অস্কার ভের্নার
অস্কার ভের্নার | |
---|---|
জন্ম | অস্কার ইয়োসেফ বিশিয়েসমেয়ার ১৩ নভেম্বর ১৯২২ |
মৃত্যু | ২৩ অক্টোবর ১৯৮৪ মারবুর্গ আন ডার লান, হেস, পশ্চিম জার্মানি | (বয়স ৬১)
সমাধি | ট্রাইসেন, লিশটেনস্টাইন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৩৯-৮৪ |
দাম্পত্য সঙ্গী | এলিজাবেথ কালিনা (বি. ১৯৪৪; বিচ্ছেদ. ১৯৫২) অ্যান পাওয়ার (বি. ১৯৫৪; বিচ্ছেদ. ১৯৬৮) |
সন্তান | ১ |
অস্কার ভের্নার (Oskar Werner; জন্ম: অস্কার ইয়োসেফ বিশিয়েসমেয়ার, ১৩ নভেম্বর ১৯২২ - ২৩ অক্টোবর ১৯৮৪)[১] ছিলেন একজন অস্ট্রীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড ও শিপ অব ফুলস্ (১৯৬৫) ছবিতে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, প্রথম কাজটির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় কাজটির শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তী কালে ভয়েজ অব দ্য ডেমড (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয় করে তিনি অপর একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ডিসিশন বিফোর ডন (১৯৫১), জুলস অ্যান্ড জিম (১৯৬২), ফারেনহাইট ফোর ফিফটি ওয়ান (১৯৬৬), এবং দ্য শুজ অব দ্য ফিশারম্যান (১৯৬৮)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক্রেবস, অ্যালবিন (২৪ অক্টোবর ১৯৮৪)। "Oskar Werner, Actor, Dies; Acclaimed for 'Ship of Fools'"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Oskar Werner"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে অস্কার ভের্নার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অস্কার ভের্নার (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে অস্কার ভের্নার (ইংরেজি)
- ১৯২২-এ জন্ম
- ১৯৮৪-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর অস্ট্রীয় অভিনেতা
- অস্ট্রীয় চলচ্চিত্র অভিনেতা
- অস্ট্রীয় টেলিভিশন অভিনেতা
- অস্ট্রীয় মঞ্চ অভিনেতা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান সামরিক কর্মকর্তা
- ভিয়েনার অভিনেতা
- লিশটেনস্টাইনে অস্ট্রীয় প্রবাসী
- জার্মানিতে রোগ সংক্রান্ত মৃত্যু
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী
- অস্ট্রীয় শান্তিবাদী