বিষয়বস্তুতে চলুন

সিলভেস্টার স্ট্যালোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলভেস্টার স্ট্যালোন
২০১২ সালে প্যারিসে দ্যা স্পেন্ডেবল ২ সিনেমার মুক্তিনুষ্ঠানে সিলভেস্টার স্ট্যালোন
জন্ম
সিলভেস্টার গার্ডেনজিও স্ট্যালোন[]

(1946-07-06) জুলাই ৬, ১৯৪৬ (বয়স ৭৯)
পেশাআমেরিকান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, স্ক্রিন রাইটার
কর্মজীবন১৯৬৯বর্তমান
দাম্পত্য সঙ্গীসাশা জাক (বি. ১৯৭৪১৯৮৫)
ব্রাইটি নাইলসেন (বি. ১৯৮৫১৯৮৭)
জেনিফার ফ্ল্যাভিন (বি. ১৯৯৭)
সন্তান
পিতা-মাতাফ্র্যাংক স্ট্যালোন (পিতা)
জ্যাকি স্ট্যালোন (মাতা)
ওয়েবসাইটসিলভেস্টার স্ট্যালোন

সিলভেস্টার স্ট্যালোন (ইংরেজি: Sylvester Stallone; জন্ম: ৬ জুলাই, ১৯৪৬) হচ্ছেন একজন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। তিনি রকি মুভি সিরিজে অভিনয় করে বেশ সাড়া তৈরি করেন। সিলভেস্টার স্ট্যালোনের রকি সিরিজের সর্বশেষ চলচ্চিত্রটি হচ্ছে রকি বাল্বোয়া। ছবিতে রকি চরিত্রটিকে একজন আন্ডারডগ মুষ্টিযোদ্ধা হিসাবে দেখানো হয়। এছাড়াও তিনি র‍্যাম্বো চরিত্রের জন্যও বিখ্যাত। এখনো পর্যন্ত ৬টি রকি ও ৪টি র‍্যাম্বো ফিল্ম হয়েছে। সর্বশেষ র‍্যাম্বো ফিল্মটির নাম জন র‍্যাম্বো/র‍্যাম্বো ৪ বা র‍্যাম্বো।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Some sources indicate he was born as Michael Sylvester Gardenzio Stallone

বহিঃসংযোগ

[সম্পাদনা]