রোজম্যারি হ্যারিস
রোজম্যারি হ্যারিস | |
---|---|
Rosemary Harris | |
জন্ম | রোজম্যারি অ্যান হ্যারিস ১৯ সেপ্টেম্বর ১৯২৭ অ্যাশবি-ডে-লা-জুখ, লেস্টারশায়ার, ইংল্যান্ড |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৪৮-২০১৫ |
রোজম্যারি অ্যান হ্যারিস (ইংরেজি: Rosemary Ann Harris; জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯২৭)[১] হলেন একজন ইংরেজ অভিনেত্রী। ১৯৪৮ সালে তিনি মঞ্চে তার অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৫২ সালে ব্রডওয়ে মঞ্চে তার অভিষেক হয়। নিউ ইয়র্ক মঞ্চে তার কাজের জন্য তিনি চারবার ড্রামা ডেস্ক পুরস্কার জয় করেন এবং নয়বার টনি পুরস্কারের মনোনয়ন হতে দ্য লায়ন ইন উইন্টার নাটকে অভিনয়ের জন্য একবার মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এই পুরস্কার লাভ করেন। ১৯৮৬ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়।
টেলিভিশনে তিনি ১৯৭৪ সালের টিভি ধারাবাহিক নটরিয়াস ওম্যান-এ অভিনয় করে একটি এমি পুরস্কার লাভ করেন এবং ১৯৭৮ সালের মিনি ধারাবাহিক হলোকাস্ট-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে তিনি ১৯৮৩ সালের দ্য প্লাউম্যান্স লাঞ্চ-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৯৪ সালের টম অ্যান্ড ভিভ-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rosemary Harris Biography (1930?-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯২৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেত্রী
- ইংরেজ কণ্ঠাভিনেত্রী
- ইংরেজ চলচ্চিত্র অভিনেত্রী
- ইংরেজ টেলিভিশন অভিনেত্রী
- ইংরেজ মঞ্চ অভিনেত্রী
- ইংরেজ শেকসপিয়ারীয় অভিনেত্রী
- রোমানীয় বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- লেস্টারশায়ারের অভিনেত্রী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য টিভি ধারাবাহিক) বিজয়ী
- টনি পুরস্কার বিজয়ী
- ড্রামা ডেস্ক পুরস্কার বিজয়ী
- সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ প্রবাসী
- রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টের প্রাক্তন শিক্ষার্থী
- ব্রিটিশ মঞ্চ অভিনেত্রী
- ব্রিটিশ টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ প্রবাসী অভিনেত্রী