জর্জ সি. স্কট
জর্জ সি. স্কট | |
---|---|
George C. Scott | |
জন্ম | জর্জ ক্যাম্পবেল স্কট ১৮ অক্টোবর ১৯২৭ ওয়াইজ, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২২ সেপ্টেম্বর ১৯৯৯ ওয়েস্টলেক ভিলেজ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭১)
সমাধি | ওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্ক সেমেটারি, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | মিজুরি বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫৮-১৯৯৯ |
জর্জ ক্যাম্পবেল স্কট (ইংরেজি: George Campbell Scott; ১৮ অক্টোবর ১৯২৭ - ২২ সেপ্টেম্বর ১৯৯৯)[১] হলেন একজন মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তিনি মঞ্চে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ভূমিকা হল স্ট্যানলি কুবরিকের ডক্টর স্ট্রেঞ্জলাভ অর: হাউ আই লার্ন্ডস টু স্টপ ওরিং অ্যান্ড লাভ দ্য বম্ব (১৯৬৪)-এ জেনারেল বাক টারগিডসন, ফ্রাংকলিন স্ক্যাফনারের প্যাটন (১৯৭০)-এ জেনারেল জর্জ এস. প্যাটন এবং ক্লাইভ ডোনারের আ ক্রিসমাস ক্যারল (১৯৮৪)-এ এবেনেজার স্ক্রুজ।
তিনি প্রথম অভিনেতা যিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার (১৯৭০ সালে প্যাটন-এর জন্য) লাভের পর তা প্রত্যাখ্যান করেন[২] এবং একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসকে মাস খানেক পূর্বে সতর্ক করে বলেন তিনি এই পুরস্কার জিতলে তার দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই কাজ করবেন। তিনি মনে করেন সকল ধরনের নাট্যধর্মী কাজই অদ্বিতীয়তম এবং একটি অপরটির সাথে তুলনাযোগ্য নয়।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "George C. Scott"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ ব্লাজেস্কি, গোরান (২৭ জানুয়ারি ২০১৭)। "George C. Scott is the first actor ever to refuse an Oscar, saying that the ceremony was a "two-hour meat parade""। দ্য ভিনটেজ নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "George C. Scott"। আইএমডিবি। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে জর্জ সি. স্কট (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জর্জ সি. স্কট (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জর্জ সি. স্কট (ইংরেজি)
- ১৯২৭-এ জন্ম
- ১৯৯৯-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্ক সেমেটারিতে সমাহিত
- ভার্জিনিয়ার অভিনেতা
- ভার্জিনিয়ার চলচ্চিত্র পরিচালক
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন নাস্তিক
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মিজুরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র) বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - টেলিভিশন) বিজয়ী
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী