ঊর্মিলা শ্রাবন্তী কর
ঊর্মিলা শ্রাবন্তী কর | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
পরিচিতির কারণ | লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা |
দাম্পত্য সঙ্গী | বিবাহিতা |
পিতা-মাতা | অনন্ত কর (পিতা) তৃপ্তি কর (মাতা) |
ঊর্মিলা শ্রাবন্তী কর (জন্ম ১৮ জুলাই ১৯৯০, টাঙ্গাইল) বাংলাদেশের একজন মডেল, অভিনেত্রী।[১] ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি পঞ্চম-স্থান লাভ করেন।[২] এই প্রতিযোগিতার মধ্য দিয়েই মিডিয়ায় তার পথ চলা শুরু হয়।[৩]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
১৯৯০ সালের ১৮ জুলাই তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর ও মা তৃপ্তী কর। দুইবোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন।[৪] উর্মিলা ছোটবেলা থেকেই গান শিখেছেন। রবীন্দ্রসংগীতের ওপর ছায়ানট থেকে ডিপ্লোমা করেছেন।
কর্মজীবন[সম্পাদনা]
ঊর্মিলা তার কর্মজীবন শুরু করেন ছোট পর্দার মাধ্যমে। টিভি নাটকে ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম একজন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় জটিল প্রেম নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন।[৫] তিনি বিজ্ঞাপনে মডেলিং করেছেন। সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন।[৫]
নাটক[সম্পাদনা]
- এক-পর্বের নাটক
ধারাবাহিক নাটক[সম্পাদনা]
চলচ্চিত্র[সম্পাদনা]
- ফ্রম বাংলাদেশ (নির্মাণাধীন)
- Nadim's wife
ব্যক্তিজীবন[সম্পাদনা]
ঊর্মিলা জয়দেব সিনহা রায় নামে এক ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করেন।[১০] ২০১৪ সালের ১৭ অক্টোবর তাদের আশীর্বাদ হয় তার পরে ২০১৫ সালের এপ্রিল এ তাদের বিয়ে হয়। [১১]
আরো পড়ুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Urmila Srabonti Kar: Bangladeshi model Actress Photos"। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৭।
- ↑ "দশেদশ: ঊর্মিলা"। দৈনিক ইত্তেফাক। ৩১ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "রবীন্দ্রসঙ্গীত নিয়ে অ্যালবাম করতে চাই: ঊর্মিলা শ্রাবন্তী কর"। প্রিয়.কম। ২৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "ঊর্মিলা শ্রাবন্তী কর"। ২৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ গ আল মামুন, শফিক (২৭ ডিসেম্বর ২০১২)। "ঊর্মিলার গল্প"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "দিনাজপুরে ঊর্মিলা শ্রাবন্তী কর"। এনটিভি অনলাইন। ২১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "দুর্গার সাজে ঊর্মিলা"। বাংলা ট্রিবিউন। ১৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "ঊর্মিলা শ্রাবন্তী কর'র 'সোনার শিকল' এবং..."। abnews24.com। ১০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "আসছে 'বউ বিবি বেগম'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "ঊর্মিলার বিয়ে সিনেমার কাহিনীকেও হার মানায়!"। ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ "চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখছেন ঊর্মিলা শ্রাবন্তী কর"। ১৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।