জ্যান স্টার্লিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যান স্টার্লিং
Jan Sterling
স্প্লিট সেকেন্ড (১৯৫৩)-এ স্টার্লিং
জন্ম
জেন স্টার্লিং অ্যাড্রিয়ান্স

(১৯২১-০৪-০৩)৩ এপ্রিল ১৯২১
মৃত্যু২৬ মার্চ ২০০৪(2004-03-26) (বয়স ৮২)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিসেন্ট পল্‌স কোভেন্ট গার্ডেন, ইংল্যান্ড
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৭-১৯৮৮
দাম্পত্য সঙ্গীজন ম্যারিভেল
(বি. ১৯৪১; বিচ্ছেদ. ১৯৪৮)

পল ডগলাস
(বি. ১৯৫০; মৃ. ১৯৫৯)
সন্তান

জ্যান স্টার্লিং (জন্ম জেন স্টার্লিং অ্যাড্রিয়ান্স, ৩ এপ্রিল ১৯২১ - ২৬ মার্চ ২০০৪) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অভিনয় করতেন। ১৯৫০-এর দশকে অ্যাক্টরস স্টুডিওতে যোগদানের পর তিনি চলচ্চিত্রে সক্রিয় হয়ে ওঠেন।[১] তিনি দ্য হাই অ্যান্ড মাইটি (১৯৫৪) চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন, এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যতম সেরা কাজ ছিল কার্ক ডগলাসের বিপরীতে বিলি ওয়াইল্ডারের এইস ইন দ্য হোল (১৯৫১) চলচ্চিত্রে সুবিধাবাদী স্ত্রীর চরিত্র।[২] ১৯৬০-এর দশকে তার কর্মজীবনে ছন্দপতন হলেও তিনি পরবর্তী কালে মাঝে মাঝে টেলিভিশন ও মঞ্চে অভিনয় চালিয়ে যান।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

স্টার্লিং ১৯২১ সালের ৩রা এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার মাতা এলিনর ওয়ার্ড (বিবাহপূর্ব ডিন্স) এবং পিতা উইলিয়াম অ্যালেন অ্যাড্রিয়েন্স জুনিয়র ছিলেন একজন স্থপতি ও বিজ্ঞাপন নির্বাহী।[৩] তার ছোট বোন অ্যান "মিমি" অ্যান্ড্রিয়েন্স ছিলেন একজন মডেল ও ব্যবসায়ী।[৪] জেন ধনাঢ্য পরিবারে বেড়ে ওঠেন এবং প্রাইভেট স্কুলে পড়াশোনা করেন। এরপর তারা সপরিবারে প্রথমে ইউরোপ ও পরে দক্ষিণ আমেরিকা চলে যান। ইউরোপে তিনি লন্ডন ও প্যারিসে প্রাইভেট শিক্ষকের অধীনে পড়াশোনা করেন এবং লন্ডনে ফে কম্পটন্‌স ড্রামাটিক স্কুলে অধ্যয়ন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৪৭ সালে টাইকুন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি জেন ড্যারিয়ান নামে চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন। রুথ গর্ডন পরবর্তী কালে তাকে তার মঞ্চনাম পরিবর্তনের জন্য বললে তিনি তাতে সম্মত হন এবং নাম পরিবর্তন করে জ্যান স্টার্লিং রাখেন।[৫] ১৯৫১ সালে তিনি কার্ক ডগলাসের বিপরীতে বিলি ওয়াইল্ডারের এইস ইন দ্য হোল চলচ্চিত্রে সুবিধাবাদী স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।[৬] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন। ১৯৫৪ সালে তিনি দ্য হাই অ্যান্ড মাইটি চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন, এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. গারফিল্ড, ডেভিড (১৯৮০)। "Birth of The Actors Studio: 1947-1950"। A Player's Place: The Story of The Actors Studioবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। নিউ ইয়র্ক: ম্যাকমিলান পাবলিশিং কোং। পৃষ্ঠা ৭৫, ৭৬। আইএসবিএন 0-02-542650-8 
  2. বার্গান, রোনাল্ড (মার্চ ২৯, ২০০৪)। "Obituary: Jan Sterling"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  3. উইলিস, জন (২০০৬)। Screen World: 2005 Film Annual। হ্যাল নিওনার্ড কর্পোরেশন। পৃষ্ঠা ৩৮৭, ৪৫৩। আইএসবিএন 1-55783-667-1 
  4. "obituary - legacy"লিগ্যাসি। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  5. "Jan Sterling - The Private Life and Times of Jan Sterling. Jan Sterling Pictures."গ্ল্যামার গার্লস অভ দ্য সিলভার স্ক্রিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 
  6. "Obituary: Jan Sterling"দ্য টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]