স্যান্ডি ডেনিস
স্যান্ডি ডেনিস | |
---|---|
Sandy Dennis | |
![]() | |
জন্ম | সান্ড্রা ডেল ডেনিস ২৭ এপ্রিল ১৯৩৭[১] |
মৃত্যু | ২ মার্চ ১৯৯২ ওয়েস্টপোর্ট, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৫৪)
মৃত্যুর কারণ | পিত্তথলিতে ক্যান্সার |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫২–১৯৯১ |
পুরস্কার | একাডেমি পুরস্কার টনি পুরস্কার |
সান্ড্রা ডেল "স্যান্ডি" ডেনিস (২৭শে এপ্রিল ১৯৩৭ - ২রা মার্চ ১৯৯২) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। অভিনয় জীবনে তিনি একটি একাডেমি পুরস্কার এবং দুটি টনি পুরস্কার অর্জন করেছেন। অ্যান ব্যানক্রফ্ট, জো ক্যাডওয়েল, ভায়োলা ডেভিস, কলিন ডিউহার্স্ট, মরিন স্ট্যাপলটন, আইরিন ওর্থ ও অড্রা ম্যাকডোনাল্ডদের সাথে ডেনিস হলেন মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী ও মঞ্চনাটকে ফিচার অভিনেত্রী বিভাগে পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্ফ? (১৯৬৬), আপ দ্য ডাউন স্টেয়ারকেস (১৯৬৭) এবং দি আউট-অব-টাউনার্স (১৯৭০)। হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্ফ? চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
ডেনিস ১৯৩৭ সালের ২৭শে এপ্রিল নেব্রাস্কার হ্যাস্টিংসে জন্মগ্রহণ করেন। তার পিতা জ্যাক ডেনিস ছিলেন একজন ডাকবিভাগের কেরানি এবং মাতা ইভোন্নে হাডসন ছিলেন একজন সহকারী।[২][৩] তার এক ভাই ছিল, নাম ফ্রাঙ্ক। ডেনিস নেব্রাস্কার কেনেসো ও লিংকনে বেড়ে ওঠেন। তিনি ১৯৫৫ সালে লিংকন হাই স্কুল থেকে পড়াশুনা সমাপ্ত করেন[৪] এবং নেব্রাস্কা ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের লিংকন কমিউনিটি থিয়েটার গ্রুপে অভিনয় করতেন। ১৯ বছর বয়সে তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে যান।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ পিটার শেলি (৮ নভেম্বর ২০১৩)। Sandy Dennis: The Life and Films। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 978-1-4766-0589-0।
- ↑ "Sandy Dennis Biography (1937–1992)"। ফিল্ম রেফারেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- ↑ ফে জুনিয়র, ফ্রান্সিস এক্স (৪ মার্চ ১৯৯২)। "Oscar, Tony winning actress Sandy Dennis dies of cancer at 54"। দি আওয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
- ↑ Lincoln High School (১৯৫৫)। The Links, vol. 39। লিংকন, নেব্রাস্কা: Lincoln High School। পৃষ্ঠা ৩৮।
- ↑ "Sandy Dennis"। ইয়াহু মুভিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে স্যান্ডি ডেনিস
(ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্যান্ডি ডেনিস
(ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে স্যান্ডি ডেনিস (ইংরেজি)