শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা পরিচালক - চলচ্চিত্র | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: ক্লোই চাও | |
বিবরণ | চলচ্চিত্রের সেরা পরিচালক |
অবস্থান | যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ১৯৪৪ (১৯৪৩-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২১ (২০২০-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | ক্লোই চাও (নোম্যাডল্যান্ড (২০২০)) |
ওয়েবসাইট | goldenglobes |
সেরা চলচ্চিত্র পরিচালকের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চলচ্চিত্র পরিচালককে প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।
এলিয়া কাজান এই পুরস্কারের সর্বোচ্চ গ্রাহক। তিনি তার চারটি মনোনয়নের চারটি পুরস্কার জিতেছেন। বিলি ওয়াইল্ডার, ডেভিড লিন, মিলশ ফরমান, মার্টিন স্কোরসেজি, ক্লিন্ট ইস্টউড, ও অলিভার স্টোন তিনবার করে এই পুরস্কার লাভ করেছেন। স্টিভেন স্পিলবার্গ সর্বোচ্চ ১১ বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং দুইবার এই পুরস্কার লাভ করেন। বারবারা স্ট্রাইস্যান্ড এই পুরস্কার বিজয়ী একমাত্র নারী পরিচালক। এই বিভাগে সবচেয়ে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী ক্লোই চাও নোম্যাডল্যান্ড (২০২০) চলচ্চিত্র পরিচালনার জন্য এই পুরস্কার লাভ করেন।[১]
বিজয়ী ও মনোনীতদের তালিকা[সম্পাদনা]

ফ্রাঙ্ক ক্যাপ্রা ইট্স আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬), মি. ডিড্স গোস টু টাউন, এবং ইউ কান্ট টেক ইট উইথ ইউ চলচ্চিত্রের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।
এলিয়া কাজান জেন্টলম্যান্স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭), অন দ্য ওয়াটারফ্রন্ট (১৯৫৪), বেবি ডল (১৯৫৬), এবং আমেরিকা আমেরিকা (১৯৬৩)-এর জন্য চারবার এই পুরস্কার লাভ করেন।

ফ্রেড জিনেমান ফ্রম হিয়ার টু ইটার্নিটি (১৯৫৩), এবং আ ম্যান ফর অল সিজন্স (১৯৬৬) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন।

ডেভিড লিন দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই (১৯৫৭), লরেন্স অব অ্যারাবিয়া (১৯৬২), এবং ডক্টর ঝিভাগো (১৯৬৫)-এর জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।

স্যাম মেন্ডেজ অ্যামেরিকান বিউটি (১৯৯৯), এবং নাইনটিন সেভেনটিন (২০১৯)-এর জন্য দুইবার এই পুরস্কার লাভ করেন।
১৯৪০-এর দশক[সম্পাদনা]
১৯৫০-এর দশক[সম্পাদনা]
১৯৬০-এর দশক[সম্পাদনা]
১৯৭০-এর দশক[সম্পাদনা]
১৯৮০-এর দশক[সম্পাদনা]
১৯৯০-এর দশক[সম্পাদনা]
২০০০-এর দশক[সম্পাদনা]
২০১০-এর দশক[সম্পাদনা]
২০১০-এর দশক[সম্পাদনা]
বছর | চলচ্চিত্র | পরিচালক | তথ্যসূত্র |
---|---|---|---|
২০২০ | ক্লোই চাও | নোম্যাডল্যান্ড | [২২] |
অ্যারন সর্কিন | দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন | ||
এমারেল্ড ফেনেল | প্রমিসিং ইয়াং ওম্যান | ||
ডেভিড ফিঞ্চার | ম্যাংক | ||
রেজিনা কিং | ওয়ান নাইট ইন মায়ামি |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Golden Globe Awards 2021: Nomadland and Borat win top awards"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১।
- ↑ "Winners & Nominees 2001"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2002"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2003"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2004"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2005"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2006"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2007"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2008"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2009"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2010"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2011"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 20112"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2013"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2014"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 201"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2016"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2017"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2018"। গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।
- ↑ "Winners & Nominees 2019"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "Winners & Nominees 2020"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Winners & Nominees 2021"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১।