বিষয়বস্তুতে চলুন

অস্কার ভের্নার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্কার ভের্নার
জন্ম
অস্কার ইয়োসেফ বিশিয়েসমেয়ার

(১৯২২-১১-১৩)১৩ নভেম্বর ১৯২২
মৃত্যু২৩ অক্টোবর ১৯৮৪(1984-10-23) (বয়স ৬১)
মারবুর্গ আন ডার লান, হেস, পশ্চিম জার্মানি
সমাধিট্রাইসেন, লিশটেনস্টাইন
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৩৯-৮৪
দাম্পত্য সঙ্গীএলিজাবেথ কালিনা (বি. ১৯৪৪; বিচ্ছেদ. ১৯৫২)
অ্যান পাওয়ার (বি. ১৯৫৪; বিচ্ছেদ. ১৯৬৮)
সন্তান

অস্কার ভের্নার (Oskar Werner; জন্ম: অস্কার ইয়োসেফ বিশিয়েসমেয়ার, ১৩ নভেম্বর ১৯২২ - ২৩ অক্টোবর ১৯৮৪)[] ছিলেন একজন অস্ট্রীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ডশিপ অব ফুলস্‌ (১৯৬৫) ছবিতে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, প্রথম কাজটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় কাজটির শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তী কালে ভয়েজ অব দ্য ডেমড (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয় করে তিনি অপর একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[] তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ডিসিশন বিফোর ডন (১৯৫১), জুলস অ্যান্ড জিম (১৯৬২), ফারেনহাইট ফোর ফিফটি ওয়ান (১৯৬৬), এবং দ্য শুজ অব দ্য ফিশারম্যান (১৯৬৮)।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ক্রেবস, অ্যালবিন (২৪ অক্টোবর ১৯৮৪)। "Oskar Werner, Actor, Dies; Acclaimed for 'Ship of Fools'"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Oskar Werner"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]