বিষয়বস্তুতে চলুন

জেসিকা ল্যাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেসিকা ল্যাং
১৯৯০ সালে একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ল্যাং
জন্ম
জেসিকা ফিলিস ল্যাং

(1949-04-20) ২০ এপ্রিল ১৯৪৯ (বয়স ৭৫)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীপ্যাকো গ্রান্ডে (১৯৭০–১৯৮১)
সঙ্গীস্যাম শেপার্ড (১৯৮২–বর্তমান)

জেসিকা ফিলিস ল্যাং (ইংরেজি: Jessica Phyllis Lange; জন্ম: ২০ এপ্রিল, ১৯৪৯) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তার ৩৫ বছরের পেশাজীবনে তিনি ছয়বার একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন এবং দুইবার তা জয় করেছেন। এছাড়া তিনি একটি টনি পুরস্কার, তিনটি এমি পুরস্কার, পাঁচটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার ও তিনটি ডোরিয়ান পুরস্কার লাভ করেছেন। ১৯৯৮ সালে এন্টারটেইনমেন্ট উয়িকলি তাকে ১৯৯০-এর দশকের ২৫ সেরা অভিনেত্রী তালিকায় স্থান দেয়।[] ২০১৬ সালে তিনি ২২তম অভিনয়শিল্পী হিসেবে "অভিনয়ের ত্রি-মুকুট" বিজয়ের গৌরব অর্জন করেন।[]

তিনি তার অভিনীত চলচ্চিত্র ফ্রান্সেস (১৯৮২), টুটসি (১৯৮২), সুইট ড্রিমস (১৯৮৫), ব্লুস্কাই (১৯৯৪), এবং গ্রে গার্ডেনস (২০০৯)-এর জন্য সবচেয়ে বেশি পরিচিত।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ল্যাংয়ের জন্ম হয় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ক্লোকা শহরে। তার মায়ের নাম ডরোথি ফ্লোরেন্স, পেশায় একজন শিক্ষিকা, এবং বাবা অ্যালবার্ট জন ল্যাং ছিলেন একজন বিক্রয়কর্মী।[] ল্যাং ছিলেন তার মা-বাবার চার সন্তানের মধ্যে তৃতীয়। তার নানা-নানী ছিলেন ফিনিশীয় বংশোদ্ভূত, এবং দাদা-দাদী ছিলেন জার্মান বংশদ্ভূত, এবং ডেনমার্ক থেকে আগত।[][][] প্যারিসে যাবার আগে তিনি পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে। ১৯৭৩ সালে তিনি নিউ ইয়র্কে ফিরে আসেন, এবং উইলহেলমিনা মডেলস এজেন্সিতে একজন ওয়েইট্রেস ও ফ্যাশন মডেল হিসেবে কাজ করা শুরু করেন। ফ্যাশন ইলাস্ট্রেটর অ্যান্টোনিও লোপেজ ১৯৭৪ সালে ল্যাংকে চলচ্চিত্র জগতে পরিচয় করিয়ে দেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The 25 Greatest Actresses of the 90's" (ইংরেজি ভাষায়)। এন্টারটেইনমেন্ট উয়িকলি। ২৫ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  2. "Jessica Jessica Lange's Long Journey to that Triple Crown" (ইংরেজি ভাষায়)। দ্য ফিল্ম এক্সপেরিয়েন্স। ২৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  3. "Jessica Lange Biography (1949-)" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  4. Jessica Lange genealogy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ অক্টোবর ২০০৭ তারিখে. Rootsweb.com.
  5. Jessica Lange as Willa Cather's Prairie Heroine ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জানুয়ারি ২০১২ তারিখে - Patricia Brennan, ""I'm half Finnish and half Dutch and German", দ্য ওয়াশিংটন পোস্ট, February 2, 1992
  6. http://www.seattlepi.com/archives/1990/9001170071.asp[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] M.L. Lyke, "The Yin and Yang of Jessica Lange Actress Often Defies Her Glamorous Image." Seattle Post-Intelligencer. January 16, 1990.
  7. কানিংহাম, বিল (১৯৭৪-০৩-০৪)। "There is a new kind of fashion model"শিকাগো ট্রিবিউন। পৃষ্ঠা B5। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]