বিষয়বস্তুতে চলুন

রুথ বুজ্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৮ সালে মে মাসে বুজ্জি

রুথ অ্যান বুজ্জি (Ruth Ann Buzzi; জন্ম: ২৪ জুলাই ১৯৩৬)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা। তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন এই তিন মাধ্যমেই অভিনয় করেন। তিনি ১৯৬৮-৭৩ সালে প্রচারিত হাস্যরসাত্মক বিচিত্রানুষ্ঠান রোয়ান অ্যান্ড মার্টিন্‌স লাফ-ইন-এ কাজ করে পরিচিতি লাভ করেন। এই কাজের জন্য তিনি একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং পাঁচটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বুজ্জি ১৯৩৬ সালের ২৪শে জুলাই রোড আইল্যান্ডের ওয়েস্টার্লি শহরের ওয়েস্টার্লি হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার পিতা অ্যাঞ্জেলো পিটার বুজ্জি ছিলেন একজন ভাস্কর এবং মাতা রেনা পলিন।[] তিনি কানেটিকাটের ওয়েকোয়েটেকোকে বেড়ে ওঠেন। তার পিতা সেখানে বুজ্জি মেমোরিয়াল নামে এক ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তার পিতার মৃত্যুর পর তার ভাই হ্যারল্ড বর্তমানে এই ব্যবসায় দেখাশুনা করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ruth Buzzi Biography (1939-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮ 
  2. রিগস, টমাস (২০০৬)। Contemporary Theatre, Film and Television: A Biographical Guide Featuring Performers, Directors, Writers, Producers, Designers, Managers, Choreographers, Technicians, Composers, Executives, Dancers, and Critics in the United States, Canada, Great Britain and the World (ইংরেজি ভাষায়)। সেনগেজ গেল। পৃষ্ঠা ৪৮৬। আইএসবিএন 9780787690458। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮ 
  3. ব্রুক কনস্ট্যান্স, হোয়াইট (৩ সেপ্টেম্বর ২০১৬)। "New Buzzi Memorials owner to carry on tradition of craftsmanship"দ্য ওয়েস্টার্লি সান। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]