বিষয়বস্তুতে চলুন

রাউল হুলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাউল হুলিয়া
Raúl Juliá
১৯৭৭ সালে ড্রাকুলা ছবিতে হুলিয়া
জন্ম
রাউল রাফায়েল হুলিয়া ই আর্সেলি

(১৯৪০-০৩-০৯)৯ মার্চ ১৯৪০
ফ্লোরাল পার্ক, সান হুয়ান, পুয়ের্তো রিকো
মৃত্যু২৪ অক্টোবর ১৯৯৪(1994-10-24) (বয়স ৫৪)
সমাধিবুক্সেডা সেমেটারি, ক্যারোলাইনা, পুয়ের্তো রিকো
মাতৃশিক্ষায়তনফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়
পুয়ের্তো রিকো বিশ্ববিদ্যালয় (স্নাতক)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৬৯-১৯৯৪
দাম্পত্য সঙ্গীমাগদা ভাসালো
(বি. ১৯৬৫; বিচ্ছেদ. ১৯৬৯)

মেরেল পোলোওয়ে
(বি. ১৯৭৬; মৃ. ১৯৯৪)
সন্তান

রাউল রাফায়েল হুলিয়া ই আর্সেলি (Raúl Rafael Juliá y Arcelay; ৯ মার্চ ১৯৪০ - ২৪ অক্টোবর ১৯৯৪)[][] ছিলেন একজন পুয়ের্তো রিকান অভিনেতা। তিনি টু জেন্টলমেন অব ভেরনা মঞ্চনাটকে অভিনয় করে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। ১৯৭৪ থেকে ১৯৮২ সালের মধ্যে তিনি হোয়ার্স চার্লি?, দ্য থ্রিপেনি অপেরানাইন নাটকে অভিনয় করে টনি পুরস্কার অর্জন করেন। ১৯৮০-এর দশকে তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন, তন্মধ্যে টেম্পেস্টকিস অব দ্য স্পাইডার ওম্যান ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় ছবিটির জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন।

১৯৯১ ও ১৯৯৩ সালে তিনি দ্য অ্যাডামস ফ্যামিলি অবলম্বনে দুটি চলচ্চিত্রে গোমেজ অ্যাডামস চরিত্রে অভিনয় করেন। ১৯৯৪ সালে তিনি দ্য বার্নিং সিজন টিভি চলচ্চিত্রে অভিনয় করেন এবং স্ট্রিট ফাইটার ভিডিও গেমের চলচ্চিত্রায়নে অভিনয় করেন। এই বছরে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দ্য বার্নিং সিজন টেলিছবির জন্য তিনি মরণোত্তর শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, প্রাইমটাইম এমি পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Raul Julia"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯ 
  2. গুসো, মেল (২৫ অক্টোবর ১৯৯৪)। "Raul Julia, Broadway and Hollywood Actor, Is Dead at 54"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]