মিরা সরভিনো
মিরা সরভিনো | |
---|---|
ইংরেজি: Mira Sorvino | |
জন্ম | মিরা ক্যাথরিন সরভিনো সেপ্টেম্বর ২৮, ১৯৬৭ |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (বিএ) |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ক্রিস্টোফার বাকাস (বি. ২০০৪) |
সন্তান | ৪ |
পিতা-মাতা |
|
আত্মীয় | মাইকেল সরভিনো (ভাই) |
মিরা ক্যাথরিন সরভিনো (ইংরেজি: Mira Katherine Sorvino; /ˈmiːrə
তিনি রমি অ্যান্ড মিশেলস হাই স্কুল রিইউনিয়ন (১৯৯৭), মিমিক (১৯৯৭), লুলু অন দ্য ব্রিজ (১৯৯৮), দ্য রিপ্লেসমেন্ট কিলার্স (১৯৯৮), সামার অব স্যাম (১৯৯৯) ও লাইক ড্যান্ডেলিয়ন ডাস্ট (২০০৯) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। টেলিভিশনে তিনি নর্মা জিন অ্যান্ড মেরিলিন (১৯৯৬)-এ মেরিলিন মনরো চরিত্রে অভিনয়ের জন্য সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং নর্মা জিন অ্যান্ড মেরিলিন ও হিউম্যান ট্র্যাফিকিং (২০০৫)-এর জন্য দুইবার সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সরভিনো ১৯৬৭ সালের ২৮শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জন্মগ্রহণ করেন।[১] তার মাতা লরেইন রুথ ডেভিস আলঝেইমার রোগের থেরাপিস্ট ও সাবেক অভিনেত্রী এবং তার পিতা পল সরভিনো একজন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।[২] তার দুই ভাইবোন রয়েছে, তারা হলেন মাইকেল ও অ্যামান্ডা সরভিনো। তিনি পিতার দিক থেকে ইতালীয় বংশোদ্ভূত।[৩]
তিনি নিউ জার্সি অঙ্গরাজ্যের টেনাফ্লাই শহরে বেড়ে ওঠেন।[৪] সেখানে তিনি তার শৈশবের বন্ধু হোপ ডেভিসের সাথে বাড়ির উঠানে নাটক লিখতেন ও অভিনয় করতেন এবং ডোয়াইট-ইঙ্গলউড স্কুলের নাটকে অভিনয় করতেন।[৫] শৈশবে তিনি তার মায়ের সামাজিক কাজের দ্বারা অনুপ্রাণিত হন।[৬] সরভিনো উচ্চ বিদ্যালয়ে ভালো ফলাফল করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। তিনি একচেঞ্জ শিক্ষার্থী হিসেবে চীনের বেইজিংয়ে সিআইইই-তে এক বছর পড়াশোনা ম্যান্ডারিন চীনা নিয়ে পড়াশোনা করেন।[৭] ১৯৮৯ সালে তিনি পূর্ব এশীয় শিক্ষা নিয়ে হার্ভার্ড ম্যাগনা কাম লড ডিগ্রি অর্জন করেন।[৮] হার্ভার্ডে পড়াকালীন তিনি ১৯৮৫ সালে হার্ভার্ড-র্যাডক্লিফ ভেরিটোনস প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।[৯]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৪ সালে রবার্ট রেডফোর্ডের কুইজ শো ও হুইট স্টিলম্যানের বার্সেলোনা চলচ্চিত্রে ছোট দুটি চরিত্রে অভিনয়ের পর তিনি উডি অ্যালেনের মাইটি আফ্রোদিতি (১৯৯৫) চলচ্চিত্রে সদা-হাস্যোজ্জ্বল যৌনকর্মী চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। রোলিং স্টোন-এর পিটার ট্র্যাভার্স লিখেন, "চলচ্চিত্রটি সরভিনোর জন্য একটি প্রদর্শনী... যিনি রোমাঞ্চকর অভিনয় পারদর্শিতা দেখিয়েছেন",[১০] এবং ভ্যারাইটির টড ম্যাকার্থি লিখেন, "এই চলচ্চিত্রের সবচেয়ে বড় বিস্ময় ও আকর্ষণ ছিলেন সরভিনো।"[১১] এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি তারকা খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[১২][১৩] চলচ্চিত্রটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি এনে দিলেও তিনি বলেন এই চলচ্চিত্রের দৃশ্যধারণ খুবই চাপযুক্ত ছিল। তিনি বলেন, "প্রতি রাতে নতুন করে স্নায়ুবৈকল্য ঘটত। আমি কাঁদতাম ও ঈশ্বরের সাথে কথা বলতাম, আমি খুবই স্নায়ুচাপে ছিলাম। পরের দিন আমি আমার দৃশ্যগুলো নিয়ে কাজ করতাম।"[৬]
১৯৯৬ সালে তিনি এইচবিওর নর্মা জিন অ্যান্ড মেরিলিন (১৯৯৬) টিভি চলচ্চিত্রে মেরিলিন মনরো চরিত্রে অভিনয় করে সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৪] তিনি ১৯৯৭ সালে লিসা কুড্রোর সাথে রমি অ্যান্ড মিশেলস হাই স্কুল রিইউনিয়ন ও গিয়ের্মো দেল তোরোর ভীতিপ্রদ চলচ্চিত্র মিমিক, ১৯৯৮ সালে লুলু অন দ্য ব্রিজ ও দ্য রিপ্লেসমেন্ট কিলার্স এবং ১৯৯৯ সালে ভাল কিলমারের সাথে অ্যাট ফার্স্ট সাইট ও স্পাইক লির সামার অব স্যাম (১৯৯৯) চলচ্চিত্রে অভিনয় করেন।
তিনি লাইফটাইমের হিউম্যান ট্র্যাফিকিং (২০০৫) টিভি চলচ্চিত্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট প্রতিনিধি চরিত্রে অভিনয়ের জন্য আরেকবার সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mira Sorvino"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ লরিনো, মারিয়া (২৮ আগস্ট ১৯৯৪)। "The Many Screen Ethnicities of Mira Sorvino"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ ওনিল, শন (২৩ নভেম্বর ২০১১)। "Mira Sorvino Random Roles"। দি এ.ভি. ক্লাব। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ সিল, মার্ক। "Mira Sorvino's Barcelona"। আমেরিকান ওয়ে। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ এর্ভোলিনো, বিল (১০ অক্টোবর ২০১৭)। "Tenafly's Mira Sorvino says she was a Weinstein victim"। নর্থ জার্সি মিডিয়া গ্রুপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ ক খ "Mira Sorvino"। বায়োগ্রাফি.কম। দ্য বায়োগ্রাফি চ্যানেল। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ ব্রেনান, স্যান্ড্রা। "Mira Sorvino"। অলমুভি। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ "Notable Graduates"। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মে ১২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ "The Harvard-Radcliffe Veritones"। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এপ্রিল ১৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ ট্র্যাভার্স, পিটার (১১ জানুয়ারি ১৯৯৬)। "Mighty Aphrodite"। রোলিং স্টোন। নভেম্বর ২৪, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ ম্যাকার্থি, টড (৪ সেপ্টেম্বর ১৯৯৫)। "Mighty Aphrodite"। ভ্যারাইটি। মার্চ ৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ "The 68th Academy Awards"। ১৯৯৬। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ "Winners & Nominees 1996"। গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
- ↑ ক খ "Mira Sorvino"। গোল্ডেন গ্লোবস। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৬৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- নিউ জার্সির অভিনেত্রী
- ম্যানহাটনের ব্যক্তি
- মার্কিন খ্রিস্টান
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র) বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার বিজয়ী
- লস অ্যাঞ্জেলেসের অভিনেত্রী