পল লুকাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পল লুকাস
Paul Lukas
দ্য ক্যাসিনো মার্ডার কেস (১৯৩৫) ছবিতে লুকাস
জন্ম
পাল লুকাস

(১৮৯৪-০৫-২৬)২৬ মে ১৮৯৪
মৃত্যু১৫ আগস্ট ১৯৭১(1971-08-15) (বয়স ৭৭)
তানজিয়ার, মরক্কো
সমাধিবেনালমাদেনা সমাধি, আন্দালুসিয়া, স্পেন
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯১৬-১৯৭০
দাম্পত্য সঙ্গীগিজেলা "ডেইজি" বেন্স
(বি. ১৯২৭; মৃ. ১৯৬২)

অ্যানেট এম. ড্রিসেন্স
(বি. ১৯৬৩; মৃ. ১৯৭১)

পল লুকাস (ইংরেজি: Paul Lukas; জন্ম: পাল লুকাস, ২৬ মে ১৮৯৪ - ১৫ আগস্ট ১৯৭১)[১] ছিলেন একজন হাঙ্গেরিতে জন্মগ্রহণকারী মার্কিন অভিনেতা। তিনি ওয়াচ অন দ্য রাইন (১৯৪৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারসেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[২] তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ভূমিকাসমূহ হল লিটল উইমেন (১৯৩৩)-এ প্রফেসর বেয়ার, দ্য ক্যাসিনো মার্ডার কেস (১৯৩৫)-এ গোয়েন্দা ফিল ভ্যান্স, দ্য থ্রি মাস্কেটিয়ার্স (১৯৩৫)-এ অ্যাথোস, ডড্‌সওয়ার্থ (১৯৩৬)-এ আর্নল্ড ইসেলিন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল দ্য চ্যালেঞ্জ (১৯৭০)।

জীবনী[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লুকাস ১৮৯৪ সালের ২৬শে মে অস্ট্রিয়া-হাঙ্গেরির বুদাপেস্টে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন।[৩][৪] তার পিতা আডলফ মুনকাসি এবং মাতা মারিয়া শ্নেকেনডর্ফ। পরবর্তী কালে ইয়ানোস লুকাস ও মারিয়া জিলাহি তাকে দত্তক নেন। ইয়ানোস একটি বিজ্ঞাপন সংস্থার নির্বাহী ছিলেন।[৫][৬]

লুকাস ১৯১৩ সালে অস্ট্রিয়া-হাঙ্গেরীয় সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে কাজের পর তিনি বৈমানিক হিসেবে যোগ দেন এবং আঘাতপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে যান। তিনি সৈন্যদের জন্য বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় শুরু করেন এবং ১৯১৫ সালে এই কাজ ত্যাগ করে হাঙ্গেরীয় একাডেমি অব অ্যাক্টিংয়ে অধ্যয়ন করেন। ১৯১৬ সালে বুদাপেস্টে ন্যাশলান থিয়েটার ট্রুপের একটি নাটকে কাজের মধ্য দিয়ে মঞ্চ অভিনয় শুরু করেন। দুই বছর পর তিনি বুদাপেস্টের কমেডি থিয়েটারে চলে যান এবং সেখানে টানা নয় বছর উইলিয়াম শেকসপিয়র, আন্তন চেখভ, জর্জ বার্নার্ড শ', অস্কার ওয়াইল্ড ও মলিয়েরের নাটকে অভিনয় করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Paul Lukas - Actors and Actresses - Films as Actor:, Publications"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Paul Lukas"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. ব্রোড, ডি. (২০০৯)। Multiculturalism and the Mouse: Race and Sex in Disney Entertainment। টেক্সাস বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১০৩। আইএসবিএন 9780292783300। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. Journal of Reform Judaism৩৫। সেন্ট্রাল কনফারেন্স অব আমেরিকান র‍্যাবাইস। ১৯৮৮। আইএসএসএন 0149-712X। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. Current Biography Yearbook। এইচ. ডব্লিউ. উইলসন কোম্পানি। ১৯৪২। আইএসএসএন 0084-9499। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. "Marriage entry, Budapest 7th district, 26 March 1918"। ফ্যামিলি সার্চ। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  7. "Paul Lukas, 1943 Oscar Winner, Dies"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ১৯৭১। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]