লিংকন (চলচ্চিত্র)
লিংকন | |
---|---|
![]() | |
Lincoln | |
পরিচালক | স্টিভেন স্পিলবার্গ |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | টনি কুশনার |
উৎস | ডরিস কেয়ার্নস গুডউইন কর্তৃক টিম অব রাইভালস: দ্য পলিটিক্যাল জিনিয়াস অব আব্রাহাম লিংকন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জন উইলিয়ামস |
চিত্রগ্রাহক | ইয়ানুস কামিনস্কি |
সম্পাদক | মাইকেল কান |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫০ মিনিট[২] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র ভারত[৩] |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৬৫ মিলিয়ন[৪] |
আয় | $২৭৫.৩ মিলিয়ন[৫] |
লিংকন হল স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ২০১২ সালের ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। এতে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল ডে-লুইস এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেন স্যালি ফিল্ড, ডেভিড স্ট্রাথেয়ার্ন, জোসেফ গর্ডন-লেভিট, জেমস স্পেডার, হ্যাল হলব্রুক, ও টমি লি জোন্স।
চিত্রনাট্যটি ডরিস কেয়ার্নস গুডউইনের জীবনীমূলক টিম অব রাইভালস: দ্য পলিটিক্যাল জিনিয়াস অব আব্রাহাম লিংকন-এর ছায়া অবলম্বনে রচনা করেছেন টনি কুশনার।
কুশীলব[সম্পাদনা]
- লিংকনের গৃহ
- ড্যানিয়েল ডে-লুইস - মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন
- স্যালি ফিল্ড ফার্স্ট লেডি ম্যারি টড লিংকন
- গ্লোরিয়া রোবেন - এলিজাবেথ কেকলি
- জোসেফ গর্ডন-লেভিট - রবার্ট টড লিংকন
- গালিভার ম্যাকগ্রা - ট্যাড লিংকন
- স্টিভেন হেন্ডারসন - লিঙ্কনের ভ্যালেট উইলিয়াম স্লেড
- এলিজাবেথ মার্ভেল - মিসেস জলি
- বিল ক্যাম্প - মিস্টার জলি
- ড্যানি ডাভিটো - মিস্টার ডোনাহিউ
- ইউনিয়ন আর্মি
- অ্যাডাম ড্রাইভার - স্যামুয়েল বেকউইথ
- জ্যারেড হ্যারিস - লেফটেন্যান্ট জেনারেল উইলিসেস এস. গ্র্যান্ট
- অ্যাসা-লুক টোক্রো - লেফটেন্যান্ট কর্নেল এলি এস. পার্কার
- কলম্যান ডমিঙ্গো - প্রাইভেট হ্যারল্ড গ্রিন
- ডেভিড ওয়েলোয়ো - করপোরাল ইরা ক্লার্ক
- লুকাস হাস - প্রথম শ্বেতাঙ্গ সৈন্য
- ডেন ডাহান - দ্বিতীয় শ্বেতাঙ্গ সৈন্য
- হোয়াইট হাউজ
- ডেভিড স্ট্রাথেয়ার্ন - স্বরাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ. সিওয়ার্ড
- ব্রুস ম্যাকগিল - যুদ্ধমন্ত্রী এডউইন এম. স্ট্যান্টন
- জোসেফ ক্রস - মেজর জন হে, লিংকনের সামরিক সচিব
- জেরেমি স্ট্রং - জন জর্জ নিকোলাই, লিংকনের ব্যক্তিগত সচিব
- গ্রেইঞ্জার হাইন্স - নৌমন্ত্রী গিডিয়ন ওয়েলস
- রিচার্ড টোপল - অ্যাটর্নি জেনারেল জেমস স্পিড
- ড্যাকিন ম্যাথুস - জন পালমার উশনার
- ওয়াল্ট স্মিথ - উইলিয়াম পি. ফেসেন্ডেন
- জেমস ইক এইচলিং - পোস্টমাস্টার জেনারেল উইলিয়াম ডেনিসন
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Disney Dates Steven Spielberg's Lincoln Into Awards-Season Fray"। জুলাই ১৮, ২০১২।
- ↑ "LINCOLN (12A)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। নভেম্বর ২৮, ২০১২। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;bfi
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ম্যাক্লিনটক, পামেলা (১৭ অক্টোবর ২০১৩)। "DreamWorks' Stacey Snider Reveals How Studio Slimmed Down to Stay Alive"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Lincoln (2012)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিউক্তিতে Lincoln (2012 film) সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Lincoln (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে Lincoln
- অলমুভিতে Lincoln (ইংরেজি)
- রটেন টম্যাটোসে Lincoln (ইংরেজি)
- মেটাক্রিটিকে Lincoln (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে Lincoln (ইংরেজি)
- Lincoln Learning Hub[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] at Disney.com
- Official production notes
বিষয়শ্রেণীসমূহ:
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১২-এর চলচ্চিত্র
- ২০১০-এর দশকের জীবনীমূলক চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন জীবনীমূলক চলচ্চিত্র
- স্টিভেন স্পিলবার্গ পরিচালিত চলচ্চিত্র
- স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত চলচ্চিত্র
- জন উইলিয়ামস সুরারোপিত চলচ্চিত্র
- মার্কিন রাজনৈতিক নাট্য চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে নাট্য চলচ্চিত্র
- ড্রিমওয়ার্কস পিকচার্সের চলচ্চিত্র
- ক্যাথলিন কেনেডি প্রযোজিত চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে রাজনৈতিক চলচ্চিত্র
- টনি কুশনার কর্তৃক চিত্রনাট্য
- দ্য কেনেডি/মার্শাল কোম্পানির চলচ্চিত্র
- মার্কিন আদালতের চলচ্চিত্র
- হোয়াইট হাউসের পটভূমিতে চলচ্চিত্র
- ওয়াশিংটন, ডি.সি.র পটভূমিতে চলচ্চিত্র
- মার্কিন জীবনীমূলক নাট্য চলচ্চিত্র