টুয়েলভ অ্যাংরি মেন (১৯৫৭-এর চলচ্চিত্র)
টুয়েলভ অ্যাংরি মেন | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | সিডনি লুমেট |
প্রযোজক | রেজিনাল্ড রোজ |
রচয়িতা | রেজিনাল্ড রোজ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | কেনইয়ন হপকিন্স |
চিত্রগ্রাহক | বরিস কুফম্যান |
সম্পাদক | কার্ল লার্নার |
প্রযোজনা কোম্পানি | অরিয়ন নোভা প্রোডাকশন্স |
পরিবেশক | উনাইটেড আটিষ্ট |
মুক্তি | ১৩ এপ্রিল ১৯৫৭ |
দৈর্ঘ্য | ৯৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৩,৩৭,০০০[১] |
আয় | $২,০০০,০০০ |
টুয়েলভ অ্যাংরি মেন (বাংলায় অর্থ: ১২ জন রাগান্বিত ব্যক্তি) সিডনি লুমেট পরিচালিত মার্কিন নাট্য চলচ্চিত্র যা ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল। এটি রেজিনাল্ড রোজের একই নামের টেলি নাটকের চলচ্চিত্রায়ন। একটিই সেটে প্রায় সম্পূর্ণ সময় ধরে শ্বাসরুদ্ধকর নাটকিয়তা আর চিত্রায়নের জন্য চলচিত্রটি বিখ্যাত।
চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত একজন অপরাধী সত্যিই নিজ পিতার খুনের অপরাধ করেছে কিনা তা যুক্তি সঙ্গত সন্দেহের মাধ্যমে ১২ জন জুরির চুলচিরা বিশ্লেষন। ১২ জন জুরির মাঝে ১১ জনই প্রাথমিক ভোটে অপরাধী অপরাধ করেছেন বলে রায় দেন কিন্তু একজন জুরি জানান যুক্তি সঙ্গত সন্দেহের অবকাশ হয়ত আছে, তাই তিনি আলোচনার আহ্বান জানান।
কুশীলব[সম্পাদনা]
- হেনরি ফন্ডা - ডেভিস
- লি জে. কব - ব্যবসায়ী
- এড বিগ্লে - গ্যারেজ মালিক
- ই. জি. মার্শাল - বিশ্লেষণধর্মী স্টক ব্রোকার
- জ্যাক ওয়ার্ডেন - বিক্রয়কর্মী ও নিউ ইয়র্ক ইয়াংকির ভক্ত
- জন ফিল্ডার - ব্যাংক কর্মকর্তা
মূল্যায়ন[সম্পাদনা]
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
৭ম বার্লিন চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসব
- বিজয়ী: স্বর্ণ ভল্লুক - সিডনি লুমেট[২]
বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
১৯৫৮ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | হেনরি ফন্ডা ও রেজিনাল্ড রোজ | মনোনীত |
শ্রেষ্ঠ পরিচালক | সিডনি লুমেট | মনোনীত | |
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য | রেজিনাল্ড রোজ | মনোনীত |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "National Film Registry"। National Film Registry (National Film Preservation Board, Library of Congress)। সেপ্টেম্বর ১২, ২০১১। সংগ্রহের তারিখ নভেম্বর ২৮, ২০১১।
- ↑ "7th Berlin International Film Festival: Prize Winners"। berlinale.de। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিউক্তিতে টুয়েলভ অ্যাংরি মেন সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টুয়েলভ অ্যাংরি মেন (ইংরেজি)
- আলোসিনেতে টুয়েলভ অ্যাংরি মেন (ফরাসি)
- অলমুভিতে টুয়েলভ অ্যাংরি মেন (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে টুয়েলভ অ্যাংরি মেন
- মেটাক্রিটিকে টুয়েলভ অ্যাংরি মেন (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে টুয়েলভ অ্যাংরি মেন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে টুয়েলভ অ্যাংরি মেন (ইংরেজি)
- 12 Angry Men: Lumet's Faces an essay by Thane Rosenbaum at the Criterion Collection
বিষয়শ্রেণীসমূহ:
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- টুয়েলভ অ্যাংরি মেন
- ১৯৫৭-এর চলচ্চিত্র
- ১৯৫৭-এর পরিচালনায় অভিষেক চলচ্চিত্র
- ১৯৫০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- ১৯৫০-এর দশকের আইনি চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন নাট্য চলচ্চিত্র
- মার্কিন আইনি নাট্য চলচ্চিত্র
- মার্কিন সাদাকালো চলচ্চিত্র
- হত্যা সম্পর্কে চলচ্চিত্র
- মৃত্যুদণ্ড সম্পর্কে চলচ্চিত্র
- বৈষম্য সম্পর্কে চলচ্চিত্র
- আইনজীবী সম্পর্কে চলচ্চিত্র
- মার্কিন আদালতের চলচ্চিত্র
- কল্পকাহিনিতে জুরি
- টেলিভিশন নাটক ভিত্তিক চলচ্চিত্র
- সিডনি লুমেট পরিচালিত চলচ্চিত্র
- পরিচালনায় অভিষেক চলচ্চিত্র
- কেনইয়ন হপকিন্স সুরারোপিত চলচ্চিত্র
- ম্যানহাটনের পটভূমিতে চলচ্চিত্র
- ইউনাইটেড আর্টিস্ট্সের চলচ্চিত্র
- এদ্গার পুরস্কার বিজয়ী
- স্বর্ণ ভল্লুক বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র