | আপটন সিনক্লেয়ার কর্তৃক অয়েল! |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | জনি গ্রিনউড |
চিত্রগ্রাহক | রবার্ট এলসউইথ |
সম্পাদক | ডিলান টিচেনর |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক |
|
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২৫ মিলিয়ন[১] |
আয় | $৭৬.২ মিলিয়ন[১] |
দেয়ার উইল বি ব্লাড (ইংরেজি: There Will Be Blood) হল পল টমাস অ্যান্ডারসন রচিত ও পরিচালিত ২০০৭ সালের মার্কিন মহাকাব্যিক নাট্যধর্মী চলচ্চিত্র। এটি আপটন সিনক্লেয়ারের অয়েল! উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত।[২] এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল ডে-লুইস, যাকে উনবিংশ শতাব্দীর শেষভাগে ও বিংশ শতাব্দীর শুরুতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তেলের খনির উত্থানকালে রূপার খনির শ্রমিক যিনি পরবর্তী কালে তেলের খনির প্রধান হয়ে ওঠা ড্যানিয়েল প্লেইনভিউ চরিত্রে দেখা যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেন পল ড্যানো, কেভিন জে. ওকনর, সিয়ারান হিন্ডস, ও ডিলন ফ্রেজিয়ার।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ঘুলার্ডি ফিল্ম কোম্পানি এবং পরিবেশনা করেছে প্যারামাউন্ট ভ্যানটেজ ও মিরাম্যাক্স ফিল্মস। এটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং সেখানে এটি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে রৌপ্য ভল্লুক অর্জন করে ও জনি গ্রিনউড তার সুরায়োজনের জন্য বিশেষ শৈল্পিক অবদানের পুরস্কার লাভ করে। চলচ্চিত্রটি ২৫ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে বিশ্বব্যাপী ৭৬.২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
কুশীলব[সম্পাদনা]
- ড্যানিয়েল ডে-লুইস - ড্যানিয়েল প্লেইনভিউ
- পল ড্যানো - পল সানডে ও ইলাই সানডে
- কেভিন জে. ওকনর - হেনরি
- সিয়ারান হিন্ডস - ফ্লেচার হ্যামিলটন
- ডিলন ফ্রেজিয়ার - কিশোর এইচ. ডব্লিউ. প্লেইনভিউ
- রাসেল হার্ভার্ড - বয়োপ্রাপ্ত এইচ. ডব্লিউ. প্লেইনভিউ
- সিডনি ম্যাক্যালিস্টার - কিশোরী ম্যারি সানডে
- কলিন ফয় - বয়োপ্রাপ্ত ম্যারি সানডে
- ডেভিড উইলিস - অ্যাবেল সানডে
- হান্স হাওয়েস - উইলিয়াম ব্যান্ডি
- পল এফ. টমকিন্স - প্রেসকট
- জিম ডাউনি - অ্যাল রোজ
- ডেভিড ওয়ারশোভ্স্কি - এইচ. এম. টিলফোর্ড
- ব্যারি ডেল শেরম্যান - এইচ. বি. এইলম্যান
সমালোচনামূলক প্রতিক্রিয়া[সম্পাদনা]
পর্যালোচনা সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোসে ২২৬ সমালোচকের পর্যালোচনার ভিত্তিতে ৮.৪২/১০ গড় রেটিং নিয়ে চলচ্চিত্রটির রেটিং স্কোর ৯১%। ওয়েবসাইটের পরিসংখ্যানে বলা হয়, "শ্রেষ্ঠকর্ম হিসেবে ব্যাপকভাবে প্রশংশিত, পুঁজিবাদের আড়ালে ঢেকে যাওয়া বীরদের নিয়ে এই বিরল ও অসম মহাকাব্য ড্যানিয়েল ডে-লুইস ও পল ড্যানোর অসামান্য অভিনয় দিয়ে অহংকার করতে পারে, এবং এটি এখন পর্যন্ত পল টমাস অ্যান্ডারসনের শ্রেষ্ঠ কর্ম।"[৩] মেটাক্রিটিকে ৪২টি পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির গড় স্কোর ৯৩/১০০, যা "বিশ্বব্যাপী সমাদৃত" বলে উল্লেখিত।[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "There Will Be Blood (2007)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "There Will Be Blood (2007)" (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ১৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "There Will Be Blood"। রটেন টম্যাটোস। ফ্লিক্সস্টার। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "There Will Be Blood"। মেটাক্রিটিক। সিবিএস ইন্টার্যাক্টিভ। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে: There Will Be Blood |
![]() |
উইকিমিডিয়া কমন্সে দেয়ার উইল বি ব্লাড সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- অলমুভিতে There Will Be Blood (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে There Will Be Blood (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে There Will Be Blood (ইংরেজি)
- মেটাক্রিটিকে There Will Be Blood (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দেয়ার উইল বি ব্লাড (ইংরেজি)
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০০৭-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- ২০০০-এর দশকের মহাকাব্যিক চলচ্চিত্র
- ১৮৯৮-এর পটভূমিতে চলচ্চিত্র
- ১৯০২-এর পটভূমিতে চলচ্চিত্র
- ১৯১১-এর পটভূমিতে চলচ্চিত্র
- ১৯২৭-এর পটভূমিতে চলচ্চিত্র
- ক্যালিফোর্নিয়ার পটভূমিতে চলচ্চিত্র
- নিউ মেক্সিকোর পটভূমিতে চলচ্চিত্র
- টেক্সাসে ধারণকৃত চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন নাট্য চলচ্চিত্র
- মার্কিন মহাকাব্যিক চলচ্চিত্র
- মার্কিন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- আপটন সিনক্লেয়ারের সাহিত্যকর্ম অবলম্বনে চলচ্চিত্র
- পল টমাস অ্যান্ডারসন পরিচালিত চলচ্চিত্র
- মিরাম্যাক্সের চলচ্চিত্র