বিষয়বস্তুতে চলুন

অ্যালান বেট্‌স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যালান বেট্‌স

Alan Bates
১৯৭৫ সালে বেট্‌স
জন্ম
অ্যালান আর্থার বেট্‌স

(১৯৩৪-০২-১৭)১৭ ফেব্রুয়ারি ১৯৩৪
অ্যালেস্ট্রি, ডার্বি, ইংল্যান্ড
মৃত্যু২৭ ডিসেম্বর ২০০৩(2003-12-27) (বয়স ৬৯)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনরয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৫৬-২০০৩
দাম্পত্য সঙ্গীভিক্টোরিয়া ওয়ার্ড (বি. ১৯৭০; মৃ. ১৯৯২)

স্যার অ্যালান আর্থার বেট্‌স, সিবিই (ইংরেজি: Sir Alan Arthur Bates, ১৭ ফেব্রুয়ারি ১৯৩৪ - ২৭ ডিসেম্বর ২০০৩)[] ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি ১৯৬০-এর দশকে বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন, তন্মধ্যে রয়েছে শিশুতোষ হুইসেল ডাউন দ্য উইন্ড ও নাট্যধর্মী আ কাইন্ড অব লাভিং। তিনি দ্য ফিক্সার (১৯৬৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি অ্যান্থনি কুইনের সাথে জোরবা দ্য গ্রিক (১৯৬৪) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল কিং অব হার্টস (১৯৬৬), জর্জি গার্ল (১৯৬৬), এবং ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড (১৯৬৭)। ১৯৬৯ সালে তিনি কেন রাসেলের উইমেন ইন লাভ ছবিতে অলিভার রিডগ্লেন্ডা জ্যাকসনের সাথে অভিনয় করেন।

তিনি বেটি মিডলারের বিপরীতে দ্য গো-বিটুইন, অ্যান আনম্যারিড ওম্যান, নিজিন্‌স্কি এবং দ্য রোজ চলচ্চিত্রে অভিনয় করেন এবং দ্য মেয়র অব ক্যাস্টারব্রিজ, হ্যারল্ড পিন্টারের দ্য কালেকশন, আ ভয়েজ রাউন্ড মাই ফাদার, অ্যান ইংলিশম্যান অ্যাব্রড এবং প্যাক অব লাইজ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। এছাড়া মঞ্চে তিনি সিমন গ্রে'র নাটকে অভিনয় করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল বাটলিআদারওয়াইজ এনগেজড

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বেট্‌স ১৯৩৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের ডার্বির ডার্লি অ্যাবির কুইন ম্যারি নার্সিং হোমে জন্মগ্রহণ করেন। তার পিতা হ্যারল্ড আর্থার বেট্‌স ছিলেন একজন বীমা ব্যবসায়ী ও সেলোবাদক, এবং মাতা ফ্লোরেন্স ম্যারি (জন্মনাম: হুইটক্রফ্‌ট) একজন পিয়ানোবাদক।[] বেট্‌স তার পিতামাতার তিন পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ। তার জন্মের সময় তার পরিবার অ্যালেসট্রিতে বসবাস করত। তার জন্মের কিছুদিন পর তার মাইকলাভারে চলে যান এবং কিছুদিন পর পুনরায় অ্যালেসট্রিতে ফিরে আসেন।

বেট্‌স ডার্বিশায়ারের বেলপার ডার্বি রোডের হার্বার্ট স্ট্রুট গ্রামার স্কুলে পড়াশোনা করেন। তিনি এই স্কুলের নাটকে অভিনয় না করে নিয়মিত ডার্বি প্লেহাউজে যেতেন, এবং সেখানকার জন অসবর্ন ও জন ডেক্সটারের অভিনয়ের প্রশংসা করতেন।[] তিনি লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টের বৃত্তি পান। সেখানে তিনি অ্যালবার্ট ফিনিপিটার ওটুলের সাথে অভিনয়ের প্রশিক্ষণ লাভ করেন। পরে তিনি রয়্যাল আর্মস ফোর্সেস নিউটনে যোগদান করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Alan Bates Biography (1934-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. বিলিংটন-২০০৩, মাইকেল (২৯ ডিসেম্বর ২০০৩)। "Obituary: Sir Alan Bates"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]


টেমপ্লেট:বাফটা পুরস্কার শ্রেষ্ঠ টিভি অভিনেতা