ডেভিড স্ট্রাথেয়ার্ন
ডেভিড রাসেল স্ট্রাথেয়ার্ন[ক] (ইংরেজি: David Russell Strathairn; জন্ম: ২৬ জানুয়ারি ১৯৪৯)[২] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি গুড নাইট, অ্যান্ড গুড লাক (২০০৫) চলচ্চিত্রে সাংবাদিক এডওয়ার্ড আর. মুরো চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১০ সালে টেম্পল গ্র্যান্ডিন টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করে তিনি একটি এমি পুরস্কার অর্জন করেন এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
স্ট্রাথেয়ার্ন ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তার সমকালীন পরিচালক উইলিয়ামস গ্র্যাড ও জন সেলসের চলচ্চিত্রে অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন, তন্মধ্যে রয়েছে রিটার্ন অব দ্য সেকাউকাস সেভেন (তার চলচ্চিত্রে অভিষেক), দ্য ব্রাদার ফ্রম অ্যানাদার প্ল্যানেট, মেটওয়ান, সিটি অব হোপ, এইট মেন আউট ও লিম্বো। তিনি দ্য বর্ন আল্টিমেটাম (২০০৭) ও দ্য বর্ন লিগ্যাসি (২০১২)-এ সিআইএ উপ-পরিচালক নোয়া ভোসেন চরিত্রে অভিনয় করে আরও খ্যাতি অর্জন করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য ভূমিকাসমূহ হল সাইফাই চ্যানেলের ধারাবাহিক আলফাস (২০১১-২০১২)-এ ডক্টর লি রোজেন এবং স্টিভেন স্পিলবার্গ পরিচালিত লিংকন (২০১২) চলচ্চিত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেনরি সেওয়ার্ড।
টীকা
[সম্পাদনা]- ↑ লাইব্রেরি অব কংগ্রেস হতে প্রকাশিত নামের আন্তর্জাতিক ধ্বনিমূলক বানান - /strəˈθɛərn/[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NLS Other Writings: Say How, Q-T"। ন্যাশনাল লাইব্রেরি সার্ভিস ফর দ্য ব্লাইন্ড অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিকেপড (এনএলএস) | লাইব্রেরি অব কংগ্রেস। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "David Strathairn"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ডেভিড স্ট্রাথেয়ার্ন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডেভিড স্ট্রাথেয়ার্ন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ডেভিড স্ট্রাথেয়ার্ন (ইংরেজি)
- ১৯৪৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- ক্যালিফোর্নিয়ার অভিনেতা
- স্কটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ বিজয়ী
- ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার বিজয়ী
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী