ক্যামরিন ম্যানহেইম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যামরিন ম্যানহেইম
Camryn Manheim
Camryn Manheim TFF 2007 Shankbone.jpg
২০০৭ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ম্যানহেইম
জন্ম (1961-03-08) ৮ মার্চ ১৯৬১ (বয়স ৬১)
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা ক্রুজ (বিএফএ)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৩-বর্তমান

ক্যামরিন ম্যানহেইম (ইংরেজি: Camryn Manheim; ৮ মার্চ ১৯৬১)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি এবিসির দ্য প্র্যাকটিস ধারাবাহিকে অ্যাটর্নি এলিনর ফ্রুট, সিবিএসের ঘোস্ট হুইসপারার ধারাবাহিকে ডেলিয়া ব্যাঙ্কস, এলভিস মিনি ধারাবাহিক গ্লাডিস প্রেসলি এবং পারসন অব ইন্টারেস্ট ধারাবাহিকে "কনট্রোল" চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। প্র্যাকটিস ধারাবাহিকে তার কাজের জন্য তিনি নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি এলভিস মিনি ধারাবাহিকের জন্য একটি করে প্রাইমটাইম এমি ও গোল্ডেন গ্লোবের মনোনয়ন লাভ করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Camryn Manheim Biography (1961-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯ 
  2. "Camryn Manheim"এমিস (ইংরেজি ভাষায়)। টেলিভিশন একাডেমি। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯ 
  3. "Camryn Manheim"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]