আমানউল্যাপুর ইউনিয়ন
আমানউল্যাপুর | |
---|---|
ইউনিয়ন | |
১নং আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আমানউল্যাপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°১′৭″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.০১৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | বেগমগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ বাহারুল আলম সুমন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) |
আয়তন | |
• মোট | ১২.৪৪ বর্গকিমি (৪.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,৭৭৬ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৩১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আমানউল্যাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]আমানউল্যাপুর ইউনিয়নের আয়তন ১২.৪৪ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমানউল্যাপুর ইউনিয়নের জনসংখ্যা ২৬,৭৭৬ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বেগমগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিমাংশে আমানউল্যাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আলাইয়ারপুর ইউনিয়ন, পূর্বে জিরতলী ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়ন, উত্তরে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন, উত্তর-পশ্চিমে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]আমানউল্যাপুর ইউনিয়ন বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭০নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- আমানউল্যাপুর
- আইউবপুর
- দাহার পাড়া
- গোবিন্দের খিল
- গোবিন্দপুর
- জয় নারারণপুর
- কাছিহাটা
- করিমপুর
- কাশীপুর
- খেমচাঁদপুর
- কোয়ারিয়া
- লাকুড়িয়া কান্দি
- ছোট খানপুর
- মোহাম্মদপুর
- উত্তর অভিরামপুর
- উত্তর কৃষ্ণরামপুর
- উত্তর মহেশপুর
- ফটিকা
- রামচন্দ্রপুর
- রামদেবপুর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আমানউল্যাপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৬২.০%।[১] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদরাসা এবং ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]মাধ্যমিক বিদ্যালয়[২]
- চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়
- অভিরামপুর আফাজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
- এ. কে. জি. ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়
- জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৩]
- চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমানউল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আইউবপুর গোবিন্দেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাচিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জয়নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোবিন্দের খিল পাঠান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর রোডে বাস, মিনিবাস, সিএনজি অথবা অটোরিক্সা যোগে পালোয়ানপুল এসে পালোয়ানপুল থেকে সরাসরি অটোরিক্সা অথবা রিক্সাযোগে মাত্র ০১ কিলোমিটার আসলেই আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ দেখা যাবে।
খাল ও নদী
[সম্পাদনা]- আমানউল্যাপুর খাল
হাট-বাজার
[সম্পাদনা]- চন্দ্রগঞ্জ পূর্ব বাজার
- পালোয়ান বাজার
- পালোয়ান পোল বাজার
- জিনু মার্কেট
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৪]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ বাহরুল আলম | চেয়ারম্যান | |
মোঃ জাহাঙ্গীর আলম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ শরীপ উল্যা | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
আবদুল মালেক | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
মোঃ আবদুল লতিফ | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ তছলিম উদ্দিন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ নুরুল আমিন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ শামছুল আলম | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মোঃ বাহার | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ নুর হোসেন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
হিরা ভুইয়া | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
সোহাগী আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
সাথী আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[৫]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | নুর রহমান | |
০২ | নুর ইসলাম | |
০৩ | মোহাম্মদ উল্যা | |
০৪ | মফিজ উল্যা | |
০৫ | এ. বি. এম. ছিদ্দিক | |
০৬ | আরিফুর রহমান মাহমুদ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, আমানউল্যাপুর ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, আমানউল্যাপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "বর্তমান পরিষদ, আমানউল্যাপুর ইউনিয়ন"। amanullapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, আমানউল্যাপুর ইউনিয়ন"। amanullapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।