ন্যাটালি পোর্টম্যান
![]() | এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: ন্যাটালি পোর্টম্যান – সংবাদ, বই, গবেষণাপত্র) |
ন্যাটালি পোর্টম্যান | |
---|---|
![]() ২০১০-এ টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ পোর্টম্যান | |
জন্ম | ন্যাটালি হার্শল্যাগ |
কার্যকাল | ১৯৯৪–বর্তমান |
ন্যাটালি পোর্টম্যান (জন্ম: ৯ই জুন, ১৯৮১) ইসরায়েলী-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।[১] সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে তাকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরে নেওয়া হয়। ১৯৯০-এর দশকেই মডেল হিসেবে মিডিয়ায় আসতে শুরু করেন। ১৯৯৪ সালে স্বাধীন চলচ্চিত্র লেওঁ-তে অভিনয় করার মাধ্যমে সিনেমা ক্যারিয়ার শুরু করেন। সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে স্টার ওয়ার্স ত্রয়ী-তে পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করার জন্য। ২০১১ সালে তিনি ব্লাক সোয়ান ছবিতে অভিনয় করার জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
শৈশবকাল[সম্পাদনা]
ন্যাটালি পোর্টম্যান মাত্র ৪ বছর বয়সেই নিত্য শেখা শুরু করেন। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল। একদিন এক মিডিয়া ব্যাক্তিত্ব তাকে শিশু মডেল শিল্পী হিসেবে তার সাথে কাজ করতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ তিনি স্বপ্ন দেখতেন একজন বড় অভিনেত্রী হতে।। কিন্তু ন্যাটালি পোর্টম্যান এর অভিনয় জীবন মুলত শুরু হয় ১৯৯৪ সালে ' লিওনঃ দ্যা প্রফেশনাল ' সিনেমার মাধ্যমে।
অভিনীত কিছু চলচ্চিত্র[সম্পাদনা]
- লেওঁ
- হিট
- স্টার ওয়ার্স এপিসোড ১: দ্য ফ্যান্টম মিনেস
- কোল্ড মাউন্টেইন
- ক্লোজার
- দ্য দার্জিলিং লিমিটেড
- ব্লা ক সোয়ান
- থরঃ দ্যা ডার্ক ওয়ার্ল্ড (২০১৩)