বিষয়বস্তুতে চলুন

ব্যারি কিয়োগান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যারি কিয়োগান
ইংরেজি: Barry Keoghan
২০২০ সালে কিয়োগান
জন্ম (1992-10-18) ১৮ অক্টোবর ১৯৯২ (বয়স ৩১)
পেশাঅভিনেতা
কর্মজীবন২০১১-বর্তমান
সঙ্গীঅ্যালিসন কিয়ারান্স
সন্তান

ব্যারি কিয়োগান (ইংরেজি: Barry Keoghan; /ˈkjɡən/ KYOH-gən;[] জন্ম: ১৮ অক্টোবর ১৯৯২) একজন আইরিশ অভিনেতা। তিনি পর্দায় স্বাধীন চলচ্চিত্র এবং ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। ২০২০ সালে দি আইরিশ টাইমস-এর করা আয়ারল্যান্ডের সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী তালিকায় তার অবস্থান ছিল ২৭তম।[]

তার শুরুর দিকের চলচ্চিত্রের মধ্যে রয়েছে সেভেন্টি ওয়ান (২০১৪), ম্যামাল (২০১৬) ও ট্রেসপাস অ্যাগেইন্‌স্ট আস (২০১৬)। তিনি ২০১৭ সালে ক্রিস্টোফার নোলানের ডানকার্কইয়োর্গস লান্থিমসের দ্য কিলিং অব আ স্যাক্রেড ডিয়ার চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার অর্জন করেন। তিনি আমেরিকান অ্যানিমেলস (২০১৮), কাম উইথ হর্সেস (২০১৯) ও দ্য গ্রিন নাইট (২০২১) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২১ সালে তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ইটার্নালস চলচ্চিত্রে ড্রুইগ চরিত্রে অভিনয় করেন। ২০২২ সালে তিনি মার্টিন মাকডনার দ্য ব্যানশিজ অব ইনিশেরিন চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি আরটিই'র নাটধর্মী ধারাবাহিক লাভ/হেট (২০১৩) ও এইচবিওর মিনি ধারাবাহিক চেরনোবিল (২০১৯)-এ অভিনয় করেন। কিয়োগান ডিওরব্যারেটসটাউন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত।[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কিয়োগান ১৯৯২ সালের ১৮ই অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনের সামারহিলে জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন।[] তার মাতা মাদকাসক্ত ছিলেন এবং তার যখন ১২ বছর বয়স তখন মৃত্যুবরণ করেন।[] তার ভাই এরিকের সাথে তিনি সাত বছর পালিত বাবা-মায়ের তদারকিতে ছিলেন। এরপর তাদের মাতামহী, খালা ও বড় বোন জেমা তাদের লালন পালন করেন।[][]

কৈশোরে কিয়োগান ডাবলিনের নর্থ রিচমন্ড স্ট্রিটে ওকনেল স্কুলে নাটকে অংশগ্রহণ করতেন কিন্তু গোলমাল করার কারণে নিষিদ্ধ হন।[][] তিনি পার্নেল স্ট্রিটের সিনেওয়ার্ল্ডে বন্ধুদের সাথে লুকিয়ে চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে চলচ্চিত্রের শিক্ষা অর্জন করেন, কিন্তু লুকিয়ে চলচ্চিত্র দেখার জন্য তাকে নিষিদ্ধ করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রে ডার্সি (২৩ মার্চ ২০১৬)। "Actor Barry Keoghan Joined Ray"দ্য রে ডার্সি শো (পডকাস্ট)। RTÉ Radio 1। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  2. ক্লার্ক, ডোনাল্ড; ব্র্যাডি, ট্যারা। "The 50 greatest Irish film actors of all time – in order"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  3. "Barry Keoghan goes from Love/Hate cat killer to toast of the Dior catwalk in Paris"আইরিশ ইন্ডিপেন্ডেন্ট। ২৪ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  4. ডাউন্স, ফিলিপ (১২ মার্চ ২০২২)। "Hollywood star Barry Keoghan announced as new Barretstown charity ambassador"এক্সট্রা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  5. মামফোর্ড, গুইলিন (৩ সেপ্টেম্বর ২০১৮)। "Barry Keoghan: 'You release your problems, playing another person'"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  6. বেরেসফোর্ড, জ্যাক (২৩ সেপ্টেম্বর ২০১৯)। "Barry Keoghan reveals he prays to his late mother for good luck before every big audition"আইরিশ পোস্ট। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  7. "Barry Keoghan's story of growing up in foster care is harrowing, but the strength he took from it is inspirational"জো। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  8. ফ্লেমিং, মিশেল (১৭ এপ্রিল ২০২২)। "Barry Keoghan: 'Fame is not my version of success. For me it's being happy and making sure everyone around me is too'"আইরিশ ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  9. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Whitington নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

[সম্পাদনা]