বাংলাদেশী হিন্দুদের তালিকা
অবয়ব
এই নিবন্ধে বাংলাদেশের উল্লেখযোগ্য বিশিষ্ট হিন্দুদের একটি অসম্পূর্ণ তালিকা রয়েছে ।
রাজনীতিবিদ
[সম্পাদনা]- অমূল্য লাহিড়ী[১] (প্রয়াত), (বাংলাদেশী কমিউনিস্ট বিপ্লবী)
- অনিল মুখার্জি (প্রয়াত), (বাংলাদেশী কমিউনিস্ট বিপ্লবী ও লেখক)
- সুরঞ্জিত সেনগুপ্ত (প্রয়াত), (সাবেক সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী, আওয়ামী লীগ)
- জয়া সেনগুপ্ত (সাংসদ, আওয়ামী লীগ)
- রমেশ চন্দ্র সেন (সাংসদ ও সাবেক পানিসম্পদ মন্ত্রী ,আওয়ামী লীগ)
- ক্ষিতীশ চন্দ্র মন্ডল (প্রয়াত), (সাবেক কৃষি, ত্রাণ ও পুর্নবাসন প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ)
- পীযুষ কান্তি ভট্টাচার্য্য (সাবেক সংসদ সদস্য , আওয়ামী লীগ)
- চিত্তরঞ্জন সুতার (প্রয়াত), (সাবেক সাংসদ, আওয়ামী লীগ)
- ফণী ভূষণ মজুমদার (প্রয়াত),( সাবেক সংসদ সদস্য, সাবেক খাদ্য মন্ত্রী, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, আওয়ামী লীগ)
- নারায়ন চন্দ্র চন্দ (সাংসদ ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, আওয়ামী লীগ)
- হরনাথ বাইন (প্রয়াত), (প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ)
- সুধাংশু শেখর হালদার, (প্রয়াত) (সাংসদ, আওয়ামী লীগ)
- সতীশ চন্দ্র রায় (প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ)
- গোপাল কৃষ্ণ মহারত্ন (প্রাক্তন সাংসদ, আওয়ামী লীগ)
- পঞ্চানন বিশ্বাস (সাংসদ, আওয়ামী লীগ)
- গয়েশ্বর চন্দ্র রায় ( সাবেক সংসদ সদস্য , সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বিএনপি)
- গৌতম চক্রবর্তী (সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, বিএনপি)
- গৌতম কুমার মিত্র (বিএনপি)
- নিতাই রায় চৌধুরী (বিএনপি, পূর্বে জাতীয় পার্টি),(সাবেক সংসদ সদস্য ,সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক যুুব ক্রীড়া প্রতিমন্ত্রী, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী)
- বিপ্লব পোদ্দার (বিএনপি)
- গৌরব কুমার কুন্ডু (বিএনপি)
- মনোরঞ্জন শীল গোপাল (সাংসদ, আওয়ামী লীগ)
- বিমল বিশ্বাস (ওয়ার্কার্স পার্টি)
- পঙ্কজ নাথ (সাংসদ, আওয়ামী লীগ)
- ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (সাংসদ, আওয়ামী লীগ)
- সুজিত রায়নন্দী (আওয়ামী লীগ)
- ননী গোপাল মণ্ডল (সাবেক সাংসদ , আওয়ামী লীগ)
- বীরেন শিকদার (সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ)
- মুকুল বসু (আওয়ামী লীগ, প্রাক্তন সচিব)
- অসীম কুমার উকিল (সাংসদ, আওয়ামী লীগ)
- নেপাল কৃষ্ণ দাস (বিকল্প ধারা, পূর্বে হিন্দু লীগ)
- রঞ্জিত কুমার ঘোষ (সাবেক সাংসদ , আওয়ামী লীগ)
- ধীরেন্দ্র নাথ সাহা (সাবেক সাংসদ,বিএনপি, পূর্বে আওয়ামী লীগ)
- শ্রী নারায়ণ চন্দ্র সাহা মনি (আওয়ামী লীগ)
- নিপুণ রায় চৌধুরী (বিএনপি)
- সুরঞ্জন ঘোষ (বিএনপি)
- সাধন চন্দ্র মজুমদার (সাংসদ ও খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগ)
- অপু উকিল (সাবেক নারী সংসদ সদস্য , সাধারণ সম্পাদক, আওয়ামী যুব মহিলা লীগ)
- ছবি বিশ্বাস (সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ)
- মানু মজুমদার (সাংসদ, আওয়ামী লীগ)
- প্রাণ গোপাল দত্ত (সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ)
- নির্মল রঞ্জন গুহ ( বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি)
- কুজেন্দ্র লাল ত্রিপুরা (সাংসদ, প্রতিমন্ত্রী মর্যাদা প্রাপ্ত ,আওয়ামী লীগ)
- রণজিত কুুুুমার রায়(সংসদ সদস্য, আওয়ামী লীগ)
- স্বপন ভট্টাচার্য (পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও সাংসদ ,আওয়ামী লীগ)
- লেখক ভট্টাচার্য (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র লীগ)
- কম্পরাম সিং, (সাম্যবাদী রাজনীতিবিদ)
- বিজন সেন, (সাম্যবাদী রাজনীতিবিদ)
- সুখেন ভট্টাচার্য, (সাম্যবাদী রাজনীতিবিদ)
- আশুতোষ ভরদ্বাজ, (সাম্যবাদী রাজনীতিবিদ)
- প্রতুল ভট্টাচার্য, (ব্রিটিশবিরোধী বিপ্লবী ও বাংলাদেশি রাজনীতিবিদ)
- সুভাষ সিংহ রায়, (রাজনীতিবিদ)
- সতীন সেন, (রাজনীতিবিদ)
- প্রাণকুমার সেন, (রাজনীতিবিদ)
- গুরুদাস তালুকদার, (সাম্যবাদী রাজনীতিবিদ)
- কমরেড অজয় ভট্টাচার্য, (সাম্যবাদী রাজনীতিবিদ)
সামরিক ও পুলিশ বাহিনী
[সম্পাদনা]লেফটানেন্ট কর্নেল ও তদুর্ধ্ব
- চিত্তরঞ্জন দত্ত (বীর উত্তম), অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
- জীবন কানাই দাস, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
- ড. অঞ্জন কুমার দেব, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল
- ড. বিজয় কুমার সরকার, মেজর জেনারেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
- বনজ কুমার মজুমদার, অ্যাডিশনাল আইজিপি
- দেবদাস ভট্টাচার্য্য, অ্যাডিশনাল আইজিপি
- ড. দেবাশিষ সাহা, কর্নেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
- ড. রঞ্জিত কুমার মিস্ত্রি, লেফটানেন্ট কর্নেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
- ড. দীপক কুমার পালচৌধুরী, লেফটানেন্ট কর্নেল। বর্তমানে ঢাকার আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অধ্যাপক রূপে কর্মরত।
- লে.কর্ণেল(অবঃ) চন্দ্রকান্ত দাশ
খেলাধুলা
[সম্পাদনা]- ব্রজেন দাস (সাঁতার)
- বিমল চন্দ্র তরফদার (অ্যাথলেটিকস)
- অমলেশ সেন (ফুটবল)
- বিপ্লব ভট্টাচার্য (ফুটবল)
- রজনী কান্ত বর্মণ (ফুটবল)
- অরূপ কুমার বৈদ্য (ফুটবল)
- অলোক কাপালি (ক্রিকেট)
- তাপস বৈশ্য (ক্রিকেট)
- ধীমান ঘোষ (ক্রিকেট)
- শুভাশিস রায় (ক্রিকেট)
- সৌম্য সরকার (ক্রিকেট)
- শুভাগত হোম (ক্রিকেট)
- লিটন দাস (ক্রিকেট)
- রনি তালুকদার (ক্রিকেট)
- পিনাক ঘোষ (ক্রিকেট)
- শুভাশিষ রায় (ক্রিকেট)
- সঞ্জিত সাহা (ক্রিকেট)
- প্রিতম কুমার (ক্রিকেট)
- আভিষেক মিত্র (ক্রিকেট)
কলা
[সম্পাদনা]- সুরেন্দ্র নারায়ণ দাশ (উচ্চাঙ্গ সংগীত)
- সুধীন দাশ (নজরুল সঙ্গীত)
- অনিল কুমার সাহা (উচ্চাঙ্গ সংগীত)
- সুবীর নন্দী (গায়ক)
- বিপুল ভট্টাচার্য (গায়ক)
- অলকা দাশ (উচ্চাঙ্গ সংগীত)
- তপন চৌধুরী (গায়ক)
- সুবল দাস (সংগীতস্রষ্টা)
- সুভাষ দত্ত (চিত্র পরিচালক)
- দেবাশীষ বিশ্বাস (চিত্র পরিচালক)
- প্রবীর মিত্র (অভিনেতা)
- অনুপ ভট্টাচার্য[২] (সংগীত শিল্পী)
- মানস বন্দ্যোপাধ্যায়[৩] (ছোটপর্দার নন্দিত অভিনেতা)
- পীযুষ বন্দ্যোপাধ্যায় (অভিনেতা)
- জয়ন্ত চট্টোপাধ্যায় (অভিনেতা)
- চঞ্চল চৌধুরী (অভিনেতা)
- কল্যাণ মিত্র (লেখক, অভিনেতা, পরিচালক এবং নাট্যকার)
- জাম্বু (অভিনেতা)
- বাপ্পি চৌধুরী (অভিনেতা)
- অরুণ সাহা (অভিনেতা)
- মনোজ কুমার প্রামাণিক (অভিনেতা)
- চিত্রলেখা গুহ (অভিনেত্রী)
- অঞ্জু ঘোষ (অভিনেত্রী)
- পূজা চেরি (অভিনেত্রী)
- অপর্ণা ঘোষ (অভিনেত্রী)
- বিদ্যা সিনহা সাহা মীম (অভিনেত্রী)
- অপু বিশ্বাস (অভিনেত্রী)
- শবনম (অভিনেত্রী)
- পপি রাণি কুরি (অভিনেত্রী)
- শুভ্র দেব (গায়ক)
- রথীন্দ্রনাথ রায় (গায়ক)
- আরতি ধর (গায়িকা)
- শেফালি ঘোষ (গায়িকা)
- অনিমা রায় (গায়িকা)
- গোবিন্দ হালদার (সংগীতস্রষ্টা)
- মানস কুমার দাশ[৪] (নজরুল সঙ্গীত)
- বিজয় সরকার (সংগীতস্রস্টা)
- অজিত রায় (গায়ক ও সংগীতস্রষ্টা)
- কুমার বিশ্বজিৎ (গায়ক)
- নকুল কুমার বিশ্বাস (গায়ক)
- রন্টি দাশ (গায়িকা)
- কিশোর দাস (গায়ক)
- অবন্তী দেব সিঁথি (গায়িকা)
- ঊর্মিলা শ্রাবন্তী কর (মডেল)
- সঞ্চিতা দত্ত (মডেল)
- রাতুল রায় হৃদয় (ইউটিউবার)
চারুকলা ও সাহিত্য
[সম্পাদনা]- নির্মলেন্দু গুণ (কবি)
- মহাদেব সাহা (কবি)
- রামেন্দু মজুমদার (গণমাধ্যম ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব)
- অলীক ঘোষ
- শিশির ভট্টাচার্য্য (আধুনিক শিল্প/কার্টুন)
- সমর মজুমদার, চিত্রশিল্পী
- নিতুন কুন্ডু (চারুকলা)
- স্বরোচিষ সরকার (আভিধানিক, বৈয়াকরণ ও ভাষাবিজ্ঞানী)
- মুন্নী সাহা (গণমাধ্যম ব্যক্তিত্ব)
- শ্যামল দত্ত (গণমাধ্যম ব্যক্তিত্ব)
- প্রণব কুমার সত্যব্রত(কবি)
বিদ্বজ্জন
[সম্পাদনা]- স্যার জগদীশ চন্দ্র বসু (ব্রিটিশ বাঙালি বিজ্ঞানী)
- রণদা প্রসাদ সাহা (মানবতাবাদী)
- বিনোদবিহারী চৌধুরী (বিপ্লবী)
- জ্ঞানতাপস যোগেশচন্দ্র সিংহ (শিক্ষাবিদ)
- জ্ঞানভাস্কর বিভূতিভূষণ ভট্টাচার্য (শিক্ষাবিদ)
- জাস্টিস দেবেশ চন্দ্র ভট্টাচার্য
- অধ্যাপক অরুণ কুমার বসাক (গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
- অধ্যাপক সনৎ কুমার সাহা (গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়) - একুশে পদক প্রাপ্ত
- অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য (গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়) - জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য
- রথীন্দ্রনাথ বোস (চিকিৎসাবিজ্ঞানী, রসায়নবিদ)
- অলীক কুমার গুপ্ত (বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত মেজর)
- সত্যেন সেন (প্রগতি লেখক ও শিল্পী সংঘ, উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা)
- ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য (অর্থনীতিবিদ)
- অধ্যাপক (ডাঃ) প্রাণগোপাল দত্ত (গবেষক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)
- অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক (গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়)
- অধ্যাপক অজয় রায় (বাংলাদেশী পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও মানবাধিকারকর্মী)
- অধ্যাপক বিশ্বজিৎ চন্দ (আইনবিদ, গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
- অধ্যাপক দিব্যদ্যুতি সরকার (গবেষক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
- আরমা দত্ত (বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও সাবেক সংসদ সদস্য)
- সুবিনয় নন্দী (অর্থনীতিবিদ, রাষ্ট্রসংঘ)
- স্বপন কুমার বালা (গবেষক)
- অশোক কে. কর্মকার (প্রাক্তন জজ ও ইউএস অ্যাটর্নি)
- ড. অরুণ কুমার গোস্বামী (গবেষক)
- অমৃতলাল দে (সমাজসেবী ও শিক্ষাব্রতী)
- মনোরঞ্জন শীল গোপাল (শিক্ষাবিদ)
- বিচারপতি এস কে সিনহা (প্রাক্তন প্রধান বিচারপতি)
- বিচারপতি ভবানীপ্রসাদ সিনহা
- সুশান্ত পাল (সরকারি কর্মকর্তা ও লেখক)
- ড. সরোজ কান্তি সিংহ হাজারী (রসায়নবিদ)
- অধ্যাপক হারাধন নাগ (রসায়নবিদ)
- সঞ্জিত কুমার গুহ (রসায়নবিদ)
- সত্য প্রসাদ মজুমদার (বুয়েটের সাবেক উপাচার্য)
- নিতাই চন্দ্র সূত্রধর (বুটেক্সের ১ম উপাচার্য)
- মিহির রঞ্জন হালদার (কুয়েটের সাবেক উপাচার্য)
- কুশল বরণ চক্রবর্ত্তী (সহকারী অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
পাকিস্তান আমলে শহীদ বুদ্ধিজীবী
[সম্পাদনা]- ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)
- জ্যোতির্ময় গুহঠাকুরতা (গবেষক)
- সন্তোষচন্দ্র ভট্টাচার্য (পন্ডিত)
- গোবিন্দ চন্দ্র দেব (গবেষক)
- সরোজ কুমার নাথ অধিকারী (শহীদ বুদ্ধিজীবী)
- মধুসূদন দে (শহীদ বুদ্ধিজীবী)
- রামরঞ্জন ভট্টাচার্য (শহীদ বুদ্ধিজীবী)
- ডা. কালাচাঁদ রায় (শহীদ বুদ্ধিজীবী)
- রমণীকান্ত নন্দী[৫] (শহীদ বুদ্ধিজীবী)
- অবিনাশ কুমার নাগ[৬] (শহীদ বুদ্ধিজীবী)
- শিবসদন চক্রবর্তী (শহীদ বুদ্ধিজীবী)
- শংকু সমজদার, (শহীদ)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মুক্তিযুদ্ধ ও কমরেড অমূল্য লাহিড়ী"। দৈনিক জনকণ্ঠ। ডিসেম্বর ১২, ২০১৪।
- ↑ "প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই"। দৈনিক কালের কণ্ঠ। মে ৭, ২০২১।
- ↑ "Manas Bandopadhyay"। যায়যায়দিন। এপ্রিল ১২, ২০২৩।
- ↑ https://www.thedailystar.net/the-depth-of-nazruls-lyrics-attracts-me-40066
- ↑ "রমণীকান্ত নন্দী"। সংগ্রামের নোটবুক।
- ↑ "স্বাধীনতার ৫৩ বছর পর শহীদ বুদ্ধিজীবী স্বীকৃতি পেলেন অবিনাশ নাগ"। Suprobhat Michigan। ফেব্রুয়ারি ২১, ২০২৪।