সুজান হেওয়ার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একাডেমি পুরস্কার হাতে সুজান হেওয়ার্ড

সুজান হেওয়ার্ড (ইংরেজি: Susan Hayward; জন্ম: ৩০ জুন ১৯১৭ - ১৪ মার্চ ১৯৭৫)[১] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। ফ্যাশন মডেল হিসেবে কর্মজীবন শুরু পর ১৯৩৭ সালে তিনি হলিউডে আসেন এবং একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর এর ধারাবাহিকতায় পরবর্তী কয়েক বছর কয়েকটি চলচ্চিত্রে ছোট পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন।

১৯৪০-এর দশকের শেষের দিকে তার চলচ্চিত্র ভূমিকার মান বাড়তে থাকে এবং তিনি স্ম্যাশ-আপ, দ্য স্টোরি অব আওম্যান (১৯৪৭) চলচ্চিত্রে তার নাট্যধর্মী কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তার প্রাপ্ত পাঁচটি একাডেমি পুরস্কারের মনোনয়নের প্রথম মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৫০-এর দশক জুড়ে সফলতার সাথে অভিনয় চালিয়ে যান এবং মাই ফুলিশ হার্ট (১৯৪৯), উইথ আ সং ইন মাই হার্ট (১৯৫২) ও আই উইল ক্রাই টুমরো (১৯৫৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য আরও তিনটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। অবশেষে তিনি আই ওয়ান্ট টু লিভ! (১৯৫৮) চলচ্চিত্রে বারবারা গ্রাহাম চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[২]

হেওয়ার্ডের দ্বিতীয় বিয়ের ও জর্জিয়ায় চলে যাওয়ার কারণে তার চলচ্চিত্রে অভিনয়ের পরিমাণ কমতে থাকে। তবুও তিনি ১৯৭২ সাল পর্যন্ত চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় চালিয়ে যান। তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৭৫ সালে মারা যান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Susan Hayward"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮ 
  2. ড্রেফাস, জন (১৫ মার্চ ১৯৭৫)। "From the Archives: Susan Hayward Dies; Received Oscar in 1959"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮ 
  3. গেল্ডার, লরেন্স ভ্যান (১৫ মার্চ ১৯৭৫)। "Susan Hayward Dies at 55; Oscar‐Winning Movie Star"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]