বিষয়বস্তুতে চলুন

অপর্ণা ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অপর্ণা ঘোষ
২০১৫ সালে অপর্ণা
জন্ম২৫ সেপ্টেম্বর
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামপিংকি
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
পেশা
কর্মজীবন২০০৬–বর্তমান
আদি নিবাসরাঙ্গামাটি
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৩)

অপর্ণা ঘোষ (জন্ম: ২৫ সেপ্টেম্বর) বাংলাদেশী মডেল এবং টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন।[] প্রাথমিকভাবে মডেলিংয়ে কমর্জীবনের শুরুতে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তিনি প্রায় আশির অধিক টেলিভিশন খন্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিতে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন।[] ২০১৩ সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল মেঘমল্লার (২০১৪), সুতপার ঠিকানা (২০১৫), দর্পণ বিসর্জন (২০১৬) ও ভুবন মাঝি (২০১৭)।

প্রাথমিক কর্মজীবন

[সম্পাদনা]

অপর্ণা ঘোষের জন্ম ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি[] ছেলেবেলা কেটেছে রাঙামাটি[] এবং চট্টগ্রাম শহরে। তিনি রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন।[] তার বাবা অলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন।[] অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন। বাবার অভিনয়ে আকৃষ্ট হয়ে ২০০৩ সালের দিকে নান্দিকার নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটার দলে মঞ্চকর্মী হিসেবে যোগ দেন তিনি।[] তার প্রথম অভিনীত এস এম সোলায়মানের কোর্ট মার্শাল[] এরপর মঞ্চে উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অব ভেনিস, পাপপূর্ণ সহ একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন।[] নান্দিকারের সঙ্গে তিনি এছাড়াও পাপ-পুণ্য, জ্ঞানবৃক্ষের ফল, গোড়ায় গলদ ইত্যাদি নাটকে অভিনয় করেন।[]

২০০৬ সালের দিকে তিনি ঢাকায় আসেন। সে বছরই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা।[] পরবর্তীকালে তবুও ভালোবাসি নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটান। অপর্ণা বসুন্ধরা কর্পোরেট, প্রাণ সস, অটবি, নিডো, প্যরাসুট নারিকেল তেল, হোয়াইট প্লাস টুথপেস্ট ইত্যাদি বাণিজ্যিক পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।[] এছাড়াও বিভিন্ন ব্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা।[]

২০০৯ সাল থেকে তিনি স্থায়ীভাবে ঢাকায় বাস করছেন।[] ২০১৬ সালে মাছরাঙা টেলিভিশনে রূপ কথা নামে একটি সৌন্দর্যচর্চাবিষয়ক অনুষ্ঠান উপস্তাপনা করেন তিনি।[] ২০১৭ সালের ডিসেম্বরে একটি অনলাইন নিউজপোর্টালে তার ভুয়া মৃত্যুু সংবাদ প্রচার আলোচনায় আসে।[১০]

২০২০ সালের ১০ই ডিসেম্বর চট্টগ্রামের আগ্রাবাদের বাড়িতে বিয়ে করেন। পাত্রের নাম সত্রাজিৎ দত্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে কর্মরত রয়েছেন তিনি।

চলচ্চিত্র কর্মজীবন

[সম্পাদনা]

২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্র একটি গৌণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার বর্ড় পর্দায় অপর্ণার অভিষেক ঘটে।[১১] ২০১৩ সালে তিনি গাজী রাকায়েত পরিচালিত মৃত্তিকা মায়া চলচ্চিত্রে তিতাস জিয়ার বিপরীতে ফাহমিদা চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১২][১৩] ২০১৪ সালে তিনি জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার চলচ্চিত্রে আসমা চরিত্রে শহীদুজ্জামান সেলিমের বিপরীতে অভিনয় করেন। চলচ্চিত্রটি বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প "রেইনকোট" অবলম্বনে নির্মিত।[১৪] মুক্তির পর ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে পুরস্কার লাভ করে।[১৫] ২০১৫ সালে প্রসূন রহমান পরিচালিত সুতপার ঠিকানা চলচ্চিত্রে শাহাদাৎ হোসেনের বিপরীতে অভিনয় করেন। ২০১৬ সালে জসীম উদ্‌দীনের আয়না ছোটগল্প অবলম্বনে নির্মিত দর্পণ বিসর্জন চলচ্চিত্রে বকুল চরিত্রে উপস্থিত হন তিনি।[১৬] ২০১৭ সালে অপর্ণার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ভুবন মাঝি[১৭] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্রে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ফরিদা চরিত্রে অভিনয় করেন।[১৮] একই বছরের মেষের দিকে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত টু বি কন্টিনিউড... চলচ্চিত্রটি মুক্তি পায়, যেখানে তিনি ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন। ২০১১ সালে নির্মাণ কাজ শুরু হলেও চলচ্চিত্রটি ২০১৭ সালে মুক্তি যায়।[১৯] ২০১৯ সালে কামরুল হাসান নাসিম পরিচালিত লিলিথ চলচ্চিত্রে তিনি পৌরাণিক লিলিথ চরিত্রে অভিনয় করেছেন।[২০] ২০২০ সালে অপর্ণার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ফাখরুল আরেফিন খান পরিচালিত গণ্ডি। এই চলচ্চিত্রে তিনি সব্যসাচী চক্রবর্তীর সাথে অভিনয় করেন।[২১] এছাড়াও হোসনে মোবারক রুমির পরিচালনায় অন্ত্যোষ্টিক্রিয়া চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।[২২]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
শিরোনাম বছর চরিত্র পরিচালক টীকা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ২০০৯ মোস্তফা সরয়ার ফারুকী অভিষেক চলচ্চিত্র[২৩]
মৃত্তিকা মায়া ২০১৩ ফাহমিদা গাজী রাকায়েত শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার[১২][১৩]
মেঘমল্লার ২০১৪ আসমা জাহিদুর রহিম অঞ্জন [১৪]
সুতপার ঠিকানা ২০১৫ সুতপা প্রসূন রহমান [২৪]
দর্পণ বিসর্জন ২০১৬ বকুল সুমন ধর [১৬]
ভুবন মাঝি ২০১৭ ফরিদা ফাখরুল আরেফিন খান [১৭]
টু বি কন্টিনিউড... ফারিয়া ইফতেখার আহমেদ ফাহমি [১৯]
লিলিথ ২০১৯ লিলিথ কামরুল হাসান নাসিম [২০]
গণ্ডি ২০২০ ফাখরুল আরেফিন খান [১১]
অন্ত্যেষ্টিক্রিয়া হোসনে মোবারক রুমি [২২]
এই সময়ের গল্প রাহা রেদওয়ান রনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র[২৫]

টেলিফিল্ম

[সম্পাদনা]
শিরোনাম বছর চরিত্র টীকা
ব্রেসলেট ২০১৩
এক্স ওয়াই জেড ২০১৬ [২৬]
প্রেমঘটিত ইচ্ছাগুলো [২৬]
মিট মি নেভার [২৬]
অবহন ২০১৭ [২৭]
আজ জন্মদিন তোমার
উৎসর্গ
সব মিথ্যে সত্য নয় ২০১৮ [২৮][২৯]
অপেক্ষার শেষে অপর্ণা [৩০]
অনুভবে অনুভূতি রূপা [৩১]
হান্ড্রেড আউট অব হান্ড্রেড
চিনি বাবা ২০১৯ [৩২]
সবার একটা গল্প থাকে [৩৩]
কে আপন কে পর [৩৪]
স্বর্ণমানব থ্রি ২০২০ [৩৫]
ব্যাচ [২৬]
মেঘডুবি [২৬]

টেলিভিশন ধারাবাহিক

[সম্পাদনা]
শিরোনাম বছর চরিত্র টীকা
ইচ্ছেঘুড়ি২০১৩[][৩৬]
ভালোবাসা কারে কয়২০১৩[৩৬]
হল্লাবাজিজুলাই ২০১৪[৩৭]
নীল আকাশের কালো রংআগস্ট ২০১৪[৩৮]
ফেইসঅক্টোবর ২০১৪[৩৯]
মেড ইন চিটাগাং২০১৪[৪০]
রাব্বু ভাইয়ের বউ২০১৪[৪০]
আদর্শলিপিএপ্রিল ২০১৫[৪১]
পাল্টা হওয়া২০১৫-২০১৬[৪২]
অপূর্বা২০১৫[৪২]
গুলবাহারএপ্রিল ২০১৭গুলবাহার[৪৩]
মন ছুঁয়েছে মনমে ২০১৭জয়িতা[৪৪][৪৫]
আদর্শ স্বামীনভেম্বর ২০১৭[৪৬]
শ্বশুর আলয় মধুর আলয়১ মার্চ ২০১৮[৪৭]
হার্টফেল ফয়েজজুন ২০১৮[২৯]
ফুটবল ফারুকজুন ২০১৮[৪৮]
হাজার বত্রিশনভেম্বর ২০১৮[৪৯]
সিনেমাটিক২০১৮[৫০]
সেমিকর্পোরেট২০১৮[৫০]
গোল্ডেন ভাই২০১৮[৫০]
কালচারাল মামাএপ্রিল ২০১৯
বিহাইন্ড দ্য পাপ্পিআগস্ট ২০১৯[৫১]
ম্যানেজ মকবুলআগস্ট ২০১৯[৫১][৫২]
কবুল বলিল কেআগস্ট ২০১৯[৫১]
ভানুমতি ডটকমআগস্ট ২০১৯[৫১]
বোকা জামাইআগস্ট ২০১৯[৫১]
জ্ঞানীগঞ্জের পণ্ডিতেরামার্চ ২০২০[৫৩]
তোলপাড়২০২০[৫৪]
টিপু সুলতান২০২০[৫৫]

টেলিভিশন খণ্ডনাটক

[সম্পাদনা]
শিরোনাম বছর চরিত্র টীকা
তবুও ভালোবাসি
রিস্টার্ট২০১৩[]
নিয়ন জোছনায় পরী২০১৩পরী[]
আবদুল জলিলের বিদেশ যাত্রা২০১৩, অক্টোবর[৫৬]
কাকতাড়ুয়ার দেশে১৯ অক্টোবর ২০১৩অপর্ণা[৫৭]
শেষ দুই দিন[৪০]
বাতিঘর৩০ মে ২০১৪[৫৮]
তোমার আমার গল্প২০১৪, জুলাই[৫৯]
ব্ল্যাংকপেজ২০১৪[৬০]
ক্লোজআপ কাছে আসার গল্প ২২০১৪[৬১]
ভার্চুয়াল লাভ২০১৪[৩৬]
বিচারক২০১৪হেমশশী[৬২]
হাবিলদার হাতেম২০১৪শিউলী[৬৩]
শিক্ষা সফরজুন ২০১৫[৬৪]
জীবন বদল৮ মার্চ ২০১৫অপলা[৬৫][৬৬]
দ্য ফরচুন২০১৫
আশ্চর্য এক স্পর্শ২০১৫যূথী
ব্রেক আপ স্টোরি২০১৫
সিক্সথ সেন্স২০১৬[৬৭]
তুমি মানে তোমার চলে যাওয়া২০১৬, এপ্রিল[৬৮]
উৎসর্গ২০১৬[৬৯]
তবু আমারে দেব না ভুলিতে২৫ মে ২০১৬[৭০]
ক্রস রোড২০১৬ জুন[৭১]
অটোবায়োগ্রাফি২০১৬[৬৯]
সমুদ্রের নীল রাত্রি২০১৬[৬৯]
সূর্য ওঠার আগে১৬ ডিসেম্বর ২০১৬[৭২]
হারানো অধ্যায়১৪ ফেব্রুয়ারি ২০১৭[৭৩]
প্ল্যাটফর্মমে ২০১৭[৭৪]
মালতী২০১৭, জুলাইমালতী[৭৫]
ফাঁকি২০১৮
বাতিওয়ালা২০১৮, জানুয়ারি[৭৬]
আজ পূরবীর দিন২৬ মার্চ ২০১৮পূরবী[৭৭]
সাদাসিধে মানুষের কথা২৬ মার্চ ২০১৮[৭৮]
রাত্রি দ্বিপ্রহরএপ্রিল ২০১৮[৭৯]
কেয়ারলেস মুখলেসজুন ২০১৮
প্রফেসর ডাবলুজুন ২০১৮
বন্ধনজুন ২০১৮[২৯]
পিছুটানজুন ২০১৮[২৯]
ভালোবাসার স্বপ্নজালে২০১৮, জুলাইতিথি[৮০]
আমার নাম মানুষ২০১৮, সেপ্টেম্বর[৮১]
কৃষ্ণকলির আত্মত্যাগ২০১৮, সেপ্টেম্বরকৃষ্ণকলি[৫০]
নাগরিক অপারাজিতা১৫ ডিসেম্বর ২০১৮দীপা
কেমন আছে ফারিয়া১ মার্চ ২০১৯ফারিয়া[৮২][৮৩]
আমাদের দিন রাত্রিজুন ২০১৯[৮৪]
হিজ হিজ হুজ হুজজুলাই ২০১৯[৮৫]
নীল মেঘ২৫ অক্টোবর ২০১৯মোনা[৮৬]
জেমস২০১৯[৮৭]
সন্ধ্যে বেলার উপাখ্যান১ ডিসেম্বর ২০১৯রিমি[৮৮]
আপন আঁধারমার্চ ২০২০মৌমি[৮৯][৯০]
যদি আরেকটু সময় পেতামমে ২০২০
বউ আমার২১ মে ২০২০[২৬]
বিশু পাগলা গাছের আগায়২১ মে ২০২০[২৬]
যে পাখির ডানা নেই২১ মে ২০২০[২৬]
লেবুর মালয়েশিয়া সফর২১ মে ২০২০রোকসানা[৯১]
ক্লাসলেস মোখলেস২১ মে ২০২০[২৬][৯২]
প্রেসার কুকারজুলাই ২০২০[৯৩]
মেঘের আড়ালে রোদ২০২০[৯৩]
নসু ভিলেন আসল ভিলেন২০২০[৯৩]
ধন্যবাদ২০২১এনটিভি [৯৪][৯৫]
রং তুলিতে আঁকা প্রজাপতি২০২১

ওয়েবসিরিজ

[সম্পাদনা]
শিরোনাম বছর চরিত্র টীকা
ভয়ঙ্কর রাত২০১৮[৯৬]

পুরস্কার

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০১৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী মৃত্তিকা মায়া বিজয়ী [১২][১৩]
২০১৫ অনন্যা শীর্ষ দশ পুরস্কার - চলচ্চিত্রে অবদান বিজয়ী [৯৭][৯৮]
২০১৮ আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৮ শ্রেষ্ঠ অভিনেত্রী টেলিভিশন নাটক বিজয়ী [৯৯]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 "পাত্র খুঁজছি: অপর্ণা"গাজীপুর অনলাইন। ২ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  2. "এখনই বিয়ে করতে চান না অপর্ণা"। ঢাকাটাইমস। ২৩ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  3. আকতার, রুবী (১৮ জানুয়ারি ২০২০)। "বিনোদন জগতে চট্টগ্রামের অপর্ণা ঘোষ"দৈনিক পূর্বকোণ। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  4. রাব্বি, রাব্বানী (২৩ জুলাই ২০১৯)। "প্রথম দেখি 'পোকামাকড়ের ঘর বসতি' – অপর্ণা ঘোষ"ভোরের কাগজ। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  5. সাইফুল্লাহ, মো. (২৩ জুলাই ২০১৫)। "'আকাশ পাঠানোর মানুষ এখনো পাইনি'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  6. 1 2 3 কাদের, মনজুর (৫ ডিসেম্বর ২০১৯)। "শান্তি খুঁজতে মঞ্চনাটকে অপর্ণা"দৈনিক প্রথম আলো। ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  7. দিদার, মাহমুদ (২৫ এপ্রিল ২০১৫)। "তারকা নয় অভিনেত্রীর গল্প"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  8. মাসুদ, মেহেদী (১৫ জানুয়ারি ২০১৫)। "অতিথি অপর্ণা অতঃপর..."দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  9. "'সবকিছু ফাঁস করে দিয়েছি'"দৈনিক প্রথম আলো। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  10. "ভুয়া সংবাদে চটেছেন অপর্ণা ঘোষ"সমকাল। ১১ ডিসেম্বর ২০১৭। ২৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  11. 1 2 "গন্ডিতে অন্যরকম অপর্ণা ঘোষ"যায়যায়দিন। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  12. 1 2 3 "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩"বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ৩০ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫
  13. 1 2 3 "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'মৃত্তিকা মায়া'র জয়জয়কার"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকা, বাংলাদেশ। ১০ মার্চ ২০১৫। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫
  14. 1 2 "ছাড়পত্র পেল 'মেঘমল্লার'"দৈনিক প্রথম আলো। ২৭ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  15. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪"বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  16. 1 2 "'আয়না' থেকে 'দর্পণ বিসর্জন'"প্রথম আলো। ২৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬
  17. 1 2 "শুরু-হলো-'ভুবন-মাঝি'"প্রথম আলোমতিউর রহমান। ২১ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬
  18. "বাস্তবের অপর্ণা আর ছবির ফরিদা"দৈনিক প্রথম আলো। ২৩ জানুয়ারি ২০১৬। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  19. 1 2 "ছবিটি মুক্তি পেয়েছে, এটাই বড় কথা"দৈনিক প্রথম আলো। ৩০ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  20. 1 2 "অপর্ণা'র নতুন ছবি 'লিলিথ'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ মে ২০১৯। ১১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  21. ঘোষ, শঙ্খ (১১ জানুয়ারি ২০২০)। "Sabyasachi in a Bangladeshi film" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  22. 1 2 "মুহূর্তে মুহূর্তে আতঙ্ক কাজ করছে - অপর্ণা ঘোষ"মানবজমিন। ১৫ জুলাই ২০২০। ২০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  23. "চলচ্চিত্র থেকে বিরতি নিলেন অপর্ণা"জাগো নিউজ। ১১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  24. "'সুতপা' অপর্ণা"দৈনিক প্রথম আলো। ২৭ জুলাই ২০১৪। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  25. "স্বল্পদৈর্ঘ্যে এই সময়ের জীবন"চ্যানেল আই। ২৭ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  26. 1 2 3 4 5 6 7 8 9 "একক নাটক ও টেলিফিল্ম"কালের কণ্ঠ। ১১ সেপ্টেম্বর ২০১৬। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  27. "আঁধার কাটুক হাজার আলোয়"দৈনিক প্রথম আলো। ২৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  28. "ছোট পর্দায় আজকের অনুষ্ঠান"দৈনিক প্রথম আলো। ১৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  29. 1 2 3 4 "ঈদের নাটকে বৈচিত্র্যময়তা ছিলো- অপর্ণা"। ঢাকা টাইমস। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  30. রইস, আবু (১ ফেব্রুয়ারি ২০১৮)। "দর্শককে খাটো করে দেখার কোনো অবকাশ নেই"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  31. "এনটিভিতে টেলিফিল্ম 'অনুভবে অনুভূতি'"এনটিভি। ২৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  32. "মিলন-অপর্ণার 'চিনি বাবা'"ভোরের কাগজ। ৫ আগস্ট ২০১৯। ৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  33. "সজল-অপর্ণার গল্পটা কী?"জাগো নিউজ। ২০ জুলাই ২০১৯। ২১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  34. "প্রশংসিত সজল-অপর্ণার 'কে আপন কে পর'"চ্যানেল আই। ১১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  35. "গভীর সমুদ্রে তিশা, মোশাররফ করিম, অপর্ণারা"দৈনিক প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  36. 1 2 3 "৫ প্রশ্নে অপর্ণা ঘোষ"। রিপোর্টার২৪.কম। ৫ ডিসেম্বর ২০১৩। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  37. ইমাম, হাসান (২১ জুলাই ২০১৪)। "অপর্ণা: 'ফাটাফাটি আনন্দ হচ্ছে'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  38. "এক নাটকে বন্যা-জেনি-অপর্ণা"। durnitynews24.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  39. "টি ভি হা ই লা ই ট স"ভোরের কাগজ। ২০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  40. 1 2 3 "পার্থ-অপর্ণা দুই সহযাত্রী"দৈনিক যায়যায়দিন। ৪ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  41. "বিচিত্র স্কুলের গল্প 'আদর্শলিপি'"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  42. 1 2 রিপা, সানজিদা (১২ মার্চ ২০১৫)। "আমার কাছে প্রত্যেকটা কাজই সমান"বণিক বার্তা। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  43. "অপর্ণা ঘোষ যখন 'গুল-বাহার'"বাংলা ট্রিবিউন। ১৬ এপ্রিল ২০১৭। ২২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  44. "জয়িতার যুদ্ধ!"দৈনিক প্রথম আলো। ২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  45. "অর্ধশতকে অপর্ণার মন ছুঁয়েছে মন"জাগো নিউজ। ১৮ সেপ্টেম্বর ২০১৭। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  46. "অপর্ণার 'আদর্শ স্বামী' জাহিদ হাসান"জাগো নিউজ। ২৪ নভেম্বর ২০১৭। ৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  47. "নিজেদের জীবনের গল্প নিয়ে নাটক"দৈনিক প্রথম আলো। ১৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  48. "ঈদের আনন্দে টিভি নাটক"ভোরের কাগজ। ১০ জুন ২০১৮। ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  49. "নিশো-অপর্ণার ভয়ংকর নাটক"জাগো নিউজ। ৭ জুন ২০১৯। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ {{সংবাদ উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 14 নভেম্বর 2018 প্রস্তাবিত (সাহায্য)
  50. 1 2 3 4 "কৃষ্ণকলির চরিত্রে অপর্ণা"জাগো নিউজ। ৩০ নভেম্বর ২০১৯। ৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  51. 1 2 3 4 5 "প্রতিবছরের মতো এবারও ঈদে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক নাটক"ঢাকা ট্রিবিউন। ১১ আগস্ট ২০১৯। ২৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  52. "খুশি করে দিলেই ম্যানেজ হয়ে যান জাহিদ হাসান"জাগো নিউজ। ৫ আগস্ট ২০১৯। ৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  53. "ফেসবুকে আসছে আলোকদিয়ার মেয়েরা"দৈনিক প্রথম আলো। ১৮ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  54. "তিন তারকার 'তোলপাড়'"ভোরের কাগজ। ৩০ সেপ্টেম্বর ২০১৯। ৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  55. "টিপুর সঙ্গে সুলতানকেও খুন করেন শাবানা!"দৈনিক প্রথম আলো। ২৮ জুন ২০২০। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  56. "বাংলাভিশন"দৈনিক প্রথম আলো। ১৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  57. "ঈদের বিশেষ নাটক 'কাকতাড়ুয়ার দেশে'"দৈনিক প্রথম আলো। ১৮ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  58. "'আমরা শিল্পীরাও তো মানুষ'"দৈনিক প্রথম আলো। ৩০ মে ২০১৪। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  59. "অপূর্ব-অপর্ণার তোমার আমার গল্প"দৈনিক প্রথম আলো। ১৬ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  60. "ঈদের নাটক নিয়ে ব্যস্ত অপর্ণা"দৈনিক প্রথম আলো। ২০ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  61. "জনের দিকে তাকাতে পারছিলাম না: অপর্ণা ঘোষ"প্রিয়.কম। ২২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  62. "রবি ঠাকুরের নায়িকা এবার অপর্ণা ঘোষ"আমার বিনোদন। ৪ আগস্ট ২০১৪। ২৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  63. "স্বামীকে ঘুষ নিতে মানা অপর্ণার"সিটিজিবার্তাডেক্স। ১২ সেপ্টেম্বর ২০১৪। ২৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  64. "শিক্ষা সফরে মোশাররফ-অপর্ণা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  65. নূর, নাইস (৮ মার্চ ২০১৫)। "বিয়ের পর আরো সুইট হবো: অপর্ণা ঘোষ"এনটিভি। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  66. "পন্ডস আলোকিত নারী ২০১৫"দৈনিক প্রথম আলো। ৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  67. "চিত্রশিল্পী অপর্ণা, তবে..."দৈনিক প্রথম আলো। ২৮ নভেম্বর ২০১৫। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  68. "প্রথমবার আমিন খানের বিপরীতে অপর্ণা"জাগো নিউজ। ১৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৬
  69. 1 2 3 "তাঁদের সঙ্গে অপর্ণা"দৈনিক প্রথম আলো। ১০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  70. "নজরুলের গানের অনুপ্রেরণায় নাটক"দৈনিক প্রথম আলো। ৫ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  71. "'ক্রস রোড'-এ দেখা হবে?"দৈনিক প্রথম আলো। ১৭ জুন ২০১৬। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  72. "নাটকীয়তা ও আবেগের পাশাপাশি আরও বাস্তবতাজরুরি"দৈনিক প্রথম আলো। ২২ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  73. "জহির রায়হানের গল্প থেকে নাটক আজ"দৈনিক প্রথম আলো। ২২ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  74. "চলন্ত ট্রেনে 'প্ল্যাটফর্ম'"দৈনিক প্রথম আলো। ১০ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  75. "পতিতা অপর্ণার নাম মালতী"জাগো নিউজ। ১৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  76. "ঐতিহ্যের গল্প নিয়ে বাতিওয়ালা"জাগো নিউজ। ২১ জানুয়ারি ২০১৮। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  77. "টেলিভিশনে ২৬ মার্চের প্রস্তুতি শুরু"দৈনিক প্রথম আলো। ৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  78. "সাদাসিধে মানুষ মোশাররফ করিম"জাগো নিউজ। ২৫ মার্চ ২০১৮। ২৫ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  79. "রাত্রি দ্বিপ্রহরে নিলয়-অপর্ণা"জাগো নিউজ। ১৯ এপ্রিল ২০১৮। ১৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  80. "ভালোবাসার স্বপ্নজালে জড়ালেন নাঈম-অপর্ণা"জাগো নিউজ। ২৭ জুলাই ২০১৮। ২৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  81. "আলোচিত দশ ফিকশন"ভোরের কাগজ। ৯ সেপ্টেম্বর ২০১৮। ১২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  82. "নায়িকা ফারিয়ার চরিত্রে অপর্ণা"জাগো নিউজ। ৭ জুন ২০১৯। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  83. "ফারিয়াকে খুঁজে বের করলেন সাংবাদিক তপু!"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৮ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  84. "আবারও জুটি বাঁধলেন মোশাররফ করিম ও অপর্ণা"জাগো নিউজ। ৭ জুন ২০১৯। ৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  85. শাজু, শাহ আলম (৭ জুলাই ২০১৯)। "Aparna Ghosh in 'His His Whose Whose' this Eid ul Adha" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  86. "অপর্ণার 'নীল মেঘ'"মানবজমিন। ২৪ অক্টোবর ২০১৯। ২৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  87. "নার্স অপর্ণার প্রেমে খুনি সজল"মানবজমিন। ২০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  88. "প্রেমিকা অপর্ণাকে নিয়ে ঝামেলায় নাঈম"জাগো নিউজ। ৩০ নভেম্বর ২০১৯। ১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০
  89. "দাম্পত্যের 'আপন আঁধার'"ভোরের কাগজ। ৪ মার্চ ২০২০। ৫ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  90. "ইমন-অপর্ণার ভালোবাসার গল্প 'আপন আঁধার'"দৈনিক ইনকিলাব। ৫ মার্চ ২০২০। ৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  91. "দালালের খপ্পরে পড়ে নেপালে মিলন, বাঁচালেন অপর্ণা"জাগো নিউজ। ২৪ মে ২০২০। ১৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০
  92. "কেমন সাড়া পেল ঈদের নাটক?"ভোরের কাগজ। ৩০ জুন ২০১৮। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  93. 1 2 3 "করোনার কারণে নিয়ন্ত্রিত অভিনয়ে অপর্ণা"কালের কণ্ঠ। ২৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  94. "আজ এনটিভিতে চার ঈদ নাটক"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। ২৭ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১
  95. "নাটক : ধন্যবাদ"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। ৩ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১
  96. "থাকছে ওয়েব সিরিজও"ভোরের কাগজ। ১০ জুন ২০১৮। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  97. "১১ নারী পেলেন 'অনন্যা সম্মাননা'"দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  98. "অনন্যা শীর্ষ দশ সম্মাননা পেয়ে গর্বিত অপর্ণা"জাগো নিউজ। ৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০
  99. "আজীবন সম্মাননায় ভূষিত সাবিনা ইয়াসমিন"ভোরের কাগজ। ২৮ ফেব্রুয়ারি ২০১৯। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]