মীরসরাই ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৪৬′৪৮″ উত্তর ৯১°৩৫′১৬″ পূর্ব / ২২.৭৮০০০° উত্তর ৯১.৫৮৭৭৮° পূর্ব / 22.78000; 91.58778
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মীরসরাই
ইউনিয়ন
৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদ
মীরসরাই চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মীরসরাই
মীরসরাই
মীরসরাই বাংলাদেশ-এ অবস্থিত
মীরসরাই
মীরসরাই
বাংলাদেশে মীরসরাই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৬′৪৮″ উত্তর ৯১°৩৫′১৬″ পূর্ব / ২২.৭৮০০০° উত্তর ৯১.৫৮৭৭৮° পূর্ব / 22.78000; 91.58778 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানশামসুল আলম দিদার (বাংলাদেশ আওয়ামীলীগ)
আয়তন
 • মোট১১.৪০ বর্গকিমি (৪.৪০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৬,৮২৮
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৪.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মীরসরাই বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

মীরসরাই ইউনিয়নের আয়তন ২,৮১৬ একর (১১.৪০ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৮২৮ জন। এর মধ্যে পুরুষ ৭,৯৫৩ জন এবং মহিলা ৮,৮৭৫ জন। মোট পরিবার ৩,১৬৪টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মীরসরাই উপজেলার মধ্যাংশে মীরসরাই ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে খৈয়াছড়া ইউনিয়ন, পূর্বে করেরহাট ইউনিয়ন, উত্তরে দুর্গাপুর ইউনিয়ন এবং পশ্চিমে মিঠানালা ইউনিয়নমীরসরাই পৌরসভা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

মীরসরাই ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৮টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড পশ্চিম মঠবাড়িয়া
২নং ওয়ার্ড পূর্ব মঠবাড়িয়া, মিঠাছড়া (আংশিক)
৩নং ওয়ার্ড মিঠাছড়া (আংশিক), আমানটোলা, মান্দারবাড়িয়া, জোড়পুনী
৪নং ওয়ার্ড গড়িয়াইশ
৫নং ওয়ার্ড শ্রীপুর, আবুনগর
৬নং ওয়ার্ড উত্তর তালবাড়িয়া, মধ্যম তালবাড়িয়া
৭নং ওয়ার্ড পূর্ব কিছমত জাফরাবাদ, তারাকাটিয়া (আংশিক)
৮নং ওয়ার্ড পশ্চিম কিছমত জাফরাবাদ (আংশিক), মিঠাছড়া (আংশিক)
৯নং ওয়ার্ড তারাকাটিয়া (আংশিক), পশ্চিম কিছমত জাফরাবাদ (আংশিক), বাকখোলা, দক্ষিণ তালবাড়িয়া, উকিল পাড়া

ইতিহাস[সম্পাদনা]

মীরসরাই ইউনিয়ন একটি প্রাচীন ইউনিয়ন। একজন বিখ্যাত অলি ও সুফি সাধক মীর সাহেব ব্রিটিশ শাসনামলে এখানে একটি সরাই খানা স্থাপন করেন। তার স্থাপিত সরাই খানার নামানুসারে এ ইউনিয়নের নামকরণ করা হয়। এ ইউনিয়ন পরিষদটি প্রথমে মীরসরাই সদরে স্থাপন করা হলেও ২০১২ সালে এটি মীরসরাই সদরের প্রায় ১ কিলোমিটার উত্তরে জাফরাবাদ গ্রামে স্থানান্তর করা হয়।[৩]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মীরসরাই ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৪%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাদ্রাসা[৪]
মাধ্যমিক বিদ্যালয়[৪]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কিছমত জাফরাবাদ এম এ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিশ্ব দরবার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য মান্দারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মিঠাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মীরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন[৫]
  • মিঠাছড়া আইডিয়াল স্কুল

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

মীরসরাই ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।

খাল ও নদী[সম্পাদনা]

মীরসরাই ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহামায়া খাল ও কালীতলা খাল।[৬]

হাট-বাজার[সম্পাদনা]

মীরসরাই ইউনিয়নের প্রধান বাজার হল মিঠাছড়া বাজার।[৭]

দর্শনীয় স্থান[সম্পাদনা]


জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: শামসুল আলম দিদার
চেয়ারম্যানগণের তালিকা[৯]
ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ অহিদুর রহমান রিলিপ ১৯৭২-১৯৭৩
০২ আজহারুল হক চৌধুরী ১৯৭৪-১৯৮৪
০৩ আবুল ফারুক মিয়া ১৯৮৪-১৯৮৮
০৪ আজহারুল হক চৌধুরী ১৯৮৮-১৯৯৮
০৫ জাফর উদ্দীন আহমেদ চৌধুরী ১৯৯৮-২০০৩
০৬ মোহাম্মদ মেসবাহ উদ্দীন ২০০৩-২০১১
০৭ জাফর উদ্দীন আহমেদ চৌধুরী

২০১১-২০১৬

০৮ মোহাম্মদ এমরান উদ্দীন ২০১৬-২০২১
০৯ শামসুল আলম দিদার

২০২১-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  3. "মীরসরাই ইউনিয়নের ইতিহাস - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  4. "এক নজরে - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  5. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd 
  6. "খাল ও নদী - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  9. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - মীরসরাই ইউনিয়ন - মীরসরাই ইউনিয়ন"mirsharaiup.chittagong.gov.bd। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]