বিষয়বস্তুতে চলুন

সিসেলি টাইসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিসেলি টাইসন
Cicely Tyson
১৯৯৭ সালে টাইসন
জন্ম
সিসেলি এল. টাইসন

(১৯২৪-১২-১৯)১৯ ডিসেম্বর ১৯২৪
মৃত্যুজানুয়ারি ২৮, ২০২১(2021-01-28) (বয়স ৯৬)
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিউডলন সেমেটারি, ব্রংক্স, নিউ ইয়র্ক
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৪৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীকেনেথ ফ্র্যাঙ্কলিন (বি. ১৯৪২; বিচ্ছেদ. ১৯৫৬)[]
মাইলস ডেভিস (বি. ১৯৮১; বিচ্ছেদ. ১৯৮৯)
সন্তান

সিসেলি লুইস টাইসন (Cicely Louise Tyson; ১৯ নভেম্বর ১৯২৪ - ২৮ জানুয়ারি ২০২১) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও সাবেক ফ্যাশন মডেল। সাত দশকের অধিক সময়ের কর্মজীবনে তিনি পর্দা ও মঞ্চে বলিষ্ঠ আফ্রিকান-মার্কিন নারী চরিত্রে কাজের জন্য সুপরিচিত।[][] তিনি তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার, চারটি ব্ল্যাক রিল পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, একটি টনি পুরস্কার, একটি একাডেমি সম্মানসূচক পুরস্কার ও একটি পিবডি পুরস্কার অর্জন করেছেন।

কর্মজীবনের শুরুতে চলচ্চিত্রে ও টেলিভিশনে ছোট চরিত্রে অভিনয়ের পর টাইসন সাউন্ডার (১৯৭২) চলচ্চিত্রে রেবেকা মরগান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এবং সমালোচকদের প্রশংসা লাভ করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারনাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৭৪ সালের টেলিভিশন চলচ্চিত্র দি অটোবায়োগ্রাফি অব মিস জেন পিটম্যান-এ নাম ভূমিকায় অভিনয় করে তিনি আরও সমাদৃত হন, এবং দুইটি এমি পুরস্কার অর্জন করেন ও একটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০১৫ সালে টাইসন কেনেডি সেন্টার সম্মাননা লাভ করেন। ২০১৬ সালে নভেম্বরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হন। ২০২০ সালে টেলিভিশন হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

টাইসন ১৯২৪ সালের ১৯শে ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির হারলেমে জন্মগ্রহণ করেন।[][] তার মাতা ফ্রেডেরিকা টাইসন একজন গৃহকর্মী ছিলেন এবং পিতা উইলিয়াম অগাস্টিন টাইসন কাঠমিস্ত্রী, রঙমিস্ত্রী ও অন্য যেসব কাজ পেতেন তাই করতেন। তার পিতামাতা ওয়েস্ট ইন্ডিজের নেভিস থেকে অভিবাসিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন।[][][] তার পিতা ২১ বছর বয়সে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছান এবং ১৯১৯ সালের ৪ঠা আগস্ট এলিস দ্বীপপুঞ্জে আসেন।[১০]

কর্মজীবন

[সম্পাদনা]

প্রারম্ভিক কর্ম

[সম্পাদনা]

ইবনি পত্রিকার একজন আলোকচিত্রী টাইসনকে আবিষ্কার করার পর তিনি সফল ফ্যাশন মডেল হয়ে ওঠেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল ১৯৫৬ সালের ক্যারিব গোল্ড[১১] ১৯৫৮ সালে হারলেম ওয়াইএমসিএ-তে ভিনেট ক্যারলের ডার্ক অব দ্য মুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি মঞ্চে প্রথম কাজ করেন।[১২] টাইসন ১৯৫৯ সালের অডস অ্যাগেইন্সট টুমরোদ্য লাস্ট অ্যাংরি ম্যান এবং ১৯৬০ সালের হাস্যরসাত্মক হো ওয়াজ দ্যাট লেডি? চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন।[১৩][১৪] ১৯৬১ সালে এনবিসির ধারাবাহিক দ্য ইটার্নাল লাইট দিয়ে তার টেলিভিশনে অভিষেক ঘটে।[১৫]

তারকা খ্যাতি অর্জন

[সম্পাদনা]
১৯৭৩ সালে টাইসন

টাইসন সাউন্ডার (১৯৭২) চলচ্চিত্রে রেবেকা মরগান চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারনাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন'[১৬] এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস ও ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন।[১৭][১৮]

১৯৭৪ সালে টাইসন টেলিভিশন চলচ্চিত্র দি অটোবায়োগ্রাফি অব মিস জেন পিটম্যান-এ নাম ভূমিকায় অভিনয় করেন। ক্রীতদাস জীবন থেকে আফ্রিকান-মার্কিন নাগরিক অধিকার আন্দোলন পর্যন্ত একজন শতবর্ষী কৃষ্ণাঙ্গ নারীর জীবন ফুটিয়ে তোলা এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও বর্ষসেরা অভিনেত্রী - বিশেষ বিভাগে এমি পুরস্কার অর্জন করেন।[১৯] এছাড়া তিনি এই কাজের জন্য প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাফটা টিভি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Join Ancestry"www.ancestry.com। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  2. "Cicely Tyson"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  3. মেলটন, লরি (ডিসেম্বর ৭, ২০১৫)। "Cicely Tyson: Legendary Portrait Of Beauty, Courage And Strength"সিবিএস স্যাক্রেমান্টো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  4. হিল, লিবি (৩ ডিসেম্বর ২০১৯)। "New TV Academy Hall of Fame Inductees Include Cicely Tyson, Bob Iger, and Seth MacFarlane"ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "New York, Naturalization Records, 1882-1944 (database online)"। Ancestry.com. Original source: The National Archives and Records Administration (NARA), Washington, D.C.; Petitions for Naturalization from the U.S. District Court for the Southern District of New York, 1897-1944; Series M1972, Roll 956। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  6. "Cicely Tyson Biography"। biography.com। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  7. "Cicely Tyson profile"। Filmreference.com। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  8. CICELY TYSON: BAH, HUMBUG? ACTRESS STARS AS MS. SCROOGE.(LIVING). The Cincinnati Post, November 28, 1997.
  9. ক্লেমসরুড, জুডি (১৯৭২-১০-০১)। "Cicely, the Looker From 'Sounder'; Cicely, the Looker"The New York Times। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  10. "The Staue of Liberty"Ellisisland.org। Ellis Island Foundation, Inc। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  11. ব্রাউন, স্টেসি এম. (১১ ফেব্রুয়ারি ২০১৯)। "At 94, The Legendary Cicely Tyson Remains An 'Optimist'"দ্য চার্লসটন ক্রনিকল। Archived from the original on ফেব্রুয়ারি ১১, ২০১৯। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  12. মেসিনা, ম্যাট (৮ সেপ্টেম্বর ১৯৬৩)। "Actress Finds TV Role Strikes Familiar Note"ডেইলি নিউজ। পৃষ্ঠা ১০। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪নিউজপেপার্স.কম-এর মাধ্যমে। 
  13. কোহেন, হ্যারল্ড ভি. (১৪ অক্টোবর ১৯৬৫)। "At Random: Maelstrom"পিট্‌সবার্গ পোস্ট-গেজেট। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  14. মার্গোল্ড, জেন (৫ আগস্ট ১৯৬৬)। "Movies Mean Growing Up to Actress Cicely Tyson"নিউজডে। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  15. "Integration Conflict Dramatized"দ্য ব্র্যাডেন্টন হেরাল্ড। ১৮ ফেব্রুয়ারি ১৯৬১। পৃষ্ঠা 6। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪নিউজপেপার্স.কম-এর মাধ্যমে। 
  16. হেলক, জো (২৮ জানুয়ারি ২০২১)। "Cicely Tyson: 10 of Her Most Memorable Performances"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  17. "Past Awards"ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস। ডিসেম্বর ১৯, ২০০৯। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  18. "Best Actress Archives"ন্যাশনাল বোর্ড অব রিভিউ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  19. "Cicely Tyson"। এমিস। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  20. "Cicely Tyson, award-winning American actress noted for playing strong characters – obituary"দ্য ডেইলি টেলিগ্রাফ। ২৯ জানুয়ারি ২০২১। আইএসএসএন 0307-1235। জানুয়ারি ১০, ২০২২ তারিখে মূলঅর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজন থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]