ক্লিফ রবার্টসন
ক্লিফ রবার্টসন | |
---|---|
Cliff Robertson | |
![]() ১৯৮১ সালে রবার্টসন | |
জন্ম | তৃতীয় ক্লিফোর্ড পার্কার রবার্টসন ৯ সেপ্টেম্বর ১৯২৩ লা জোলা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১০ সেপ্টেম্বর ২০১০ স্টনি ব্রুক, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৭)
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৪৩-২০০৭ |
ওয়েবসাইট | cliffrobertson |
তৃতীয় ক্লিফোর্ড পার্কার রবার্টসন (ইংরেজি: Clifford Parker Robertson III; ৯ সেপ্টেম্বর ১৯২৩ - ১০ সেপ্টেম্বর ২০১১) ছিলেন একজন মার্কিন অভিনেতা। চলচ্চিত্র ও টেলিভিশন মিলে তার কর্মজীবনের পরিধি প্রায় অর্ধ শতাব্দী। তিনি ১৯৬৩ সালের পিটি ওয়ান হান্ড্রেড নাইন চলচ্চিত্রে যুবক জন এফ. কেনেডি চরিত্রে অভিনয় করেন এবং ১৯৬৮ সালের চার্লি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[১]
টেলিভিশনে তিনি ১৯৭৬ সালের আত্মজীবনীমূলক রিটার্ন টু আর্থ নাটকে নভোচারী বাজ অলড্রিন চরিত্রে, ১৯৭৭ সালের মিনি ধারাবাহিক ওয়াশিংটন: বিহাইন্ড ক্লোজড ডোরস-এ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের পরিচালক রিচার্ড হেমস চরিত্রে এবং ১৯৮৭ সালের ফোর্ড: দ্য ম্যান অ্যান্ড দ্য মেশিন-এ হেনরি ফোর্ড চরিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ চলচ্চিত্রে কাজ ছিল ২০০২-২০০৭ সালে স্পাইডার-ম্যান চলচ্চিত্র ত্রয়ী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ইসলাম, রিয়াজুল (১১ সেপ্টেম্বর ২০১১)। "সাহসী ও সত্যবাদী ক্লিফ রবার্টসন চলে গেলেন"। ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ক্লিফ রবার্টসন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্লিফ রবার্টসন (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে ক্লিফ রবার্টসন (ইংরেজি)
- ১৯২৩-এ জন্ম
- ২০১১-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ক্যালিফোর্নিয়ার অভিনেতা
- ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন বৈমানিক
- মার্কিন মঞ্চ অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার বিজয়ী
- সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন সামরিক কর্মকর্তা
- নিউ ইয়র্কের (অঙ্গরাজ্য) ডেমোক্র্যাট