গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেসিল বি ডামিল পুরস্কার
সেসিল বি ডামিল পুরস্কারের প্রতিমূর্তি
বিবরণ"বিশ্ব চলচ্চিত্রে অসাধারণ অবদানের" জন্য সম্মানিত গোল্ডেন গ্লোব পুরস্কার
দেশযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত২১ ফেব্রুয়ারি, ১৯৫২
বর্তমানে আধৃতটম হ্যাঙ্কস
ওয়েবসাইটGoldenGlobes.org

সেসিল বি. ডামিল পুরস্কার "বিশ্ব চলচ্চিত্রে অসাধারণ অবদানের" জন্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত একটি সম্মানিত গোল্ডেন গ্লোব পুরস্কার। প্রথম এই পুরস্কার প্রদান করা হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ ৯ম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে এবং প্রথম গ্রহীতা ছিলেন সেসিল বি. ডামিল। প্রতি বছর হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বোর্ড অফ ডিরেক্টরেরা সম্মানিত বিজয়ীদের নির্বাচন করে। ১৯৭৬ ও ২০০৮ সালের কোন পুরস্কার প্রদান করা হয় নি। জুডি গারল্যান্ড প্রথম নারী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ৩৯ বছর বয়সে তিনি এই পুরস্কার লাভ করেন এবং তিনিই সর্বকনিষ্ঠ বিজয়ী। স্যামুয়েল গোল্ডউইন ৯৩ বছর বয়সে এই পুরস্কার লাভ করেন এবং তিনি বয়োজ্যেষ্ঠ বিজয়ী। ১৯৮২ সালে সিডনি পোয়াটিয়ে প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে এই পুরস্কার লাভ করেন।[১]

সম্মানিত বিজয়ীরা[সম্পাদনা]

বছর সম্মানিত বয়স
১৯৫২ সেসিল বি. ডামিল ৭১
১৯৫৩ ওয়াল্ট ডিজনি ৫১
১৯৫৪ ডেরিল এফ জানুক ৫১
১৯৫৫ জিন হারশল্ট ৬৮
১৯৫৬ জ্যাক এল. ওয়ার্নার ৬৩
১৯৫৭ মারভিন লেরয় ৫৬
১৯৫৮ বাডি অ্যাডলার ৪৮
১৯৫৯ মোরিস শ্যভালিয়ে ৭০
১৯৬০ বিং ক্রাজবি ৫৬
১৯৬১ ফ্রেড অ্যাস্টেয়ার ৬০
১৯৬২ জুডি গারল্যান্ড ৩৯
১৯৬৩ বব হোপ ৫৯
১৯৬৪ জোসেফ ই. লেভিন ৫৮
১৯৬৫ জেমস স্টুয়ার্ট ৫৬
১৯৬৬ জন ওয়েন ৫৮
১৯৬৭ চার্লটন হেস্টন ৪৩
১৯৬৮ কার্ক ডগলাস ৫১
১৯৬৯ গ্রেগরি পেক ৫২
১৯৭০ জোয়ান ক্রাফোর্ড ৬৫
১৯৭১ ফ্রাঙ্ক সিনাত্রা ৫৫
১৯৭২ আলফ্রেড হিচকক ৭২
১৯৭৩ স্যামুয়েল গোল্ডউইন ৯৩
১৯৭৪ বেটি ডেভিস ৬৫
১৯৭৫ হাল বি. ওয়ালিস ৭৬
১৯৭৬ পুরস্কার দেওয়া হয় নি -
১৯৭৭ ওয়াল্টার মিরিচ ৫৫
১৯৭৮ রেড স্কেলটন ৬৪
১৯৭৯ লুসিল বল ৬৭
১৯৮০ হেনরি ফন্ডা ৭৪
১৯৮১ জিন কেলি ৬৮
১৯৮২ সিডনি পোয়াটিয়ে ৫৪
১৯৮৩ লরন্স অলিভিয়ে ৭৫
১৯৮৪ পল নিউম্যান ৫৯
১৯৮৫ এলিজাবেথ টেইলর ৫২
১৯৮৬ বারবারা স্ট্যানউইক ৭৮
১৯৮৭ অ্যান্থনি কুইন ৭১
১৯৮৮ ক্লিন্ট ইস্টউড ৫৭
১৯৮৯ ডরিস ডে ৬৪
১৯৯০ অড্রি হেপবার্ন ৬০
১৯৯১ জ্যাক লেমন ৬৫
১৯৯২ রবার্ট মিচাম ৭৪
১৯৯৩ লরেন বাকল ৬৮
১৯৯৪ রবার্ট রেডফোর্ড ৫৭
১৯৯৫ সোফিয়া লরেন ৬০
১৯৯৬ শন কনারি ৬৫
১৯৯৭ ডাস্টিন হফম্যান ৫৯
১৯৯৮ শার্লি ম্যাকলেইন ৫৩
১৯৯৯ জ্যাক নিকোলসন ৬১
২০০০ বারবারা স্ট্রাইস্যান্ড ৫৭
২০০১ আল পাচিনো ৬০
২০০২ হ্যারিসন ফোর্ড ৫৯
২০০৩ জিন হ্যাকম্যান ৭২
২০০৪ মাইকেল ডগলাস ৫৯
২০০৫ রবিন উইলিয়ামস ৫৩
২০০৬ অ্যান্থনি হপকিন্স ৬৮
২০০৭ ওয়ারেন বেটি ৬৯
২০০৮ পুরস্কার দেওয়া হয় নি -
২০০৯ স্টিভেন স্পিলবার্গ * ৬২
২০১০ মার্টিন স্কোরসেজি ৬৭
২০১১ রবার্ট ডি নিরো ৬৭
২০১২ মরগান ফ্রিম্যান ৭৪
২০১৩ জোডি ফস্টার ৫০
২০১৪ উডি অ্যালেন ** ৭৮
২০১৫ জর্জ ক্লুনি ৫৩
২০১৬ ডেনজেল ওয়াশিংটন ৬১
২০১৭ মেরিল স্ট্রিপ ৬৭
২০১৮ ওপরা উইনফ্রি ৬৩
২০১৯ জেফ ব্রিজেস ৭০
২০২০ টম হ্যাঙ্কস ৬৩

পাদটীকা[সম্পাদনা]

*২০০৭ সালের আমেরিকার রাইটার্স গিল্ড ধর্মঘট-এর কারণে ২০০৮ সালের অনুষ্ঠান বাতিল করা হয়; হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ২০০৯ সালের সাথে একত্রে এই বছরের পুরস্কার প্রদান করে।[২]
**উডি অ্যালেনের পুরস্কার গ্রহণ করেন ডায়ান কিটন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Cecil B. DeMille Award"GoldenGlobes.org। সেপ্টেম্বর ২৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০১১ 
  2. "Spielberg Globe honour 'deferred'"বিবিসি নিউজ। জানুয়ারি ৯, ২০০৮। 

বহিঃসংযোগ[সম্পাদনা]