সেলেস্ট হোম
সেলেস্ট হোম | |
---|---|
Celeste Holm | |
![]() ১৯৫৫ সালে হোম | |
জন্ম | |
মৃত্যু | ১৫ জুলাই ২০১২ নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৯৫)
মৃত্যুর কারণ | হার্ট অ্যাটাক |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | শিকাগো বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৩৭-২০১২ |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ২ |
পিতা-মাতা | থিওডোর হোম (পিতা) জঁ পার্ক (মাতা) |
ওয়েবসাইট | celesteholm |
সেলেস্ট হোম (ইংরেজি: Celeste Holm; ২৯শে এপ্রিল ১৯১৭ - ১৫ই জুলাই ২০১২)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একটি একাডেমি পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি আমেরিকান থিয়েটার হল অব ফেমে ভূষিত হয়েছেন।
১৯৩৭ সালে হ্যামলেট মঞ্চনাটক দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র থ্রি লিটল গার্লস ইন ব্লু (১৯৪৬)। পরের বছর জেন্টলম্যান্স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তিনি কাম টু দ্য স্ট্যাবল (১৯৪৯) ও অল অ্যাবাউট ইভ (১৯৫০) চলচ্চিত্রের অভিনয়ের জন্য আরও দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। টেলিভিশনে তিনি ব্যাকস্টেয়ারস অ্যাট দ্য হোয়াইট হাউজ নাটকে অভিনয়ের জন্য সীমিত ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Celeste Holm, Witty Character Actress, Is Dead at 95"। নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে সেলেস্ট হোম সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- অলমুভিতে সেলেস্ট হোম (ইংরেজি)
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ সেলেস্ট হোম (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে সেলেস্ট হোম
(ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সেলেস্ট হোম (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে সেলেস্ট হোম
(ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে সেলেস্ট হোম (ইংরেজি)
- ১৯১৭-এ জন্ম
- ২০১২-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- নরওয়েজীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- নিউ ইয়র্ক শহরের সঙ্গীতশিল্পী
- মার্কিন গায়িকা
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র) বিজয়ী