গ্যারি কুপার
গ্যারি কুপার | |
---|---|
Gary Cooper | |
জন্ম | ফ্রাঙ্ক জেমস কুপার ৭ মে ১৯০১ |
মৃত্যু | ১৩ মে ১৯৬১ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬০)
সমাধি | স্যাক্রেড হার্টস সিমেট্রি, সাউদাম্পটন, নিউ ইয়র্ক |
অন্যান্য নাম | কুপ |
মাতৃশিক্ষায়তন | গ্রিনেল কলেজ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯২৫–৬১ |
রাজনৈতিক দল | রিপাবলিকান |
দাম্পত্য সঙ্গী | ভেরোনিকা বালফ (বি. ১৯৩৩) |
সন্তান | ১ |
ওয়েবসাইট | garycooper |
স্বাক্ষর | |
গ্যারি কুপার (ইংরেজি: Gary Cooper; জন্ম: ফ্রাঙ্ক জেমস কুপার; ৭ই মে ১৯০১ - ১৩ই মে ১৯৬১) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি তার স্বাভাবিক ও নির্ভেজাল অভিনয়শৈলি ও পর্দায় অভিনয়ের জন্য প্রসিদ্ধ। ৩৬ বছরের কর্মজীবনে তিনি ৮৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন। নির্বাক চলচ্চিত্র যুগের শেষ সময় থেকে ধ্রুপদী হলিউডের স্বর্ণযুগের শেষ পর্যন্ত তিনি অন্যতম চলচ্চিত্র তারকা ছিলেন। তার পর্দা ব্যক্তিত্ব নারী-পুরুষ নির্বেশেষে সকলের কাছে গ্রহণযোগ্য ছিল এবং তিনি প্রায় সকলে ধরনের চলচ্চিত্রেই কাজ করেছেন। কুপারের চলচ্চিত্রে তার চরিত্রে তার নিজের ব্যক্তিত্ব প্রদর্শনের ক্ষমতা তাকে পর্দায় স্বাভাবিক ও নির্ভেজাল অভিনয় করতে সাহায্য করে। তার কর্মজীবনে তিনি এমন এক পর্দা ব্যক্তিত্ব ধরে রেখেছিলেন যা একজন আদর্শ মার্কিন বীরকে দর্শকদের সামনে উপস্থাপন করে।
কুপার একজন চলচ্চিত্রের অতিরিক্ত শিল্পী ও স্টান্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন, কিন্তু অচিরেই তিনি অভিনয়ে যোগ দেন। তার প্রারম্ভিক নির্বাক চলচ্চিত্রগুলোতে পশ্চিমা বীর হিসেবে প্রতিষ্ঠা লাভের পর কুপার ১৯২৯ সালে তার প্রথম সবাক চলচ্চিত্র দ্য ভার্জিনিয়ান-এ চলচ্চিত্র তারকা ভূমিকায় কাজ করেন। ১৯৩০-এর দশকের শুরুতে তার বীরধর্মী ভাবমূর্তির পাশাপাশি তিনি রোমাঞ্চকর ও নাট্যধর্মী চলচ্চিত্র - আ ফেয়ারওয়েল টু আর্মস (১৯৩২) ও দ্য লাইভস অব আ বেঙ্গল ল্যান্সার (১৯৩৫)। তার কর্মজীবনের সর্বোচ্চ শিখরে তিনি চলচ্চিত্রে নতুন ধরনের বীর রূপে আবির্ভুত হন। এসময়ে তিনি মিস্টার ডিডস গোজ টু টাউন (১৯৩৬), মিট জন ডো (১৯৪১), সার্জেন্ট ইয়র্ক (১৯৪১), দ্য প্রাইড অব দ্য ইয়াঙ্কিজ (১৯৪২) এবং ফর হুম দ্য বেল টলস (১৯৪৩) চলচ্চিত্রে তাকে আমজনতার রক্ষক হিসেবে দেখা যায়।
যুদ্ধ পরবর্তী বছরগুলোতে তিনি আরও অভিজ্ঞ চরিত্রে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে দ্য ফাউন্টেনহেড (১৯৪৯) ও হাই নুন (১৯৫২)। তার শেষ সময়ের চলচ্চিত্রগুলোতে তিনি সহিংসতাহীন চরিত্রে কাজ করেন, যেগুলো হল ফ্রেন্ডলি পারসুয়েশন (১৯৫৬) ও ম্যান অব দ্য ওয়েস্ট (১৯৫৮)।
১৯৩৩ সালে কুপার ভেরোনিকা বালফকে বিয়ে করেন। তাদের এক কন্যা ছিল। কুপার অভিনেত্রী প্যাট্রিসিয়া নিলের সাথে প্রণয়সম্পর্কে জড়ালে ও কুপার-বালফ দম্পতির তিন বছর আলাদা থাকার কারণে তাদের এই বৈবাহিক সম্পর্কে বিঘ্ন ঘটে। কুপার সার্জেন্ট ইয়র্ক ও হাই নুন চলচ্চিত্রে তার কাজের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৬১ সালে তার কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তিনি একাডেমি সম্মানসূচক পুরস্কার লাভ করেন। তিনি টানা ২৩ বছর সেরা ১০ চলচ্চিত্র ব্যক্তিত্বের একজন ছিলেন এবং ১৮ বছর সেরা আয়কারী তারকা ছিলেন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাদের ধ্রুপদী হলিউড চলচ্চিত্র শিল্পের সেরা ২৫ পুরুষ তারকা তালিকায় তাকে ১১তম স্থানে রেখেছে।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফ্রাঙ্ক জেমস কুপার ১৯০১ সালের ৭ই মে মন্টানা অঙ্গরাজ্যের হেলেনায় জন্মগ্রহণ করেন। তার পিতা চার্লস হেনরি কুপার (১৮৬৫-১৯৪৬) এবং মাতা অ্যালিস (প্রদত্ত নাম: ব্রাজিয়ার, ১৮৭৩-১৯৬৭)।[১] তার পিতা বেডফোর্ডশায়ারের হৌটন রেজিস[২] থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি একজন আইনজীবী ও খামার মালিক ছিলেন এবং পরে মন্টানা সুপ্রিম আদালতের বিচারক হন।[৩] তার মা কেন্টের গিলিংহাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং মন্টানায় এসে চার্লসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪] ১৯০৬ সালে চার্লস মিজুরি নদীর পাশে হেলেনার নিকটবর্তী শহর ক্রেইগে প্রায় ৫০ মাইল দীর্ঘ ৬০০ একর সেভেন-বার-নাইন[৫][৬] গবাদিপশু খামার ক্রয় করেন।[৭] ফ্রাঙ্ক ও তার বড় ভাই আর্থার সেখানে তার গ্রীষ্ম কাটাতেন এবং ঘোড়া চালানো, শিকার ও মাছ ধরা শিখেন।[৮][৯] কুপার হেলেনায় সেন্ট্রাল গ্রেড স্কুলে পড়াশুনা করেন।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- আর্ক, হেক্টর (১৯৭৯)। Gary Cooper: An Intimate Biography। New York: William Morrow and Company। আইএসবিএন 978-0-688-0-3604-1।
- বেকার, কার্লোস (১৯৬৯)। Ernest Hemingway: A Life Story। New York: Charles Scribner's Sons। আইএসবিএন 978-0-02-001690-8।
- বেনসন, নাইজেল (১৯৮৬)। Dunstable in Detail। Dunstable, Bedfordshire, UK: The Book Castle। আইএসবিএন 978-0-950-97732-4।
- কারপোজি জুনিয়র, জর্জ (১৯৭০)। The Gary Cooper Story। New Rochelle, New York: Arlington House। আইএসবিএন 978-0-870-0-0075-1।
- কনরাড, জোসেফ (১৯৯২) [1900]। Lord Jim। New York: Alfred A. Knopf। আইএসবিএন 978-0-679-40544-3।
- ডিকেন্স, হোমার (১৯৭০)। The Films of Gary Cooper। New York: Citadel Press। আইএসবিএন 978-0-806-50010-2।
- হ্যাঙ্কস, প্যাট্রিক; হজেস, ফ্লাভিয়া (২০০৩)। A Dictionary of First Names। New York: Oxford University Press। আইএসবিএন 978-0-192-11651-2।
- হফম্যান, হেনরিক (২০১২)। Western Movie References in American Literature। Jefferson, North Carolina: McFarland & Company। আইএসবিএন 978-0-786-46638-2।
- জ্যানিস, মারিয়া কুপার (১৯৯৯)। Gary Cooper Off Camera: A Daughter Remembers। New York: Harry N. Abrams, Inc.। আইএসবিএন 978-0-810-94130-4।
- জর্ডান, ডেভিড এম. (২০১১)। FDR, Dewey, and the Election of 1944। Bloomington: Indiana University Press। আইএসবিএন 978-0-253-00970-8।
- কামিন্স্কি, স্টুয়ার্ট (১৯৭৯)। Coop: The Life and Legend of Gary Cooper। New York: St. Martin's Press। আইএসবিএন 978-0-312-16955-8।
- ম্যাকগিলিয়ান, প্যাট্রিক (২০০৩)। Alfred Hitchcock: A Life in Darkness and Light। New York: Regan Books। আইএসবিএন 978-0-060-39322-9।
- মেয়ার্স, জেফ্রি (১৯৯৮)। Gary Cooper: American Hero। New York: William Morrow। আইএসবিএন 978-0-688-15494-3।
- ওয়েন্স, রবার্ট (২০০৪)। Medal of Honor: Historical Facts and Figures। Nashville: Turner Publishing। আইএসবিএন 978-1-563-11995-8।
- রেইনি, বাক (১৯৯০)। Those Fabulous Serial Heroines: Their Lives and Films। Lanham, Maryland: Scarecrow Press। আইএসবিএন 978-0-810-81911-5।
- রবার্টস, র্যান্ডি; ওলসন, জেমস এস. (১৯৯৭)। John Wayne: American। Lincoln, Nebraska: Bison Books। আইএসবিএন 978-0-803-28970-3।
- শিকেল, রিচার্ড (১৯৮৫)। "Introduction"। Gary Cooper। Legends। Boston: Little, Brown and Company। আইএসবিএন 978-0-316-77307-2।
- সেলৎসনিক, ডেভিড ও. (২০০০)। রুডি বেলমার, সম্পাদক। Memo from David O. Selznick। New York: Modern Library। আইএসবিএন 978-0-375-75531-6।
- শিয়ারার, স্টিভেন মাইকেল (২০০৬)। Patricia Neal: An Unquiet Life। Lexington, Kentucky: The University Press of Kentucky। আইএসবিএন 978-0-813-12391-2।
- সুইন্ডেল, ল্যারি (১৯৮০)। The Last Hero: A Biography of Gary Cooper। New York: Doubleday। আইএসবিএন 978-0-385-14316-5।
- ওয়েন, জেন এলেন (১৯৮৮)। Cooper's Women। New York: Prentice Hall Press। আইএসবিএন 978-0-131-72438-9।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে গ্যারি কুপার (ইংরেজি)
- গ্যারি কুপার
- ১৯০১-এ জন্ম
- ১৯৬১-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান
- ক্যালিফোর্নিয়ায় ক্যান্সারে মৃত্যু
- মন্টানার অভিনেতা
- মার্কিন কমিউনিস্ট বিরোধী
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন রোমান ক্যাথলিক
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- একাডেমি সম্মানসূচক পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র) বিজয়ী
- ইংল্যান্ডে মার্কিন প্রবাসী
- মার্কিন যুক্তরাষ্ট্রে রক্ষণশীলতা