বিষয়বস্তুতে চলুন

আল পাচিনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাল পাচিনো
সেপ্টেম্বর ২০০৭ সালে, ভেনিস চলচ্চিত্র উৎসবে
জন্ম
আলফ্রেদো জেমস পাচিনো

(1940-04-25) ২৫ এপ্রিল ১৯৪০ (বয়স ৮৪)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনএইচবি স্টুডিও
পেশাঅভিনেতা, চলচ্চিত্র নির্মাতা
কর্মজীবন১৯৬৭–বর্তমান
সঙ্গীজেন ট্যারান্ট (১৯৮৮–৮৯)
বেভারলি ডি'এ্যাঞ্জেলো (১৯৯৬–২০০৩)
সন্তানজুলিয়া মেরি (জ. ১৯৮৯)
জমজ: এ্যান্টন এবং অলিভিয় (জ. ২০০১)

আলফ্রেদো জেমস "আল" পাচিনো (জন্ম: এপ্রিল ২৫, ১৯৪০) হলেন একাডেমী পুরস্কার বিজয়ী একজন কিংবদন্তিতূল্য মার্কিন মঞ্চচলচ্চিত্র অভিনেতা। তাকে চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ হাতেগোনা কয়েকজন অভিনেতার একজন হিসাবে বিবেচনা করা হয়। চলচ্চিত্রে ব্যাপক উপস্থিতি এবং অভিনীত চরিত্রগুলির বৈচিত্রময়তার দিক দিয়ে বিচার করলে তার জুড়ি হতে পারেন কেবল মার্লোন ব্রান্ডো এবং রবার্ট ডি নিরোর মতো মহান অভিনেতাগণ। গডফাদার এবং ডগ ডেই আফটারনুন এর মতো অমর চলচ্চিত্রে করা অতুলনীয় অভিনয় অভিনেতা হিসাবে পাচিনো'কে নিয়ে গেছে অনতিক্রম্য উচ্চতায়।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আল পাচিনো নিউ ইয়র্ক সিটি ম্যানহাটন বরয় তার ইতালীয়-মার্কিন মা-বাবা সালভাতোর পাচিনো এবং রোজ গেরার্ডির পরিবারে জন্মগ্রহণ করেন। পাচিনোর বয়স যখন দশ বছর বয়স তখন তাদের বিচ্ছেদ ঘটে।[] পরবর্তীতে পাচিনো আর তার মা তার নানা-নানি, কেট ও জেমস জেরার্ডির সাথে থাকতে দি ব্রনস, নিউইয়র্কে চলে আসেন। তারা এসেছিলেন সিসিলির করলিয়ন থেকে।[] তারা বাবা ক্যালিফোর্নিয়ার কভিনাতে চলে যান এবং সেখানে একজন বীমা সেলসম্যান হিসেবে কাজ করেন এবং তার নিজস্ব রেস্তোঁরা পাচিনো'স লঞ্জ খোলেন।[] পাচিনোর ম্যানহাটন’স স্কুল অফ পারফরমিং আর্টস এ ভর্তি হন। সংকটাবস্থার জন্য ১৯৯০ এর শুরুর দিকে “পাচিনো’স” বন্ধ হয়ে যায় যা এখন “সিট্রাস গ্রিল” নামে পরিচিত। সালভাতোর পাচিনো ২০০৫ সালের ১ জানুয়ারি ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কর্মপরিধি

[সম্পাদনা]

৭০'র দশক

[সম্পাদনা]

১৯৬৬ সালে পাচিনো খ্যাতনামা অভিনয় প্রশিক্ষক লি স্ট্রাসবার্গএর সাথে অধ্যয়ন করেন (যার সাথে ১৯৭৪ সালে তিনি দি গডফাদার পার্ট টু তে কাজ করেন।[] এ সময় তিনি অভিনয়কে উপভোগ করেন এবং তার প্রতিভা অণুধাবণ করতে শুরু করেন। তবে দশকের শেষ ভাগের আগ পর্যন্ত তাকে আর্থিক সংকটের ভিতর দিয়ে যেতে হয় যার সমাপ্তি ঘটে দি ইণ্ডিয়ান ওয়াণ্টস দি ব্রঙস এ অভিনয়ের জন্য ওবি পুরস্কার এবং মঞ্চনাটক “ডাস দি টাইগার ওয়্যার এ নেকটাই” এ অভিনয়ের জন্য টনি জেতার পর। ছোট পর্দায় তার অভিষেক ঘটে ১৯৬৮ সালে, টেলিভিশন সিরিজ এন.ওয়াই.পি.ডিতে অভিনয়ের মাধ্যমে। পরের বছর বড় পর্দায় নিভৃতে তার অভিষেক ঘটে মি, নাটালি ছবিতে অভিনয়ের মাধ্যমে।

৮০'র দশক

[সম্পাদনা]

আশির দশকের শুরুতে পাচিনোর ক্যারিয়ারে দুঃসময় আসে। বিতর্কিত চলচ্চিত্র ক্রুজিং এবং কমেডি ড্রামা অথর!অথর! এ তার অভিনয় বোদ্ধাদের সমালোচনার কারণ হয়। ১৯৮৩তে অভিনীত স্কারফেস, তার অন্যতম সেরা কাজ বলে বিবেচিত। মুক্তি পাবার পর প্রাথমিক পর্যায়ে সমালোচনার শিকার হলেও বক্স অফিসে হিট হয়। ছবিটিতে এক কিউবান ড্রাগ গ্যাংস্টারের চরিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব এওয়ার্ডে মনোনীত হন। এক বছর পর বারবারা ওয়াল্টারসকে দেয়া এক সাক্ষাংকারে তিনি বলেন টনি মনটানা (স্কারফেসে অভিনীত চরিত্রের নাম) তার জীবনের শ্রেষ্ঠ কাজ। ১৯৮৫ সালের রিভলিউশন ছিল ব্যবসায়িক এবং সমালোচক দ্বারা বর্জিত; ফলস্বরুপ পাচিনো চলচ্চিত্র জগং থেকে চার বছরের বিরতি নেন এবং মঞ্চে ফিরে যান। তিনি ওয়ার্কশপ প্রডাকশনের ক্রিস্টাল ক্লিয়ার, ন্যাশনাল এনথামসহ অন্যান্য নাটকে অভিনয় করেন; জোসেফ পাপ আয়োজিত নিউইয়র্ক শেক্সপিয়ার ফেসটিভালে তিনি জুলিয়াস সিজার চরিত্রে অভিনয় করেন। এ সময়ে তার ব্যক্তিগত একটি পরিকল্পনা বাস্তবায়িত করেন যখন তিনি দি লোকাল স্টিগমাটিক নামের একটি নাটকের চলচ্চিত্রায়ন দান করেন। প্রধান চরিত্রে অভিনীত ৫০ মিনিটের চলচ্চিত্রটি ২০০৬ সাল পর্যন্ত মুক্তি পায়নি। ১৯৮৯ সালে পাচিনো পুনরায় সি অফ লাভ ছায়াছবির মাধ্যমে রুপালি পর্দায় ফিরে আসেন। মঞ্চে তার সবচেয়ে সফল কাজ ছিল ডেভিড মামেটের আমেরিকান বাফেলো; নাটকটিতে অভিনয়ের জন্য তিনি ড্রামা ডেস্ক এওয়ার্ডে মনোনীত হন।

৯০'র দশক

[সম্পাদনা]

১৯৯১ সালে পাচিনো ডিক ট্রেসি ছবিতে বিগ বয় ক্যাপ্রিস চরিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন লাভ করেন। এরপর খুব সম্ভবত তার সবচেয়ে জনপ্রিয় চরিত্র মাইকেল করলিয়ন ফিরে আসে দি গডফাদার তৃতীয় খণ্ডের মাধ্যমে। মার্টিন ব্রেস্টের সেণ্ট অফ এ ওমেন ছবিতে অভিনয়ের মাধ্যমে অবশেষে তিনি অস্কার পুরস্কার লাভ করেন। সেণ্ট অফ এ ওমেনে তিনি ফ্র্যাঙ্ক স্লেড নামক এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেলের চরিত্র ধারণ করেন যাতে তাকে হতাশ ও বদমেজাজি রূপে দেখা যায়। সেই বছরেই গ্লেনগ্যারি গ্লেন রস ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। একই বছরে দুইটি চলচ্চিত্রের জন্য দুইটি বিভাগে অস্কার মনোনীত প্রথম অভিনেতা তিনি। সেই বছর ব্যাটমান দি এনিমেটেড সিরিজে কণ্টদানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তারপর থেকেই পাচিনো ক্রাইম ড্রামা কারলিটো’স ওয়ে, ডনি ব্রাস্কো, একাধিক অস্কার মনোনয়নপ্রাপ্ত দি ইনসাইডার এবং ইনসমনিয়াতে অভিনয় করেন। ১৯৯৫ সালে মাইকেল মানের হিট ছবিতে কেন্দ্রীয় চরিত্র রূপায়িত করেন। এ ছবিতেই তার সমকক্ষ অভিনেতা রবার্ট ডি নিরোর সাথে প্রথমবারের মত একই দৃশ্যে অংশ নেন (পাচিনো ও নিরো গডফাদার দ্বিতীয় খণ্ডে অভিনয় করলেও তাদের একসাথে কোন দৃশ্য ছিল না। এই জুটি ব্যাপক সাড়া জাগায় কেননা বহুদিন ধরে তাদের দু’জনের তুলনা হয়ে আসছিল)। পাচিনো থিয়েট্রিকাল ফিচার লুকিং ফর রিচার্ডে অভিনয় করেন এবং অতিপ্রাকৃতিক চলচ্চিত্র ডেভিল’স এডভোকেট শয়তান চরিত্র রুপ দিয়ে প্রশংসিত হন। সেণ্ট অফ এ ওমেনের পর থেকে আর কোন একাডেমি এওয়ার্ড মনোনয়ন না পেলেও ২০০০ সালের পর তিনি দুটি গোল্ডেন গ্লোব এওয়ার্ড লাভ করেন। এর প্রথমটি আজীবন সম্মাননাস্বরূপ সেসিল বি. ডেমিল পুরস্কার এবং অন্যটি এইচবিও চ্যানেলের বহুল আলোচিত মিনিসিরিজ এনজেলস ইন আমেরিকায় অভিনয়ে জন্য। পাচিনো তার অভিনয় জীবনে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্র ফিরিয়ে দিয়েছেন; যার মধ্যে আছে স্টার ওয়ার্সের হান সোলো, এপোকালিপস নাউ এর ক্যাপ্টেন উইলিয়ার্ড, গুডফেলাসের জিমি কনওয়ে, দি সেভেন ইয়ার ইর্টচের রিচার্ড শেরম্যান এবং প্রিটি ওম্যানের এডওয়ার্ড লুইস। ১৯৯৬ সালে পাচিনো ম্যানুয়েল নরিংগার আত্মজীবনীমূলক চলচ্চিত্রে অভিনয়ের জন্য রাজি হলেও পরিচালক অলিভার স্টোন তার ছবি নিক্সন -এর জন্য তা বন্ধ করেন। অব্যবহিত পরেই পাচিনো ওয়াক অফ ফেমে তার তারা লাভ করেন। এই দশকে মঞ্চে পাচিনোর শ্রেষ্ঠ কাজ ছিল ইউজিন ও’নিলের হুগি এবং অস্কার ওয়াল্ডের সালোম।

২০০০'র দশক

[সম্পাদনা]

পাচিনো সম্প্রতি দি গডফাদার:দি গেম খেলায় পুনরায় মাইকেল কর্লিয়ন চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন, এর পেছনে তিনি তার গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়াকে কারণ হিসেবে দর্শান। ফলস্বরূপ, ইলেকট্রনিক আর্টস পাচিনোর অবয়ব এবং স্বর ব্যবহারের অনুমতি পায়নি, যদিও এতে তার চরিত্র হাজির হয়েছে। গুজব আছে, পাচিনো এই প্রস্তাব গ্রহণ করেননি ইলেকট্রনিক আর্টসের প্রতিন্দ্বন্দ্ব্বী ভিভেনডি ইউনিভার্সাল সাথে সমস্যার কারণে, যারা একটি প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা স্কারফেস: দি ওয়ার্ল্ড ইজ ইওরস তৈরি করেন ১৯৮৩-এর স্কারফেসের পুনর্নির্মাণ অবলম্বনে।

পাচিনো ২০০৩ সালের এইচবিও মিনিসিরিজ এনজেলস ইন আমেরিকায় আইনজীবী রয় কন চরিত্রে অভিনয় করেন যা নির্মিত হয় টনি কুসনারের নাটক অবলম্বনে। পাচিনো এখনো মঞ্চে অভিনয় করেন এবং চলচ্চিত্র পরিচালনার প্রচেষ্টা করছেন। এএফআই’স হাণ্ড্রেড ইয়ারস... 100 হিরোস এণ্ড ভিলেইনস এ মাত্র দ্বিতীয় অভিনেতা হিসেবে তিনি নায়ক ও খলনায়ক দু’টি তালিকাতেই স্থান পেয়েছেন। নায়কের তালিকায় ফ্র্যাংক সেরপিকো এবং খলনায়কের তালিকায় মাইকেল কর্লিয়ন এর জন্য তিনি স্থান লাভ করেন।

১৯৯৭ সালের অক্টোবর মাসে এম্পায়ার ম্যাগাজিন’এর সর্বকালের ১০০ শীর্ষ চলচ্চিত্র তারকাদের মধ্যে তিনি চার নম্বর স্থান লাভ করেন এবং পরে সর্বশ্রেষ্ঠ ছবি তারকার মর্যাদা পান চ্যানেল ফোরের জরিপে। সাম্প্রতিক সময়ে তার বক্স অফিস উপার্যন তুলনামূলক কম হবার জন্য পাচিনো তার বেশ কিছু পরিকল্পনা ২০০৭ সালে এগিয়ে নেবার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি স্টিভেন স্টিভেন সডারবার্গএর ওশেনস থার্টিন এ অভিনয় করেন অভিনেতা জর্জ ক্লুনি, ব্র্যাড পিট, ম্যট ডেমন এবং এণ্ডি গার্সিয়ার সাথে। চলচ্চিত্রটিতে তাকে উইলি ব্যাংক নামক খলচরিত্রে দেখা যায়, যিনি একজন ক্যাসিনো ব্যবসায়ী এবং ড্যানি ওশেন ও তার সতীর্থদের প্রতিশোধের মুখে পড়েন।

রাইটিয়াস কিল মুক্তি পাবার অপেক্ষায় আছে যেখানে তিনি তার সতীর্থ রবার্ট ডি নিরোর সাথে নিউইয়র্কের গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন। সেখানে তারা নিজেদের ভিতর সমস্যা সমাধানের প্রচেষ্টার পাশাপাশি একজন সিরিয়াল খুনীর খোঁজ করবেন। ছবিটি তৈরি হবে অগাস্টে লে ব্রেটনএর ১৯৫৫ সালের একটি উপন্যাস অবলম্বনে। পাচিনো একটি চোরের চরিত্র রুপায়ণ করেন যে তার বুঝতে পারে যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। পাচিনো সালভাডোর ডালি’র ছবি ডালি এণ্ড আই: দি সুররিয়াল স্টোরিতে সুররিয়ালিস্টিক চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন।

২০০৬ সালের ২০ অক্টোবর আমেরিকান ফিল্ম ইনস্টিটিউউ পাচিনোকে ৩৫তম এএফআই লাইফটাইম এচিভমেণ্ট এওয়ার্ড দান করেন। ২০০৬ সালের ২২ নভেম্বর ট্রিনিটি কলেজৰট্রিনিটি কলেজের ইউনিভার্সিটি ফিলোসফিকাল সোসাইটি পাচিনোকে সম্মানসূচক প্যাট্রোনাজ অফ সোসাইটি উপাধিতে ভূষিত করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

অবিবাহিত এবং চিরকুমার থাকা স্বত্ত্বেও, পাচিনোর তিনটি সন্তান আছে। এদের প্রথমজন জুলি মারি। যার সাথে ভারপ্রাপ্ত কোচ জ্যান ট্যারাণ্টের সম্পর্ক রয়েছে। তার সাথে অভিনেত্রী বেভারলি ডি, এনজেলোরসম্পর্ক ছিল ১৯৯৬ থেকে ২০০৩ পর্যন্ত। তাদের ঔরসজাত দুইজন যমজ সন্তান রয়েছে, এন্টন জেমস ও অলিভিয়া রোস ।গডফাদার ট্রিলজির সহশিল্পী ডায়ান কিটনের সাথে সম্পর্ক ছিল আল পাচিনোর। আর যাদের সাথে তার সম্পর্ক ছিল তারা হলেন - মারথা কেলার, লিনডেল হবস, কেথালিন কুইনলান, টুইসডে ওয়েড।

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
চলচিএ
বছর শিরোনাম চরিএ নোট
১৯৬৯ মিস্টার নাটালি টনি ফিল্মে আত্বপ্রকাশ
১৯৭১ দ্য প্যানিক ইন নিডল পার্ক ' ববি
১৯৭২ দ্য গডফাদার মাইকেল করলেওনে মনোনীত - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার

মনোনীত - শ্রেষ্ঠ নবাগত বিভাগে বাফটা পুরস্কার

১৯৭৩ স্কারক্রো ফ্রানসিস লাওনেল
১৯৭৩ 'সারপিকো' ফ্রাঙ্ক সারপিকো গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র)

নমিনেটেড - বাফটা অ্যাওয়ার্ড ফর বেস্ট নতুন মুখ

১৯৭৪ গডফাদার পার্ট ২, দ্য মাইকেল করলেওনে বাফটা অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর

নমিনেটেড -গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র)

১৯৭৫ ডগ ডে আফটারনুন সনি ওয়রতযিক বাফটা অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর

নমিনেটেড - একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর
নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর

১৯৭৭ ববি ডেরফিলড ববি ডেরফিলড নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর
১৯৭৯ ...এন্ড জাসটিস ফর অল আরথার কিরক্লানড নমিনেটেড - একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর

নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর

১৯৮০ ক্রুসিং সটিভ বারন্স
১৯৮২ অথর! অথর ! ইভান টরাভালিয়ান নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর
১৯৮৩ স্কারফেইস টনি মন্টানা নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর
১৯৮৫ রেভুলুশন টম ডোব
১৯৮৯ সী অফ লাভ ফ্রাংক কেলার নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট একটর
১৯৯০ দি লোকাল স্তিগমেটিক গ্রাহাম ১৯৮৫ সালে নির্মিত
১৯৯০ ডিক ট্রেসি আলফানোস "বিগ বয়" কেপ্রিস নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর সাপোরটিং অভিনেতা

নমিনেটেড - বাফটা অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোরটিং অভিনেতা
নমিনেটেড - একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোরটিং অভিনেতা

১৯৯০ গডফাদার পার্ট ৩, দ্য মাইকেল করলেওনে নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট অভিনেতা
১৯৯১ ফ্রেঙ্কি এন্ড জনি জনি
১৯৯২ লেনগেরি লেন রস রিকি রোমা নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোরটিং অভিনেতা

নমিনেটেড - একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোরটিং অভিনেতা

১৯৯২ সেন্ট অফ এ ওমেন ফ্রাংক স্লেড গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট অভিনেতা

একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অভিনেতা

১৯৯৩ কারলিটো'স ওয়ে কারলিতো "চার্লি" ব্রিগানতে
১৯৯৫ টু বিটস জিতানো সেবাস্তনি
১৯৯৫ হিট লেফটঃ ভিনসেন্ট হানা
১৯৯৬ লুকিং ফর রিচারড পরিচালক / রিচারড ৩ ডিরেকটর গিল্ড পুরস্কার- ভালো পরিচালনার জন্য
১৯৯৬ সিটি হল জন পেপাস
১৯৯৭ ডনি ব্রাস্কো বেনজামিন "লেফটি" রুগিরো
১৯৯৭ দি ডেভিলস অ্যাডভোকেট জন মিল্টন
১৯৯৯ দি ইনসাইডার লোয়েল বারগমেন
১৯৯৯ এনি গিভেন সানডে টনি ডি'মাওেও
১৯৯৫ হিট লেফটঃ ভিনসেন্ট হানা
২০০০ চাইনিজ কফি হেরি লেভিন / পরিচালক
২০০২ ইনসমনিয়া উইল ড্রমার
২০০২ এস১এমওয়ান ভিক্টর তারান্সকায়
২০০২ পিপল আই নো এলি উরমেন
২০০৩ দি রিক্রুট ওয়ালটার বারকে
২০০৩ গিগলি স্টারকমেন
২০০৩ এনজেলস ইন এমেরিকা রয় কন
২০০৪ দি মার্চেণ্ট অফ ভেনিস সাইলক
২০০৫ টু অফ দি মানি ওয়ালটার আব্রামস
২০০৭ ওশান ১৩ উইলি ব্লেক
২০০৭ ৮৮ মিনিটস ডাঃ জেক গ্রাম
২০০৮ রাইটিয়াস কিল ডিটেকটিভ ডেভিড "রুষ্টার" ফিস্ক
২০১০ ইউ ডোন্ট নো জ্যাক ডাঃ জ্যাক কেভরকিয়ান নমিনেটেড -গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট অভিনেতা ইন মিনি সিরিজ

নমিনেটেড - এমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অভিনেতা
নমিনেটেড - স্ক্রিন একটর গিলড পুরস্কার

২০১১ সন অফ নো ওয়ান ডিটেকটিভ স্টেনফোরড
২০১১ উইলডি সালমে কিং হেরড
২০১১ জ্যাক এন্ড জিল নিজেই

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Al Pacino Biography"। UK: The Biography Channel। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১০ 
  2. Inside the Actors Studio। 12 মৌসুম। পর্ব 20। অক্টোবর ২, ২০০৬। Bravo 
  3. "'Godfather' role still defines Pacino"Kentucky New Era। Google News Archive। এপ্রিল ১৮, ১৯৯৭। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]