অ্যামান্ডা ডনোহো
অ্যামান্ডা ডনোহো | |
---|---|
Amanda Donohoe | |
![]() | |
জন্ম | |
জাতীয়তা | ইংরেজ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৪-বর্তমান |
সঙ্গী | রাসেল হাসওয়েল |
পুরস্কার | গোল্ডেন গ্লোব পুরস্কার (১৯৯১) |
অ্যামান্ডা ডনোহো (ইংরেজি: Amanda Donohoe; জন্ম: ২৯ জুন ১৯৬২) হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি পপ গায়ক অ্যাডাম অ্যান্টের সাথে চার বছর প্রণয় সম্পর্কে জড়িত ছিলেন এবং দ্য অ্যাডাম অ্যান্ড দ্য অ্যান্ট-এর একক গান "অ্যান্টমিউজিক" (১৯৮০) ও "স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার" (১৯৮১)-এর সঙ্গীতের ভিডিওতে অভিনয় করেন। এনবিসি টেলিভিশনের নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক এল.এ. ল (১৯৯০-৯২)-এ সি.জে. ল্যাম্ব চরিত্রে অভিনয় করে তিনি ১৯৯২ সালে শ্রেষ্ঠ টিভি পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য টেলিভিশন কাজ হল ব্রিটিশ সোপ অপেরা এমারডেল (২০০৯-১০)। মঞ্চে তিনি ১৯৯৫ সালে নিউ ইয়র্কে আঙ্কল ভানইয়া নাটকে ইয়েলেনা, ২০০১ সালে লন্ডনে দ্য গ্র্যাজুয়েট নাটকে মিসেস রবিনসন[১] ও ম্যানচেস্টারে হেডা গ্যাবলার নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ক্যাস্টঅ্যাওয়ে (১৯৮৬), দ্য লায়ার অব দ্য হোয়াইট ওয়ার্ম (১৯৮৮), দ্য ম্যাডনেস অব কিং জর্জ (১৯৯৪) ও লায়ার, লায়ার (১৯৯৭)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ লেন, হ্যারিয়েট (৪ ফেব্রুয়ারি ২০০১)। "Profile of actress Amanda Donohoe"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যামান্ডা ডনোহো (ইংরেজি)
- ১৯৬২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- রুশ বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- সুইস বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা
- ইংরেজ টেলিভিশন অভিনেতা
- ইংরেজ মঞ্চ অভিনেতা
- লন্ডনের অভিনেত্রী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন) বিজয়ী
- প্রাক্তন রোমান ক্যাথলিক
- আইরিশ বংশোদ্ভূত অভিনেত্রী
- সেন্ট্রাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামার প্রাক্তন শিক্ষার্থী
- ইংরেজ চলচ্চিত্র অভিনেত্রী
- ব্রিটিশ মঞ্চ অভিনেত্রী
- ব্রিটিশ টেলিভিশন অভিনেত্রী
- ইংরেজ সোপ অপেরা অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজ প্রবাসী