আমানউল্যাপুর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°১′৭″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.০১৮৬১° পূর্ব / 22.96694; 91.01861
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমানউল্যাপুর
ইউনিয়ন
১নং আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ
আমানউল্যাপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আমানউল্যাপুর
আমানউল্যাপুর
আমানউল্যাপুর বাংলাদেশ-এ অবস্থিত
আমানউল্যাপুর
আমানউল্যাপুর
বাংলাদেশে আমানউল্যাপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°১′৭″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.০১৮৬১° পূর্ব / 22.96694; 91.01861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাবেগমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ বাহারুল আলম সুমন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)
আয়তন
 • মোট১২.৪৪ বর্গকিমি (৪.৮০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৬,৭৭৬
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৩১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আমানউল্যাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

আমানউল্যাপুর ইউনিয়নের আয়তন ১২.৪৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমানউল্যাপুর ইউনিয়নের জনসংখ্যা ২৬,৭৭৬ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

বেগমগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে আমানউল্যাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আলাইয়ারপুর ইউনিয়ন, পূর্বে জিরতলী ইউনিয়নগোপালপুর ইউনিয়ন, উত্তরে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন, উত্তর-পশ্চিমে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

আমানউল্যাপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আমানউল্যাপুর
  • আইউবপুর
  • দাহার পাড়া
  • গোবিন্দের খিল
  • গোবিন্দপুর
  • জয় নারারণপুর
  • কাছিহাটা
  • করিমপুর
  • কাশীপুর
  • খেমচাঁদপুর
  • কোয়ারিয়া
  • লাকুড়িয়া কান্দি
  • ছোট খানপুর
  • মোহাম্মদপুর
  • উত্তর অভিরামপুর
  • উত্তর কৃষ্ণরামপুর
  • উত্তর মহেশপুর
  • ফটিকা
  • রামচন্দ্রপুর
  • রামদেবপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমানউল্যাপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.০%।[১] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদরাসা এবং ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাধ্যমিক বিদ্যালয়[২]

প্রাথমিক বিদ্যালয়[৩]

  • চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমানউল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আইউবপুর গোবিন্দেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাচিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জয়নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোবিন্দের খিল পাঠান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর রোডে বাস, মিনিবাস, সিএনজি অথবা অটোরিক্সা যোগে পালোয়ানপুল এসে পালোয়ানপুল থেকে সরাসরি অটোরিক্সা অথবা রিক্সাযোগে মাত্র ০১ কিলোমিটার আসলেই আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ দেখা যাবে।

খাল ও নদী[সম্পাদনা]

  • আমানউল্যাপুর খাল

হাট-বাজার[সম্পাদনা]

  • চন্দ্রগঞ্জ পূর্ব বাজার
  • পালোয়ান বাজার
  • পালোয়ান পোল বাজার
  • জিনু মার্কেট

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৪]

নাম পদবি নির্বাচিত এলাকা
মোঃ বাহরুল আলম চেয়ারম্যান
মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
মোঃ শরীপ উল্যা সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
আবদুল মালেক সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
মোঃ আবদুল লতিফ সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ তছলিম উদ্দিন সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ নুরুল আমিন সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
মোঃ শামছুল আলম সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোঃ বাহার সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
মোঃ নুর হোসেন সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
হিরা ভুইয়া সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
সোহাগী আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
সাথী আক্তার সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৫]

ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ নুর রহমান
০২ নুর ইসলাম
০৩ মোহাম্মদ উল্যা
০৪ মফিজ উল্যা
০৫ এ. বি. এম. ছিদ্দিক
০৬ আরিফুর রহমান মাহমুদ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  2. "মাধ্যমিক বিদ্যালয়, আমানউল্যাপুর ইউনিয়ন"banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২ 
  3. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, আমানউল্যাপুর ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  4. "বর্তমান পরিষদ, আমানউল্যাপুর ইউনিয়ন"amanullapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 
  5. "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, আমানউল্যাপুর ইউনিয়ন"amanullapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]