অ্যানা প্যাকুইন
অ্যানা প্যাকুইন | |
---|---|
![]() ২০১০ কমিক কন ইন্টারন্যাশনালে প্যাকুইন | |
জন্ম | অ্যানা হ্যালেন প্যাকুইন ২৪ জুলাই ১৯৮২ উইনিপেগ, মানিটোবা, কানাডা |
বাসস্থান | ভেনিস, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
নাগরিকত্ব |
|
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৯৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | স্টিফেন মোইয়ার (বি. ২০১০) |
সন্তান | ২ |
অ্যানা প্যাকুইন (ইংরেজি: Anna Helene Paquin; জন্ম: ২৪ জুলাই ১৯৮২) হলেন একজন নিউজিল্যান্ডীয়-কানাডীয় অভিনেত্রী।[১][২] শিশুশিল্পী হিসেবে সফল মাত্র ১১ বছর বয়সে একাডেমি পুরস্কার বিজয়ী প্যাকুইন অস্কারের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিজয়ী।[৩] শিশুশিল্পী হিসেবে তার কাজের জন্য তিনি একাধিক ইয়ং আর্টিস্ট পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। এছাড়া তিনি একটি গোল্ডেন গ্লোব পুরস্কার[৪] ও দুটি স্যাটেলাইট পুরস্কার অর্জন করেছেন।
কানাডার ম্যানিটোবায় জন্মগ্রহণকারী প্যাকুইন কিশোর বয়সে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বেড়ে ওঠেন এবং কিশোর বয়সে লস অ্যাঞ্জেলেসে চলে যান। শিশু বয়সে তিনি জেন ক্যাম্পিয়নের প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র দ্য পিয়ানো (১৯৯৩)-এ ফ্লোরা ম্যাকগ্রা চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি ফ্লাই অ্যাওয়ে হোম (১৯৯৬), দ্য মেম্বার অব দ্য ওয়েডিং (১৯৯৭) ও আ ওয়াক অন দ্য মুন (১৯৯৯) ছবিতে তার কাজের জন্য ইয়ং আর্টিস্ট পুরস্কারে মনোনীত হন এবং অলমোস্ট ফেমাস ছবির জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে মনোনীত হন। তিনি এক্স-মেন চলচ্চিত্র ধারাবাহিকের প্রথম কিস্তিতে মিউট্যান্ট সুপারহিরোইন রোগ চরিত্রে অভিনয় করে স্যাটার্ন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্যাকুইন এইচবিওর ভ্যাম্পায়ার নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক ট্রু ব্লাড (২০০৮-২০১৪)-এ সুকি স্ট্যাকহাউজ চরিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে ২০০৯ সালে গোল্ডেন গ্লোব পুরস্কার আয়োজনে সেরা নাট্য অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন এবং ২০১০ আরেকটি গোল্ডেন গ্লোবের মনোনয়ন পান। এছাড়া তিনি এই কাজের জন্য তিনটি স্যাটার্ন পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কারের মনোনয়নের মধ্যে রয়েছে বারি মাই হার্ট অ্যাট ওন্ডেড নি (২০০৭) টেলিভিশন চলচ্চিত্রের জন্য প্রাইমটাইম এমি, গোল্ডেন গ্লোব, ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের মনোনয়ন এবং দ্য কারেজিয়াস হার্ট অব ইরিনা সেন্ডলার (২০০৯) টেলিভিশন চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোবের মনোনয়ন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Anna Paquin interview :: Who's News"। ইউএসএ উইকেন্ড (ইংরেজি ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ করি, ডমিনিক (১৪ ফেব্রুয়ারি ২০১৩)। "Dominic Corry: New Zealand's Oscar heroes"। নিউজিল্যান্ড হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ "Anna Paquin. Biography, news, photos and videos"। হেলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
- ↑ "Anna Paquin"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে অ্যানা প্যাকুইন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ১৯৮২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর কানাডীয় অভিনেত্রী
- ২১শ শতাব্দীর কানাডীয় অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- ওলন্দাজ বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- ওলন্দাজ বংশোদ্ভূত নিউজিল্যান্ডীয় ব্যক্তি
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কানাডায় নিউজিল্যান্ডীয় প্রবাসী
- কানাডীয় কণ্ঠ অভিনেত্রী
- কানাডীয় চলচ্চিত্র অভিনেত্রী
- কানাডীয় টেলিভিশন অভিনেত্রী
- কানাডীয় শিশু অভিনেত্রী
- কানাডীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডীয় ব্যক্তি
- নিউজিল্যান্ডীয় বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- নিউজিল্যান্ডীয় কণ্ঠ অভিনেত্রী
- নিউজিল্যান্ডীয় চলচ্চিত্র অভিনেত্রী
- নিউজিল্যান্ডীয় টেলিভিশন অভিনেত্রী
- নিউজিল্যান্ডীয় শিশু অভিনেত্রী
- নিউজিল্যান্ডে কানাডীয় অভিবাসী
- ফরাসি বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- ফরাসি বংশোদ্ভূত নিউজিল্যান্ডীয় ব্যক্তি
- মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডীয় অভিবাসী
- মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডীয় প্রবাসী অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রে নিউজিল্যান্ডীয় অভিবাসী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য টিভি ধারাবাহিক) বিজয়ী
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী