আলিসিয়া ভিকান্দার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলিসিয়া ভিকান্দার
Alicia Vikander
২০১৩ সালে ভিকান্দার
জন্ম
আলিসিয়া আমান্দা ভিকান্দার

(1988-10-03) ৩ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫)
গোটেনবার্গ, সুইডেন
মাতৃশিক্ষায়তনরয়েল সুইডিশ বেলে
পেশা
  • অভিনেত্রী
  • নর্তকী
কর্মজীবন২০০২–বর্তমান
দাম্পত্য সঙ্গীমাইকেল ফাসবেন্ডার (বি. ২০১৭)
পুরস্কারপূর্ণ তালিকা

আলিসিয়া আমান্দা ভিকান্দার (সুয়েডীয়: Alicia Amanda Vikander; সুয়েডিয়: [aˈliːsɪa vɪˈkandɛr] (শুনুন); জন্ম ৩ অক্টোবর ১৯৮৮) হলেন একজন সুইডিশ অভিনেত্রী এবং নর্তকী। গথেনবার্গে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ভিকান্দার শিশু অভিনেত্রী হিসেবে দ্য গোটেনবোর্গ অপেরায় অভিনয় শুরু করেন এবং স্টকহোমের রয়্যাল সুইডিশ বেলে স্কুলে ও নিউ ইয়র্কের স্কুল অব আমেরিকান বেলেতে বেলে নৃত্যের তালিম নেন। তিনি সুইডিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয় কর্মজীবন শুরু করেন এবং ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রচারিত টিভি ধারাবাহিক আন্দ্রা আভেনিন-এ জোসেফিন চরিত্রে অভিনয় করে উত্তর ইউরোপে খ্যাতি অর্জন করেন।

ভিকান্দারের চলচ্চিত্রের অভিষেক হয় পিওর (২০০৯) দিয়ে। ছবিটি তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য গুল্ডবেগ পুরস্কার এনে দেয়। ২০১২ সালে জো রাইট পরিচালিত আন্না কারেনিনা চলচ্চিত্রে যুবরাজ্ঞী একাতেরিনা "কিটি" আলেক্সান্দ্রোভ্‌না স্কের্বাৎস্কায়া এবং মাস মিগলসনের বিপরীতে ডেনিশ চলচ্চিত্র এন কঙ্গেলিগ আফ্যারে-এ রাণী ক্যারোলিন মাথিল্ডে চরিত্র দুটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। পরবর্তীতে ২০১৩ সালে তিনি সুয়েডীয় নাট্য চলচ্চিত্র হোটেল এবং জুলিয়ান অ্যাস্যাঞ্জের জীবনীমূলক দ্য ফিফথ এস্টেট চলচ্চিত্রে অভিনয় করেন।

পরের দুই বছরে ভিকান্দার টেস্টামেন্ট অব ইয়থ (২০১৪) এ ভেরা ব্রিটেন, এক্স মাকিনা (২০১৫) এ মানবসদৃশ রোবট এবং দ্য ডেনিশ গার্ল (২০১৫) এ চিত্রশিল্পী ভের্ডা ভেগনার চরিত্রে অভিনয় করেন। এক্স মাকিনা চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারবাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন, এবং দ্য ডেনিশ গার্ল চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাফটা পুরস্কার লাভ করেন।

২০১৬ সালে তিনি ফোর্বস সাময়িকীর "ত্রিশ অনূর্ধ্ব ত্রিশ" তালিকায় তালিকাভুক্ত হন।[১] ২০১৮ সালে তিনি টুম্ব রেইডার চলচ্চিত্রে লারা ক্রফ্‌ট চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ভিকান্দার ১৯৮৮ সালের ৩ অক্টোবর সুইডেনের গথেনবার্গে জন্মগ্রহণ করেন। তার পিতা স্‌ভান্তে ভিকান্দার একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং মাতা মারিয়া ফাল ভিকান্দার একজন মঞ্চ অভিনেত্রী। তার পিতা সুইডেনের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রামের এবং মাতা সুইডেনের উত্তরাঞ্চলের একটি ছোট গ্রামের বাসিন্দা ছিলেন। ভিকান্দারের যখন মাত্র দুই মাস বয়স তখন তাদের বিচ্ছেদ হয়ে যায়,[২][৩][৪] এবং তিনি তার একক মায়ের কাছে বেড়ে ওঠেন। তার বাবার দিক থেকে তার পাঁচজন সৎ ভাইবোন রয়েছে।[৫] ভিকান্দার বলেন তিনি তার মায়ের কাছে একমাত্র সন্তান হিসেবে বেড়ে ওঠেন এবং অন্যদিকে প্রতি দ্বিতীয় সপ্তাহে যখন তার পিতার বাড়িতে যেতেন তখন বড় একটি পরিবারে হৈ-হুল্লোড় করে তার সময় কেটে যেত।[৬] তার পূর্বপুরুষগণ বেশিরভাগই সুয়েডিয় এবং এক-চতুর্থাংশ ফিনীয়।

ভিকান্দার মাত্র সাত বছর বয়সে মঞ্চনাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি দ্য গোটেনবোর্গ অপেরায় মামা মিয়া!র নির্মাতা বিয়োর্ন উলভাউস এবং বেনি এন্ডারসনের লেখা ক্রিস্টিনা ফ্রান দুভেমালা মঞ্চনাটকে সাড়ে তিন বছর কাজ করেন।[৪] তিনি অপেরার কয়েকটি গীতিনাট্য, যেমন দ্য সাউন্ড অব মিউজিক এবং লে মিজেরাবল-এ অভিনয় করেন। ১৯৯৭ সালে তিনি টিভি৪-এর শিশুদের গানের অনুষ্ঠান স্মাসতিয়ার্নোর্নায় অংশগ্রহণ করেন এবং তিনি হেলেন সিয়োহোমের গাওয়া "দু মস্তে ফিনাস" গান পরিবেশন করেন।[৭] তিনি তার পরিবেশনার জন্য বিচারকদের প্রশংসা লাভ করেন এবং পুরস্কার জয় করেন।[৮]

কর্মজীবন[সম্পাদনা]

প্রারম্ভিক কর্মজীবন[সম্পাদনা]

ভিকান্দার তার অভিনয় জীবন শুরু করে সুইডেনে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।[৯] তিনি সুইডিশ টিভি ধারাবাহিক আন্দ্রা আভেনিন (২০০৮-২০১০) এ অভিনয় করে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে খ্যাতি লাভ করেন।[৭]

২০১০–১৪[সম্পাদনা]

২০১২ কান চলচ্চিত্র উৎসবে ভিকান্দার (ডানে) এবং পরিচালক লিসা লাংসেথ

ভিকান্দার তার প্রথম চলচ্চিত্র সুইডিশ ভাষার পিওর (২০১০) এ কাতারিনা চরিত্রে অভিনয় দিয়ে সমালোচকদের প্রশংসা অর্জন করেন। ছবিতে তাকে একজন বিপর্যস্ত অফিস সহকারীর চরিত্রে দেখা যায় যে তার জীবন থেকে পালাতে চায়। এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে স্টকহোম চলচ্চিত্র উৎসবে উঠতি তারকা পুরস্কার,[১০] বার্লিন চলচ্চিত্র উৎসবে শুটিং স্টার পুরস্কার[১১] এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে সম্মানসূচক গুল্ডবেগ পুরস্কার লাভ করেন।[১২]

২০১১ সালে তিনি ক্রোঞ্জুভেলের্না চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করেন। তাকে খুনের দায়ে আটক হওয়া ফ্রাগান্সিয়া ফার্ন্দান্দেজ চরিত্রে দেখা যায়। ভিকান্দার ২০১২ সালে প্রধান চরিত্রে কিরা নাইটলি অভিনীত তলস্তয়ের উপন্যাসের ইংরেজি ভাষার সংস্করণ, আনা কারেনিনা ছবিতে কিটি চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। ২০১২ টরোন্টো চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং ইতিবাচক সমালোচনা লাভ করে।[১৩] একই বছর তিনি নিকোলাই আর্সেল পরিচালিত ডেনীয় চলচ্চিত্র এন কঙ্গেলিগ আফ্যারে এ রাণী ক্যারোলিন মাথিল্ডে চরিত্রে অভিনয় করেন। ৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং সমালোচকগণ কর্তৃক সমাদৃত হয়।[১৪] ছবিটি ৮৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়।[১৫][১৬]

২০তম হ্যাম্পটন্স চলচ্চিত্র উৎসবে দেখার মত ১০ অভিনয়শিল্পীর একজন: ২০১২ সালের সফল অভিনয়ের তালিকায় তার নাম ওঠে আসে,[১৭] ২০১৩ সালে বাফটা উঠতি তারকা পুরস্কারের জন্য মনোনীত হন,[১৮] এবং ২০১৩ সালে ইলি স্টাইল পুরস্কারে সম্পাদকদের পছন্দ পুরস্কার লাভ করেন।[১৯]

২০১৪ সালে তিনি অস্ট্রেলীয় অপরাধ থ্রিলার সন অব আ গান-এ অভিনয় করেন।[২০] ছবিটি ২০১৪ সালের ১৬ই অক্টোবর মুক্তি পায় এবং মিশ্র প্রতিক্রিয়া লাভ করে;[২১] তবে ভিকান্দার তার অভিনয়ের জন্য প্রসংসিত হন।[২২]

২০১৫-বর্তমান[সম্পাদনা]

২০১৫ সান দিয়েগো কমিক-কন-এ ভিকান্দার।

২০১৫ সালে ভিকান্দার আটটি চলচ্চিত্রে অভিনয় করেন।[২৩] তিনি টম হুপার পরিচালিত দ্য ডেনিশ গার্ল (২০১৫) এ চিত্রশিল্পী ভের্ডা ভেগনার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি দ্বিতীয় সুয়েডীয় অভিনেত্রী হিসেবে এই পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, এবং শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২৪][২৫][২৬]

তিনি আলেক্স গারল্যান্ড পরিচালিত এক্স মাকিনা চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আভা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা ও প্রশংসা লাভ করেন।[২৭] এতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারবাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০১৬ সালে ভিকান্দার ম্যাট ডেমনের বিপরীতে পল গ্রিনগ্রাস পরিচালিত জেসন বর্ন চলচ্চিত্রে অভিনয় করেন। ইউনিভার্সাল পিকচার্সের এই ছবিটি ২০১৬ সালের ২৯শে জুলাই মুক্তি পায়।[২৮][২৯] তিনি পরবর্তীতে ডেরেক সিয়ানফ্রান্স পরিচালিত দ্য লাইট বিটুইন ওশান্‌স (২০১৬) ছবিতে মাইকেল ফাসবেন্ডারর‍্যাচেল ভাইসের সাথে অভিনয় করেন। ছবিটি ২০১৬ সালের ২রা সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[৩০][৩১] ভিকান্দার অভিনীত টুম্ব রেইডার ছবিটি ২০১৮ সালের ১৬ মার্চ মুক্তি পায়। এতে তাকে পূর্বে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত লারা ক্রফ্‌ট চরিত্রে দেখা যায়।[৩২][৩৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ভিকান্দার লন্ডনে বসবাস করেন।[৩৪][৩৫] ২০১৪ সালের শেষ দিকে তিনি মাইকেল ফাসবেন্ডারের সাথে সম্পর্কে জড়ান।[৩৬] ২০১৭ সালের ১৪ই অক্টোবর তিনি ফাসবেন্ডারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩৭]

রাজনীতি[সম্পাদনা]

ভিকান্দার একজন নারীবাদী এবং গণমাধ্যমে প্রকাশ্যে চলচ্চিত্রের লিঙ্গ অসমতার কথা বলেন:

"আমি একসাথে পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছি, এবং টিউলিপ ফিভার ছিল প্রথম চলচ্চিত্র যেখানে আমার অন্য কোন নারীর সাথে একটি দৃশ্য ছিল... পরিবর্তন হচ্ছে এবং আমি এর অংশীদার হতে চাই। আপনি দ্য হাঙ্গার গেমস বা দ্য ডাইভারজেন্ট সিরিজ: ইনসার্জেন্ট দেখুন, ছবিগুলো প্রমাণ করছে নারী চরিত্রও সফল ব্লকবাস্টার দিতে পারে।"[৩৮]

চলচ্চিত্রের তালিক[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা পরিচালক টীকা
২০১০ পিওর কাটরিনা লিসা লাংসেথ
২০১১ ক্রোঞ্জুভেলের্না ফ্রাগান্সিয়া ফার্নান্দেজ এলা লামহেগেন
২০১২ এন কঙ্গেলিগ আফ্যারে ক্যারোলিন মাথিল্ডে নিকোলাই আর্সেল
আনা কারেনিনা কিটি জো রাইট
২০১৩ দ্য ফিফথ এস্টেট আঙ্ক ডোমশেইট-বের্গ বিল কনডন
হোটেল এরিকা লিসা লাংসেথ
২০১৪ সন অব আ গান তাশা জুলিয়াস আভেরি
এক্স মাকিনা আভা আলেক্স গারল্যান্ড
সেভেন্‌থ সন অ্যালিস ডিন সের্গেই বদরভ
টেস্টামেন্ট অব ইয়ুথ ভেরা ব্রিটেন জেমস কেন্ট
২০১৫ দ্য ম্যান ফ্রম ইউ.এন.সি.এল.ই গ্যারি টেলার গাই রিচি
দ্য ডেনিশ গার্ল গের্ডা ভেগনার টম হুপার
বার্ন্ট অ্যান ম্যারি জন ওয়েলস
২০১৬ জ্যাসন বর্ন হিদার লি পল গ্রিনগ্রাস
দ্য লাইট বিটুইন ওশান্‌স ইসাবেল গ্রেস্মার্ক শেরবর্ন ডেরেক সিয়ানফ্রান্স
২০১৭ বার্ডস লাইক আস হুপ্পু ফারুক সাবানোভিচ ও আমেলা কুহারা কণ্ঠ
টিউলিপ ফিভার সোফিয়া স্যান্ডভুর্ট জাস্টিন চ্যাডউইক
সাবমার্জেন্স ড্যানিয়েল ফ্লিন্ডার্স ভিম ভেন্ডাস
ইউফোরিয়া আইনেস লিসা লাংসেথ
মুমিন্স অ্যান্ড দ্য উইন্টার ওয়ান্ডারল্যান্ড লিটল মাই / সরি-ও আইরা কার্পেলান ও জাকুব ভ্রন্‌স্কি কণ্ঠ
২০১৮ টুম্ব রেইডার লারা ক্রফ্‌ট রোর উথাওগ
ফ্রিক শিফট ডায়ানা লার্গো বেন হুইটলি প্রাক-নির্মাণ

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা পরিচালক
২০০৬ স্ট্যান্ডিং আউটসাইড ডোর্‌স আলিসিয়া স্তেফানো রোনালদো
২০০৭ ডার্কনেস অব ট্রুথ সান্দ্রা স্‌ভেনসন ক্রিস্টিয়ান এ. সোডারস্ট্রোম
দ্য রেইন নর্তকী পন্টাস লিডবার্গ
২০০৮ মাই নেম ইজ লাভ ফ্রেদরিকা ডেভিড ফার্ডমার
২০০৯ সুসান্‌স লংগিং অ্যাপার্টমেন্টে তরুণী ক্রিস্টিয়ান এ. সোডারস্ট্রোম
২০১১ জেউ দে চিনেস সুয়েডিয় তরুণী খাজাগ সোদিয়ান
২০১৫ ইংরিদ বারিমান: ইন হার ওন ওয়ার্ড্‌স বর্ণনাকারী স্টিগ বিয়োর্কমান
দ্য ম্যাজিক ডিনার স্বয়ং নিকলাস লারসন

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রোবমেড, ন্যাটালি (২৮ ফেব্রুয়ারি ২০১৬)। "Forbes 30 Under 30 Alicia Vikander Wins Best Supporting Actress Oscar"ফোর্বস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮ 
  2. MacNab, Geoffrey (১৫ সেপ্টেম্বর ২০১২)। "Alicia Vikander – Make room for a new Swedish sensation"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  3. "LĂśrdagsintervjun: ELLE mĂśter Alicia Vikander | ELLE" (সুইডিশ ভাষায়)। Elle.se। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  4. Rob Haskell (১৪ ডিসেম্বর ২০১৫)। "Alicia Vikander: The Danish Girl Star Jumps Out of a Plane and Talks Overnight Fame"ভোগ (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  5. "Golden Girl: Alicia Vikander | Film, Fashion" (ইংরেজি ভাষায়)। Hunger TV। ৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  6. Dehn, Georgia (১১ ফেব্রুয়ারি ২০১৫)। "Why Alicia Vikander is the actress to watch in 2015" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  7. Gustafsson, Josefine (২৯ ফেব্রুয়ারি ২০১৬)। "Alicia Vikander: Från "Småstjärnorna" till Oscarsvinnare"Ystads Allehanda (সুইডিশ ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  8. "Här deltar Alicia Vikander i "Småstjärnorna" – som 8-åring"Aftonbladet (সুইডিশ ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  9. "Actress Spotlight: Alicia Vikander" (ইংরেজি ভাষায়)। এন্টারটেইনমেন্ট ফিউজ। ১০ নভেম্বর ২০১৪। ১৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  10. "Focus on the young stars of Testament of Youth" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি টেলিগ্রাফ। ২২ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  11. "Lördagsintervjun: ELLE möter Alicia Vikander" (সুইডিশ ভাষায়)। Elle.se। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  12. "Alice Vikander" (সুইডিশ ভাষায়)। গুল্ডবেজ পুরস্কার। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  13. "Critic Reviews for Anna Karenina" (ইংরেজি ভাষায়)। মেটাক্রিটিক। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  14. "A Royal Affair"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। ফ্লিক্সটার। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  15. Lawrence, Vanessa (ডিসেম্বর ২০১১)। "Alicia Vikander"ডব্লিউ (ইংরেজি ভাষায়)। Condé Nast: 71। ১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  16. "Oscars: Hollywood announces 85th Academy Award nominations"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  17. বারিল্‌স্কি, নিকোল (৪ অক্টোবর ২০১২)। "Hamptons International Film Festival:Variety's Ten Actors To Watch Roundtable Discussion"হ্যাম্পটন্স (ইংরেজি ভাষায়)। ১৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  18. ডিন, সারা (৭ জানুয়ারি ২০১৩)। "BAFTA EE Rising Star Award Nominees: Alicia Vikander, Andrea Riseborough, Elizabeth Olsen, Juno Temple And Suraj Sharma"হ্যাম্পটন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  19. মরগান, মেবেল (১৯ জানুয়ারি ২০১৫)। "5 Minutes With Alicia Vikander"ইলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  20. "Son of a Gun: Trailer"এসবিএস অন ডিমান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮ 
  21. "Son of a Gun"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। ফ্লিক্সস্টার। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮ 
  22. লাইটেলটন, অলিভার (২০ জানুয়ারি ২০১৫)। "Review: Forgettable Crime Flick 'Son Of A Gun' Starring Ewan McGregor, Alicia Vikander, & Brenton Thwaites"ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮ 
  23. "Why Alicia Vikander is the actress to watch in 2015"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। লন্ডন। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  24. "Oscar nominations 2016: The Revenant leads field, Mad Max in second place"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  25. "Golden Globe Nominations: The Complete List"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  26. Tartaglione, Nancy। "BAFTA Nominations: 'Bridge Of Spies', 'Carol' Lead – Full List – Deadline"ডেডলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  27. "Ex Machina"ড্রেড সেন্ট্রাল (ইংরেজি ভাষায়)। ড্রিড সেন্ট্রাল। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  28. Jaafar, Ali (২৩ জুন ২০১৫)। "Alicia Vikander Confirmed For Bourne Sequel Opposite Matt Damon" (ইংরেজি ভাষায়)। ডেডলাইন। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  29. ফোচ, হ্যালেই (১৮ জুলাই ২০১৬)। "'Jason Bourne': 17 New Images Find Matt Damon's Superspy Back in Action"কলিডার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  30. McClintock, Pamela (৯ ফেব্রুয়ারি ২০১৬)। "Michael Fassbender, Alicia Vikander's 'Light Between Oceans' Lands Fall Release Date"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  31. Fleming Jr, Mike (১৯ জুন ২০১৪)। "Alicia Vikander Landing Leads In 'Light Between Oceans' And 'Danish Girl'"ডেডলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  32. ক্রোল, জাস্টিন (২৮ এপ্রিল ২০১৬)। "Alicia Vikander to Play Lara Croft in 'Tomb Raider' Reboot"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  33. ম্যাকন্যারি, ডেভ (৭ জুলাই ২০১৬)। "Alicia Vikander's 'Tomb Raider' Gets 2018 Release Date"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮ 
  34. "Alicia Vikander: The North Star"ডব্লিউ ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৫। ১২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  35. "Alicia Vikander won't live in America" (ইংরেজি ভাষায়)। এক্সপোজ। ১৬ জানুয়ারি ২০১৬। ৩ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  36. "We've never hidden the fact that we're a couple"মেইল অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 
  37. "Michael Fassbender and Alicia Vikander are married"এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  38. "Alicia Vikander: 'I made five films in a row before I had a scene with another woman'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ডিসেম্বর ১৩, ২০১৫। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]